

এই মুহূর্তে বাজারে বিভিন্ন রেঞ্জের স্মার্টফোন আছে। আজকের দিনে যেমন প্রিমিয়াম রেঞ্জের ফোনের চাহিদা বেড়েছে তেমনই বেড়েছে বাজেট ফোনের চাহিদা। কোনও স্মার্টফোন সেলফি সেন্ট্রিক তো কোনটির আবার ব্যাটারি খুব ভালো। দেখে নিন ১০,০০০ টাকার মধ্যে সেরা স্মার্টফোনগুলি


Xiaomi Redmi 9: রেডমি ৯ এর বেশ মডেল ৪জিবি + ৬৪ জিবি ভেরিয়েন্টর দাম ৮,৯৯৯ টাকা। আর দ্বিতীয় ভেরিয়েন্ট ৪জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের এর দাম ৯,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। রেডমি ৯ ফোনে ডুয়েল ক্যামেরা সেটআপ আছে। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। আবার সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেল। সেলফি ও ভিডিও কলের জন্য আছে ৫ মেগাপিক্সেল AI ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনে পাবেন ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত ৫০০০ এমএএইচ এর ব্যাটারি


Realme Narzo 10A: নারজো ১০ এ তে রয়েছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস মিনি ড্রপ নচ ডিসপ্লে। এই ফোনে কোম্পনি মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর ব্যবহার করেছে। ফোনটি সাদা ও নীল রঙে পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য রিয়েলমি নারজো ১০ এ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে - ১২ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম ৮,৯৯৯ টাকা। আর টপ ভ্যারিয়েন্ট ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ৯,৯৯৯ টাকা।


Realme 2 তে রয়েছে ৬.২ ইঞ্চির ডিসপ্লে। ছবি তোলার জন্য রয়েছে ১৩+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। দুটি ভেরিয়েন্টে পাওয় আজাচ্ছে ফোনটি - ৩জিবি + ৩২ জিবি আর ৪জিবি আর ৬৪ জিবি। পাওয়ারের জন্য ফোনে রয়েছে ৪২৩০ এমএএইচ ব্যাটারি। ফোনটির দাম সুউর ৯৯৯০ টাকা থেকে। এই দামে পেয়ে যাবেন ৩জিবি + ৩২ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট।


Redmi 6A- এই স্মার্টফোন শাওমির বাজেট সেগমেন্টের একটি জনপ্রিয় ফোন। ফোনটিতে ৩ হাজার অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা টানা ৯ দিন স্ট্যান্ডবাই থাকবে। অটোফোকাস সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের শাওমির এআই ক্যামেরা ব্যবহার করা হয়েছে। দুটি স্টোরেজ ভেরিইয়েন্টে পাওয়া যায় এই স্মার্টফোনটি - ২জিবি + ১৬জিবি আর ২জিবি + ৩২জিবি। এই দুটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন ৭,০০০ টাকার মধ্যে।


Xiaomi Redmi Y2: রেডমি ওয়াই ২ ফোনে রয়েছে ৫.৯ ইঞ্চির ডিসপ্লে। এই স্মার্টফোনে অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেট, সঙ্গে ৩জিবি ও ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে । মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনের ইন্টার্নাল স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। রেডমি ওয়াই ২-এ থাকছে ৩,১০০ এমএএইচ ব্যাটারি। ফোনটির দাম - ৮,৯৯০ টাকা।


Infinix Smart 2: ইনিফনিক্স স্মার্ট ২ ফোনে রয়েছে ৫.৪ ইঞ্চির ডিসপ্লে আর ৩০৫০ এমএএইচ ব্যাটারি। ফোনে দেওয়া হয়েছে ২জিবি র্যাম আর ১৬জিবি ইন্টারনাল স্টোরেজ। ছবি তোলার জন্য এতে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার কামেরেয়া আর ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনের দাম - ৫,৯৯৯ টাকা।


Samsung Galaxy J2 Core: গুগলের Andriod One প্রোগ্রামের প্রথম ফোন Galaxy J2 Core। ফোনে রয়েছে ৫ ইঞ্চির ডিসপ্লে আর ২৬০০ এমএএইচ ব্যাটারি। ছবি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনে রয়েছে ১জিবি র্যাম আর ৮জিবি ইন্টারনাল স্টোরেজ। Galaxy J2 Core -এর দাম ৬,১৯০ টাকা।