Chandrayaan 3: চাঁদের দেশে পাড়ি! 'চন্দ্রযান' নামের নেপথ্যে রয়েছে বিশেষ কারণ, জেনে নিন

Last Updated:
Chandrayaan 3: শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে উৎক্ষেপন করা হয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩।
1/5
অপেক্ষার অবসান। শুক্রবার ঘড়ির কাঁটা ধরে ২টো ৩৫ মিনিটে চাঁদের উদ্দেশে পাড়ি দিল চন্দ্রযান-৩। শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে উৎক্ষেপন করা হয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩। ৪০ দিন পর চাঁদে অবতরণ করবে এটি। আপাতত সেই অপেক্ষায় দিন গুনছে সকলে।
অপেক্ষার অবসান। শুক্রবার ঘড়ির কাঁটা ধরে ২টো ৩৫ মিনিটে চাঁদের উদ্দেশে পাড়ি দিল চন্দ্রযান-৩। শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে উৎক্ষেপন করা হয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩। ৪০ দিন পর চাঁদে অবতরণ করবে এটি। আপাতত সেই অপেক্ষায় দিন গুনছে সকলে।
advertisement
2/5
অতীতে চন্দ্রযান-১, চন্দ্রযান-২-এর অভিযানের কথা সকলেরই জানা। কিন্তু এই 'চন্দ্রযান' নামটির নেপথ্যের কারণটি কি জানেন? সংস্কৃততে চন্দ্র অর্থাৎ চাঁদ। 'যান' অর্থাৎ যানবাহন। দুইকে মিলিয়ে হয়েছে 'চন্দ্রযান'।
অতীতে চন্দ্রযান-১, চন্দ্রযান-২-এর অভিযানের কথা সকলেরই জানা। কিন্তু এই 'চন্দ্রযান' নামটির নেপথ্যের কারণটি কি জানেন? সংস্কৃততে চন্দ্র অর্থাৎ চাঁদ। 'যান' অর্থাৎ যানবাহন। দুইকে মিলিয়ে হয়েছে 'চন্দ্রযান'।
advertisement
3/5
'চন্দ্রযান' নামটির প্রবর্তন করে ইসরো। এই নামটি মনে রাখা সহজ। পাশাপাশি এই নামের মধ্যে ভারতীয় সংস্কৃতি ফুটে উঠেছে।
'চন্দ্রযান' নামটির প্রবর্তন করে ইসরো। এই নামটি মনে রাখা সহজ। পাশাপাশি এই নামের মধ্যে ভারতীয় সংস্কৃতি ফুটে উঠেছে।
advertisement
4/5
গগনযান, মঙ্গলযান, আদিত্য- নামকরণের ক্ষেত্রে বেশির ভাগ ক্ষেত্রেই ভারতীয় দেবদেবী বা জ্যোতির্বিজ্ঞানীদের কথা মাথায় রাখা হয়। যেমন ভারতের প্রথম উপগ্রহের নাম ছিল 'আর্যভট্ট'।
গগনযান, মঙ্গলযান, আদিত্য- নামকরণের ক্ষেত্রে বেশির ভাগ ক্ষেত্রেই ভারতীয় দেবদেবী বা জ্যোতির্বিজ্ঞানীদের কথা মাথায় রাখা হয়। যেমন ভারতের প্রথম উপগ্রহের নাম ছিল 'আর্যভট্ট'।
advertisement
5/5
বলা হয়, ভারতীয় সংস্কৃতিকে উদযাপন এবং আগামী দিনের বিজ্ঞানী, ইঞ্জিনিয়ারদের উজ্বুদ্ধ করতে নাকি এমন নামকরণ করা হয়।
বলা হয়, ভারতীয় সংস্কৃতিকে উদযাপন এবং আগামী দিনের বিজ্ঞানী, ইঞ্জিনিয়ারদের উজ্বুদ্ধ করতে নাকি এমন নামকরণ করা হয়।
advertisement
advertisement
advertisement