BSNL-এর নতুন চমক! ৫০০ টাকার কমে ৭২ দিনের নতুন রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল ও রোজ ২ জিবি ডেটা-সহ অনেক সুবিধা

Last Updated:
BSNL এবার জোরদার টক্কর দিতে হাজির হয়েছে নতুন ফ্রিডম প্ল্যান ও ৪৮৫ টাকার প্ল্যান নিয়ে। মাত্র ১ টাকায় ৩০ দিনের সুবিধা এবং ৪৮৫ টাকায় ৭২ দিনের ভ্যালিডিটি প্ল্যানটি গ্রাহকদের মধ্যে আগ্রহ জাগিয়েছে।
1/8
সত্যি বলতে কী, নজর এখন ৫জি কানেকশন নিয়ে আসার দিকে। ভারত সঞ্চার নিগম লিমিটেড, সংক্ষেপে বিএসএনএল-এর ওটাই এখন পাখির চোখ। চালু হয়ে গিয়েছে সংস্থার ৪জি পরিষেবা, এখন ৫জি পরিষেবা দেওয়ার জন্য দেশ জুড়ে টাওয়ার বসানোর কাজ প্রায় ঝড়ের গতিতে চলছে বলাই যায়। ১ লক্ষ ৪জি/৫জি টাওয়ার বসানোর টার্গেট তো ছিলই, এখন আরও এক লাখ এই উদ্যোগে যোগ করা হয়েছে।
সত্যি বলতে কী, নজর এখন ৫জি কানেকশন নিয়ে আসার দিকে। ভারত সঞ্চার নিগম লিমিটেড, সংক্ষেপে বিএসএনএল-এর ওটাই এখন পাখির চোখ। চালু হয়ে গিয়েছে সংস্থার ৪জি পরিষেবা, এখন ৫জি পরিষেবা দেওয়ার জন্য দেশ জুড়ে টাওয়ার বসানোর কাজ প্রায় ঝড়ের গতিতে চলছে বলাই যায়। ১ লক্ষ ৪জি/৫জি টাওয়ার বসানোর টার্গেট তো ছিলই, এখন আরও এক লাখ এই উদ্যোগে যোগ করা হয়েছে।
advertisement
2/8
বাজারের অন্য টেলিকম উদ্যোক্তাদের গোল দিতে বিএসএনএল কোনও কসুরই বাকি রাখছে না। ফ্রিডম প্ল্যান তো রীতিমতো প্রতিযোগীর মনে ভয় আর গ্রাহকদের মনে উল্লাস জাগিয়ে তুলেছে। এই প্ল্যানে আসলে মাত্র ১ টাকার টোকেন মূল্যে নতুন গ্রাহকরা ৩০ দিনের জন্য ৪জি মোবাইল পরিষেবা পাচ্ছেন।
বাজারের অন্য টেলিকম উদ্যোক্তাদের গোল দিতে বিএসএনএল কোনও কসুরই বাকি রাখছে না। ফ্রিডম প্ল্যান তো রীতিমতো প্রতিযোগীর মনে ভয় আর গ্রাহকদের মনে উল্লাস জাগিয়ে তুলেছে। এই প্ল্যানে আসলে মাত্র ১ টাকার টোকেন মূল্যে নতুন গ্রাহকরা ৩০ দিনের জন্য ৪জি মোবাইল পরিষেবা পাচ্ছেন।
advertisement
3/8
এতে ইউজার আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ২ জিবি হাই-স্পিড ৪জি ডেটা এবং দৈনিক ১০০টি এসএমএসের সুবিধা পাবেন। এর পাশাপাশি নতুন গ্রাহকদের কোনও অতিরিক্ত খরচ ছাড়াই বিনামূল্যে একটি ৪জি সিম কার্ডও দেওয়া হবে। এটিই এই মুহূর্তে ভারতের সবচেয়ে সস্তা এন্ট্রি-লেভেল অফার।
এতে ইউজার আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ২ জিবি হাই-স্পিড ৪জি ডেটা এবং দৈনিক ১০০টি এসএমএসের সুবিধা পাবেন। এর পাশাপাশি নতুন গ্রাহকদের কোনও অতিরিক্ত খরচ ছাড়াই বিনামূল্যে একটি ৪জি সিম কার্ডও দেওয়া হবে। এটিই এই মুহূর্তে ভারতের সবচেয়ে সস্তা এন্ট্রি-লেভেল অফার।
advertisement
4/8
