Second hand mobile phone: সেকেন্ড হ্যান্ড ফোন কিনছেন? মাথায় রাখুন এই দশ বিষয়, নাহলে বাড়িতে আসতে পারে পুলিশও

Last Updated:
ফোনের ব্যাটারি কী অবস্থায় আছে দেখে নিন৷ বিক্রেতার থেকে ভাল ভাবে জেনে নিন, একবার চার্জ দিলে সেকেন্ড হ্যান্ড ফোনটিতে কতক্ষণ ব্যাটারি ব্যাক আপ থাকবে৷
1/10
দামি স্মার্টফোন ব্যবহারের শখ থাকে অনেকেরই৷ কিন্তু দামের কারণে পিছিয়ে আসতে হয়৷ ফলে শখ পূরণ করতে অনেকেই সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কেনেন৷ কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত৷ নাহলে আইনি ঝামেলাতেও পড়তে হতে পারে৷
দামি স্মার্টফোন ব্যবহারের শখ থাকে অনেকেরই৷ কিন্তু দামের কারণে পিছিয়ে আসতে হয়৷ ফলে শখ পূরণ করতে অনেকেই সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কেনেন৷ কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত৷ নাহলে আইনি ঝামেলাতেও পড়তে হতে পারে৷
advertisement
2/10
প্রথমত, সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কেনার আগে অবশ্যই সেটি কী অবস্থায় আছে দেখে নিন৷ কোনও স্ক্র্যাচ মার্ক আছে কি না, টাচ স্ক্রিন ঠিক মতো কাজ করছে কি না অবশ্যই খুঁতিয়ে যাচাই করুন৷
প্রথমত, সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কেনার আগে অবশ্যই সেটি কী অবস্থায় আছে দেখে নিন৷ কোনও স্ক্র্যাচ মার্ক আছে কি না, টাচ স্ক্রিন ঠিক মতো কাজ করছে কি না অবশ্যই খুঁতিয়ে যাচাই করুন৷
advertisement
3/10
জলে পড়ে বা ভিজে গিয়ে নষ্ট হওয়া ফোনের একটি অন্যতম বড় সমস্যা৷ অনেকেই এমন ওয়াটার ড্যামেজ ফোন বিক্রি করে দেন৷ সেরকম কোনও ফোনই আপনি সেকেন্ড হ্যান্ড হিসেবে কিনছেন কি না, তা যাচাই করতে ফোনের স্ক্রিনের উপরে জলের দাগ আছে কি না, দেখে নিন৷
জলে পড়ে বা ভিজে গিয়ে নষ্ট হওয়া ফোনের একটি অন্যতম বড় সমস্যা৷ অনেকেই এমন ওয়াটার ড্যামেজ ফোন বিক্রি করে দেন৷ সেরকম কোনও ফোনই আপনি সেকেন্ড হ্যান্ড হিসেবে কিনছেন কি না, তা যাচাই করতে ফোনের স্ক্রিনের উপরে জলের দাগ আছে কি না, দেখে নিন৷
advertisement
4/10
ফোনের ব্যাটারি কী অবস্থায় আছে দেখে নিন৷ বিক্রেতার থেকে ভাল ভাবে জেনে নিন, একবার চার্জ দিলে সেকেন্ড হ্যান্ড ফোনটিতে কতক্ষণ ব্যাটারি ব্যাক আপ থাকবে৷
ফোনের ব্যাটারি কী অবস্থায় আছে দেখে নিন৷ বিক্রেতার থেকে ভাল ভাবে জেনে নিন, একবার চার্জ দিলে সেকেন্ড হ্যান্ড ফোনটিতে কতক্ষণ ব্যাটারি ব্যাক আপ থাকবে৷
advertisement
5/10
যদি সেকেন্ড হ্যান্ড ফোনের সঙ্গে অরিজিনাল অ্যাসেসরিজ যেমন চার্জার, হেডফোন, বক্স না থাকে তাহলে দাম কমানোর জন্য বিক্রেতাকে চাপ দিন৷
যদি সেকেন্ড হ্যান্ড ফোনের সঙ্গে অরিজিনাল অ্যাসেসরিজ যেমন চার্জার, হেডফোন, বক্স না থাকে তাহলে দাম কমানোর জন্য বিক্রেতাকে চাপ দিন৷
advertisement
6/10
যদি সরাসরি ফোনের মালিকের থেকেই ফোন কেনেন, তাহলে তাঁর সঙ্গে শপিং মল, কফি শপের মতো কোনও জনবহুল বা পাবলিক প্লেসে দেখা করুন৷ সেক্ষেত্রে কোনও রকম প্রতারণা থেকে অনেকটাই বাঁচবেন আপনি৷
যদি সরাসরি ফোনের মালিকের থেকেই ফোন কেনেন, তাহলে তাঁর সঙ্গে শপিং মল, কফি শপের মতো কোনও জনবহুল বা পাবলিক প্লেসে দেখা করুন৷ সেক্ষেত্রে কোনও রকম প্রতারণা থেকে অনেকটাই বাঁচবেন আপনি৷
advertisement
7/10
যদি সরাসরি ফোনের মালিকের থেকেই ফোন কেনেন, তাহলে তাঁর সঙ্গে শপিং মল, কফি শপের মতো কোনও জনবহুল বা পাবলিক প্লেসে দেখা করুন৷ সেক্ষেত্রে কোনও রকম প্রতারণা থেকে অনেকটাই বাঁচবেন আপনি৷
যদি সরাসরি ফোনের মালিকের থেকেই ফোন কেনেন, তাহলে তাঁর সঙ্গে শপিং মল, কফি শপের মতো কোনও জনবহুল বা পাবলিক প্লেসে দেখা করুন৷ সেক্ষেত্রে কোনও রকম প্রতারণা থেকে অনেকটাই বাঁচবেন আপনি৷
advertisement
8/10
এ ছাড়াও সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় বিক্রেতার থেকে অবশ্যই রসিদ নিন৷ সেক্ষেত্রে ভবিষ্যতে ফোনের কোনও সমস্যা হলে সুবিধে হবে৷
এ ছাড়াও সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় বিক্রেতার থেকে অবশ্যই রসিদ নিন৷ সেক্ষেত্রে ভবিষ্যতে ফোনের কোনও সমস্যা হলে সুবিধে হবে৷
advertisement
9/10
.ফোন ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে কি না তা দেখে নিন৷ যদি থাকে তাহলে ওয়ারেন্টি নিজের নামে ট্রান্সফার করে নিন৷
.ফোন ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে কি না তা দেখে নিন৷ যদি থাকে তাহলে ওয়ারেন্টি নিজের নামে ট্রান্সফার করে নিন৷
advertisement
10/10
ফোনের সফটওয়্যার আপডেটেড আছে কি না দেখে নিন৷ ফোনে কোনও ম্যালওয়্যার ভাইরাস আছে কি না, দেখে নিন৷
ফোনের সফটওয়্যার আপডেটেড আছে কি না দেখে নিন৷ ফোনে কোনও ম্যালওয়্যার ভাইরাস আছে কি না, দেখে নিন৷
advertisement
advertisement
advertisement