Flipkart Big Shopping Utsav: Flipkart-এ চলছে Big Shopping Utsav; আকর্ষণীয় ছাড়ে গ্রাহকরা সস্তায় পেয়ে যাবেন Apple, Samsung এবং Google-এর স্মার্টফোন
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Flipkart Big Shopping Utsav: ভারতে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। আর এই মরশুমে অনেকেই নিজেদের জন্য নানা রকম গ্যাজেট, ইলেকট্রনিক সামগ্রী কিনে থাকেন। কিংবা প্রিয়জনকে উপহার হিসেবেও ইলেকট্রনিক গ্যাজেট দেন।
advertisement
এদিকে শুরু হয়ে গিয়েছে Flipkart-এর Big Shopping Utsav। গত ৯ অক্টোবর থেকে শুরু হয়েছে। আর আগামী ১৩ অক্টোবর পর্যন্ত চলবে এই Big Shopping Utsav। আর এখানে আকর্ষণীয় ছাড়ে মিলবে স্মার্টফোন। ১০০০০ টাকার কম দামের লেটেস্ট ফোন তো রয়েছেই, সেই সঙ্গে রয়েছে ১ লক্ষ টাকার ফোন। অফুরন্ত ডিসকাউন্ট আর কার্ড অফারও রয়েছে প্রচুর।
advertisement
যার ফলে গ্রাহকরা Apple, Samsung, Google-সহ সমস্ত বড় ও বিশ্বস্ত ব্র্যান্ডের ফোন কম দামে কেনার সুযোগ পেয়ে যাবেন। বোঝাই যাচ্ছে, হাতে সময় বড়ই কম। তাই দেরি না করে এই সুযোগ লুফে নিতে হবে। যাইহোক দেখে নেওয়া যাক, ভাল ব্র্যান্ডের স্মার্টফোনের উপর কী কী অফার পাওয়া যাচ্ছে Flipkart-এর Big Shopping Utsav-এ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তবে হ্যাঁ, ভাল ডিল দেখে ‘Add to Cart’ করার আগে অবশ্য একবার ভাল করে মার্কেট রিসার্চ করতে হবে। এর জন্য নিজের স্থানীয় রিটেলারের সঙ্গে যোগাযোগ করে দেখে নিতে হবে যে, তারা ভাল অফার দিচ্ছে কি না। অর্থাৎ যতটা সম্ভব অনলাইন এবং অফলাইনের দামের তুলনা করার চেষ্টা করতে হবে। এর জন্য অবশ্য থার্ড-পার্টি প্রাইস ট্র্যাকিং টুল অনলাইনও ব্যবহার করা যেতে পারে।