এখন টেলিকম মার্কেটে সব কোম্পানি তাদের কম দামের ট্যারিফের মধ্য দিয়ে গ্রাহকদের আকর্ষিত করতে চাইছে। কম খরচে বেশি বেনিফিট দেওয়ার জন্য সব কোম্পানি নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে। ফের একবার নতুন প্ল্যান নিয় হাজির BSNL।
2/ 7
এবার BSNL-এর গ্রাহকরা পেয়ে যাবেন Hotstar প্রিমিয়াম সাবস্ক্রিপশন বিনামূল্যে। ICC World Cup 2019-এর প্রত্যেকটি ম্যাচ Hotstar অ্যাপএ আর Hotstar ওয়েবসাইটে দেখা যাচ্ছে।
3/ 7
এর আগে BSNL ভারত ফাইবার গ্রাহকদের Amaon Prime সাবস্ক্রিপশ্ন বিনামূল্যে দিয়েছিল। এর জন্য গ্রাহকদের 999 টাকার প্ল্যান ব্যবহার করতে হত।
4/ 7
এবার Superstar 300 নামের নতুন মাসিক ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে এসেছে BSNL। এই প্ল্যানে মাত্র 749 টাকায় পেয়ে যাবেন আনলিমিটেড ডেটা ব্যবহার করার সুযোগ আর সাথে থাকবেHotstar প্রিমিয়াম সাবস্ক্রিপশন।
5/ 7
এই প্ল্যানে প্রথম 300GB ডেটা 50Mbps স্পিডে ব্যবহার করা যাবে, এই লিমিট শেষ হয়ে গেলে স্পিডে কমে 2Mbps হয়ে যাবে।
6/ 7
গোটা দেশের সব টেলিকম সার্কেলের BSNL ব্রডব্যান্ড গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। 18003451500 নম্বরে ফোন করে Superstar 300 প্ল্যানে রেজিস্টার করতে পারবেন।
7/ 7
নিজের গ্রাহক ধরে রাখতে BSNL আগেই Eros Now আর Amazon Prime-এর সাথেো হাত মিলিয়ে রেখেছে।