Ceiling Fan-Summer Tips: বনবন করে ঘুরবে পাখা! মাত্র ৭০ টাকা খরচ করলেই ফ্যান থেকেই এসির মতো ঠান্ডা হাওয়া বইবে! জানুন সিক্রেট
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Ceiling Fan-Summer Tips: গরমে সিলিং ফ্যানেই ঠান্ডা হবে ঘর! খরচ মাত্র ৭০ টাকা! দরকার হবে না এসির! জেনে নিন এই বিশেষ সিক্রেট টিপস
গ্রীষ্মকালে একটু স্বস্তি পাওয়ার জন্য আমরা সিলিং ফ্যানের তলায় বসে জিরিয়ে নিই। তবে এই সময়টায় সিলিং ফ্যানের হাওয়াও যেন গায়ে লাগে না। আর ফ্যান অফ হলে তো কথাই নেই। দরদর করে ঘাম হতে শুরু করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেকেরই এসি কিংবা কুলার কেনারও সামর্থ্য থাকে না। ফলে ঘরের একরত্তি সিলিং ফ্যানই হয় ভরসা। photo source collected
advertisement
তবে বহু সময় দেখা যায়, পাখার গতি কমে গিয়েছে। আর ফ্যানের গতি কমলে ঘর সঠিক ভাবে ঠান্ডা হতে পারে না। গরমে অবস্থা আরও খারাপ হতে শুরু করে। এমনটা হলে অনেকেই ভেবে নেন যে, তাঁদের ফ্যান খারাপ হয়ে গিয়েছে। যার জন্য প্রচুর খরচ হতে চলেছে। কিন্তু বিষয়টা আদতে তেমন নয়। কিছু ছোটখাটো কারণেই ফ্যানের গতি কমে যেতে পারে। সেই বিষয়েই আলোচনা করে নেওয়া যাক।photo source collected
advertisement
Capacitor-এর ত্রুটি: ক্যাপাসিটর সিলিং ফ্যানের মোটরকে সঠিক শক্তি প্রদানের জন্য কাজ করে। ক্যাপাসিটরে ত্রুটি থাকলে তা সিলিং ফ্যানের প্রায় ৯০%-এরও বেশি সমস্যার সৃষ্টি করতে পারে। ক্যাপাসিটর খারাপ হয়ে গেলে তা মোটরে বিদ্যুৎ পরিবহণ করতে পারে না, যার কারণে পাখার গতি খুব ধীর হতে শুরু করে।photo source collected
advertisement
advertisement
advertisement
advertisement