১০ হাজার টাকা বাজেটের স্মার্টফোন খুঁজছেন ? তাহলে দেখতেই হবে এই তালিকা...
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
দেখে নিন ১০,০০০ টাকার মধ্যে সেরা স্মার্টফোনগুলি
advertisement
Xiaomi Redmi 9: রেডমি ৯ এর বেশ মডেল ৪জিবি + ৬৪ জিবি ভেরিয়েন্টর দাম ৮,৯৯৯ টাকা। আর দ্বিতীয় ভেরিয়েন্ট ৪জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের এর দাম ৯,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। রেডমি ৯ ফোনে ডুয়েল ক্যামেরা সেটআপ আছে। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। আবার সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেল। সেলফি ও ভিডিও কলের জন্য আছে ৫ মেগাপিক্সেল AI ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনে পাবেন ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত ৫০০০ এমএএইচ এর ব্যাটারি
advertisement
Realme Narzo 10A: নারজো ১০ এ তে রয়েছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস মিনি ড্রপ নচ ডিসপ্লে। এই ফোনে কোম্পনি মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর ব্যবহার করেছে। ফোনটি সাদা ও নীল রঙে পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য রিয়েলমি নারজো ১০ এ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে - ১২ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম ৮,৯৯৯ টাকা। আর টপ ভ্যারিয়েন্ট ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ৯,৯৯৯ টাকা।
advertisement
Realme 2 তে রয়েছে ৬.২ ইঞ্চির ডিসপ্লে। ছবি তোলার জন্য রয়েছে ১৩+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। দুটি ভেরিয়েন্টে পাওয় আজাচ্ছে ফোনটি - ৩জিবি + ৩২ জিবি আর ৪জিবি আর ৬৪ জিবি। পাওয়ারের জন্য ফোনে রয়েছে ৪২৩০ এমএএইচ ব্যাটারি। ফোনটির দাম সুউর ৯৯৯০ টাকা থেকে। এই দামে পেয়ে যাবেন ৩জিবি + ৩২ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট।
advertisement
Redmi 6A- এই স্মার্টফোন শাওমির বাজেট সেগমেন্টের একটি জনপ্রিয় ফোন। ফোনটিতে ৩ হাজার অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা টানা ৯ দিন স্ট্যান্ডবাই থাকবে। অটোফোকাস সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের শাওমির এআই ক্যামেরা ব্যবহার করা হয়েছে। দুটি স্টোরেজ ভেরিইয়েন্টে পাওয়া যায় এই স্মার্টফোনটি - ২জিবি + ১৬জিবি আর ২জিবি + ৩২জিবি। এই দুটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন ৭,০০০ টাকার মধ্যে।
advertisement
Xiaomi Redmi Y2: রেডমি ওয়াই ২ ফোনে রয়েছে ৫.৯ ইঞ্চির ডিসপ্লে। এই স্মার্টফোনে অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেট, সঙ্গে ৩জিবি ও ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে । মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনের ইন্টার্নাল স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। রেডমি ওয়াই ২-এ থাকছে ৩,১০০ এমএএইচ ব্যাটারি। ফোনটির দাম - ৮,৯৯০ টাকা।
advertisement
advertisement
Samsung Galaxy J2 Core: গুগলের Andriod One প্রোগ্রামের প্রথম ফোন Galaxy J2 Core। ফোনে রয়েছে ৫ ইঞ্চির ডিসপ্লে আর ২৬০০ এমএএইচ ব্যাটারি। ছবি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনে রয়েছে ১জিবি র্যাম আর ৮জিবি ইন্টারনাল স্টোরেজ। Galaxy J2 Core -এর দাম ৬,১৯০ টাকা।