ChatGPT: সুখবর! এবার অ্যান্ড্রয়েডেও ChatGPT অ্যাপ, দেখে নিন কীভাবে পাবেন সুবিধা

Last Updated:
আগে এটি শুধুমাত্র ওয়েবে ভার্সনেই ব্যবহার করা যেত ChatGPT। তারপর তা iOS-এর জন্য চালু করা হয়েছিল।
1/7
OpenAI-এর ChatGPT চলতি বছরের গোড়া থেকেই সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছিল। এখন অনেকেই ব্যবহার করছেন এই বিশেষ প্রযুক্তি। এটি ইন্টারনেট দুনিয়ায় আলোড়ন ফেলেছে তার নিজস্ব বৈশিষ্ট্যে। আসলে একেবারে মানুষের মতো কথা বলতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের যেকোনও সমস্যারই নাকি সমাধান করে দিতে পারে সে এক পলকে।
OpenAI-এর ChatGPT চলতি বছরের গোড়া থেকেই সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছিল। এখন অনেকেই ব্যবহার করছেন এই বিশেষ প্রযুক্তি। এটি ইন্টারনেট দুনিয়ায় আলোড়ন ফেলেছে তার নিজস্ব বৈশিষ্ট্যে। আসলে একেবারে মানুষের মতো কথা বলতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের যেকোনও সমস্যারই নাকি সমাধান করে দিতে পারে সে এক পলকে।
advertisement
2/7
আগে এটি শুধুমাত্র ওয়েবে ভার্সনেই ব্যবহার করা যেত ChatGPT। তারপর তা iOS-এর জন্য চালু করা হয়েছিল। এবার আরও এক ধাপ এগিয়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও সুবিধা দিতে চলেছে OpenAI। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য তাদের জনপ্রিয় ChatGPT অ্যাপ চালু করার ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। এবার থেকে ChatGPT অ্যাপটি Google PlayStore থেকে ডাউনলোড করে নিতে পারবেন ব্যবহারকারীরা।
আগে এটি শুধুমাত্র ওয়েবে ভার্সনেই ব্যবহার করা যেত ChatGPT। তারপর তা iOS-এর জন্য চালু করা হয়েছিল। এবার আরও এক ধাপ এগিয়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও সুবিধা দিতে চলেছে OpenAI। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য তাদের জনপ্রিয় ChatGPT অ্যাপ চালু করার ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। এবার থেকে ChatGPT অ্যাপটি Google PlayStore থেকে ডাউনলোড করে নিতে পারবেন ব্যবহারকারীরা।
advertisement
3/7
OpenAI একটি ট্যুইট করে জানিয়েছে, ChatGPT-র অ্যান্ড্রয়েড সংস্করণ এখন পাওয়া যাবে আমেরিকা, ভারত, বাংলাদেশ এবং ব্রাজিলে। যেসমস্ত দেশ এই তালিকায় নেই, সেই দেশের ব্যবহারকারীরা Google PlayStore থেকে অ্যাপটি প্রি-অর্ডার করতে পারেন। আশা করা হচ্ছে OpenAI আগামী সপ্তাহের মধ্যে আরও বেশ কিছু দেশে এই পরিষেবা চালু করার পরিকল্পনা করে রেখেছে।
OpenAI একটি ট্যুইট করে জানিয়েছে, ChatGPT-র অ্যান্ড্রয়েড সংস্করণ এখন পাওয়া যাবে আমেরিকা, ভারত, বাংলাদেশ এবং ব্রাজিলে। যেসমস্ত দেশ এই তালিকায় নেই, সেই দেশের ব্যবহারকারীরা Google PlayStore থেকে অ্যাপটি প্রি-অর্ডার করতে পারেন। আশা করা হচ্ছে OpenAI আগামী সপ্তাহের মধ্যে আরও বেশ কিছু দেশে এই পরিষেবা চালু করার পরিকল্পনা করে রেখেছে।
advertisement
4/7
যদি কেউ ChatGPT ব্যবহার করতে চান, তাহলে Google PlayStore থেকে তা ডাউনলোড করে নেওয়া যাবে। কী ভাবে করবেন, দেখে নেওয়া যাক একনজরে—
যদি কেউ ChatGPT ব্যবহার করতে চান, তাহলে Google PlayStore থেকে তা ডাউনলোড করে নেওয়া যাবে। কী ভাবে করবেন, দেখে নেওয়া যাক একনজরে—
advertisement
5/7
Google PlayStore-এ গিয়ে ChatGPT সার্চ করতে হবে। সতর্ক থাকতে হবে, ডাউনলোড করার আগে ভাল করে যাচাই করে নিতে হবে অ্যাপটি যেন OpenAI-র তৈরি করা অ্যাপই হয়। অর্থাৎ, অ্যাপের নিচে ডেভেলপারের নাম যাচাই করে নিতে হবে। নাহলে ভুল অ্যাপ ডাউনলোড হতে পারে, তাতে জালিয়াতির আশঙ্কাও থাকে।
Google PlayStore-এ গিয়ে ChatGPT সার্চ করতে হবে। সতর্ক থাকতে হবে, ডাউনলোড করার আগে ভাল করে যাচাই করে নিতে হবে অ্যাপটি যেন OpenAI-র তৈরি করা অ্যাপই হয়। অর্থাৎ, অ্যাপের নিচে ডেভেলপারের নাম যাচাই করে নিতে হবে। নাহলে ভুল অ্যাপ ডাউনলোড হতে পারে, তাতে জালিয়াতির আশঙ্কাও থাকে।
advertisement
6/7
এরপর নিজের মোবাইল ডিভাইসে OpenAI-এর ChatGPT অ্যাপটি ইনস্টল করে নিতে হবে।
এরপর নিজের মোবাইল ডিভাইসে OpenAI-এর ChatGPT অ্যাপটি ইনস্টল করে নিতে হবে।
advertisement
7/7
ChatGPT-র কার্যকারিতা—  মাল্টি-টাস্কিং AI চ্যাটবট বিষয়বস্তু লেখা, কোডিং এবং অন্য অনেক কাজের জন্য এটি ব্যবহৃত হয়। OpenAI এই মুহূর্তে শুধুমাত্র সেই সমস্ত দেশেই এই অ্যাপটি অ্যান্ড্রয়েড ভার্সনে চালু করছে যেখানে এটির বড় বাজার রয়েছে। অর্থাৎ, ভারত, বাংলাদেশে বিপুল সংখ্যক মানুষের মধ্যে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের চাহিদা রয়েছে।
ChatGPT-র কার্যকারিতা— মাল্টি-টাস্কিং AI চ্যাটবট বিষয়বস্তু লেখা, কোডিং এবং অন্য অনেক কাজের জন্য এটি ব্যবহৃত হয়। OpenAI এই মুহূর্তে শুধুমাত্র সেই সমস্ত দেশেই এই অ্যাপটি অ্যান্ড্রয়েড ভার্সনে চালু করছে যেখানে এটির বড় বাজার রয়েছে। অর্থাৎ, ভারত, বাংলাদেশে বিপুল সংখ্যক মানুষের মধ্যে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের চাহিদা রয়েছে।
advertisement
advertisement
advertisement