BSNL-এর নতুন চমক! ৫০০ টাকার কমে ৭২ দিনের নতুন রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল ও রোজ ২ জিবি ডেটা-সহ অনেক সুবিধা
- Reported by:Trending Desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
BSNL এবার জোরদার টক্কর দিতে হাজির হয়েছে নতুন ফ্রিডম প্ল্যান ও ৪৮৫ টাকার প্ল্যান নিয়ে। মাত্র ১ টাকায় ৩০ দিনের সুবিধা এবং ৪৮৫ টাকায় ৭২ দিনের ভ্যালিডিটি প্ল্যানটি গ্রাহকদের মধ্যে আগ্রহ জাগিয়েছে।
সত্যি বলতে কী, নজর এখন ৫জি কানেকশন নিয়ে আসার দিকে। ভারত সঞ্চার নিগম লিমিটেড, সংক্ষেপে বিএসএনএল-এর ওটাই এখন পাখির চোখ। চালু হয়ে গিয়েছে সংস্থার ৪জি পরিষেবা, এখন ৫জি পরিষেবা দেওয়ার জন্য দেশ জুড়ে টাওয়ার বসানোর কাজ প্রায় ঝড়ের গতিতে চলছে বলাই যায়। ১ লক্ষ ৪জি/৫জি টাওয়ার বসানোর টার্গেট তো ছিলই, এখন আরও এক লাখ এই উদ্যোগে যোগ করা হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