১ টাকার এই সিম ব্যবহার করলে দেশব্যাপী রোমিংয়ের সুবিধা পেয়ে যাবেন গ্রাহকরা। এর অর্থ হল গ্রাহকরা দেশের যে কোনও প্রান্তে থাকলেও কল, ডেটা এবং এসএমএস পরিষেবার সুবিধা পেতে পারেন।
১ টাকার এই সিম ব্যবহার করলে দেশব্যাপী রোমিংয়ের সুবিধা পেয়ে যাবেন গ্রাহকরা। এর অর্থ হল গ্রাহকরা দেশের যে কোনও প্রান্তে থাকলেও কল, ডেটা এবং এসএমএস পরিষেবার সুবিধা পেতে পারেন।
advertisement
5/8
এ হেন টেলিকম বিপ্লবের পর ফের বিএসএনএল চমক দিতে তৈরি। এবার নিয়ে আসা হল ৭২ দিনের সবচেয়ে সস্তা প্ল্যান। এক ঝলকে এই প্ল্যানের বিষয়েও জেনে নেওয়া যাক।
এ হেন টেলিকম বিপ্লবের পর ফের বিএসএনএল চমক দিতে তৈরি। এবার নিয়ে আসা হল ৭২ দিনের সবচেয়ে সস্তা প্ল্যান। এক ঝলকে এই প্ল্যানের বিষয়েও জেনে নেওয়া যাক।
advertisement
6/8
বিএসএনএল তাদের এক্স সোশ্যাল মিডিয়া হ্যানেডেল মারফত এই প্ল্যানের কথা সারা দেশে ছড়িয়ে দিয়েছে। এই প্ল্যানের দাম নির্ধারণ করা হয়েছে ৪৮৫ টাকা- উঁহু, একদমই বেশি নয়, যেখানে অনেক বেসরকারি টেলিকম সংস্থার ২৮ দিনের প্ল্যান নিতেই ৩৫০ টাকার উপরে খরচ হয়ে যায়!
বিএসএনএল তাদের এক্স সোশ্যাল মিডিয়া হ্যানেডেল মারফত এই প্ল্যানের কথা সারা দেশে ছড়িয়ে দিয়েছে। এই প্ল্যানের দাম নির্ধারণ করা হয়েছে ৪৮৫ টাকা- উঁহু, একদমই বেশি নয়, যেখানে অনেক বেসরকারি টেলিকম সংস্থার ২৮ দিনের প্ল্যান নিতেই ৩৫০ টাকার উপরে খরচ হয়ে যায়!
advertisement
7/8
৭২ দিন ভ্যালিডিটি তো আর মুখের কথা নয়। সঙ্গে আরও যা পাবেন গ্রাহক তা হল আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ২ জিবি হাই-স্পিড ৪জি ডেটা এবং দৈনিক ১০০টি এসএমএসের সুবিধা, আর হ্যাঁ, দেশব্যাপী রোমিংয়ের সুবিধাও রয়েছে।
৭২ দিন ভ্যালিডিটি তো আর মুখের কথা নয়। সঙ্গে আরও যা পাবেন গ্রাহক তা হল আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ২ জিবি হাই-স্পিড ৪জি ডেটা এবং দৈনিক ১০০টি এসএমএসের সুবিধা, আর হ্যাঁ, দেশব্যাপী রোমিংয়ের সুবিধাও রয়েছে।
advertisement
8/8
সরকারি এই টেলিকম সংস্থা কিন্তু বর্তমানে গ্রাহকদের ওটিটি দেখারও সস্তা সুযোগ দেয়। বিআইটিভি আছে তার জন্য, প্রিমিয়াম প্ল্যানে ২৩টি ওটিটি অ্যাপ আর ৪৫০টিরও বেশি লাইভ চ্যানেল দেখা যাবে। নামে প্রিমিয়াম হলেও প্ল্যানের দাম কিন্তু ইকোনমি- স্রেফ ১৫১ টাকা। ভাল থাকতে আর কী চাই জীবনে
সরকারি এই টেলিকম সংস্থা কিন্তু বর্তমানে গ্রাহকদের ওটিটি দেখারও সস্তা সুযোগ দেয়। বিআইটিভি আছে তার জন্য, প্রিমিয়াম প্ল্যানে ২৩টি ওটিটি অ্যাপ আর ৪৫০টিরও বেশি লাইভ চ্যানেল দেখা যাবে। নামে প্রিমিয়াম হলেও প্ল্যানের দাম কিন্তু ইকোনমি- স্রেফ ১৫১ টাকা। ভাল থাকতে আর কী চাই জীবনে
advertisement
advertisement
advertisement