Apple: iPhone 14 সিরিজ, তিনটি প্রিমিয়াম ঘড়ি! আর কী কী লঞ্চ করল Apple! জানুন

Last Updated:
Apple: শুধুই কী iPhone 14? আর কী কী লঞ্চ করল Apple? এক নজরে দেখে নিন বিস্তারিত!
1/5
Apple তার ‘ফার আউট’ (Far Out) ইভেন্টে লঞ্চ করেছে নতুন iPhone 14 এবং iPhone 14 Pro লাইনআপ। এ দিকেই নজর ছিল বিশ্ববাসীর। কিন্তু একই সঙ্গে সংস্থার তরফে আরও বেশ কিছু পণ্য বাজারে আনা হয়েছে। তার মধ্যে রয়েছে Apple Watch 8 সিরিজ, Apple Watch SE এবং Apple Watch Altra। এ ছাড়াও, Apple বুধবার লঞ্চ করেছে তাদের নতুন AirPods Pro।  এক নজরে জেনে নেওয়া যাক এই পণ্যগুলি সম্পর্কে বিস্তারিত—
Apple তার ‘ফার আউট’ (Far Out) ইভেন্টে লঞ্চ করেছে নতুন iPhone 14 এবং iPhone 14 Pro লাইনআপ। এ দিকেই নজর ছিল বিশ্ববাসীর। কিন্তু একই সঙ্গে সংস্থার তরফে আরও বেশ কিছু পণ্য বাজারে আনা হয়েছে। তার মধ্যে রয়েছে Apple Watch 8 সিরিজ, Apple Watch SE এবং Apple Watch Altra। এ ছাড়াও, Apple বুধবার লঞ্চ করেছে তাদের নতুন AirPods Pro।  এক নজরে জেনে নেওয়া যাক এই পণ্যগুলি সম্পর্কে বিস্তারিত—
advertisement
2/5
Apple Watch Altra: বুধবারের বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বাজারে এসেছে Apple Watch 8 সিরিজ, Apple Watch SE এবং Apple Watch Altra। সংস্থার তরফে জানান হয়েছে Apple Watch 8-এর প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ৪৫,৯০০ টাকা। পাশাপাশি Apple Watch Ultra-এর প্রারম্ভিক মূল্য ৮৯,৯০০ টাকা এবং নতুন প্রজন্মের Apple Watch SE-এর প্রারম্ভিক মূল্য ২৯,৯০০ টাকা রাখা হয়েছে।
Apple Watch Altra: বুধবারের বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বাজারে এসেছে Apple Watch 8 সিরিজ, Apple Watch SE এবং Apple Watch Altra। সংস্থার তরফে জানান হয়েছে Apple Watch 8-এর প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ৪৫,৯০০ টাকা। পাশাপাশি Apple Watch Ultra-এর প্রারম্ভিক মূল্য ৮৯,৯০০ টাকা এবং নতুন প্রজন্মের Apple Watch SE-এর প্রারম্ভিক মূল্য ২৯,৯০০ টাকা রাখা হয়েছে।
advertisement
3/5
Apple AirPods 2nd Gen: Apple তার ইভেন্টে Apple AirPods Pro-ও লঞ্চ করেছে। Apple জানিয়েছে যে, এই নতুন এয়ারপডগুলিই হতে চলেছে এখনও পর্যন্ত সবচেয়ে উন্নত এয়ারপড। AirPod Pro-এ রয়েছে 2022 H2 চিপ। এর মাধ্যমে আরও ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে বলে দাবি করেছে সংস্থা। এ গুলি ছাড়াও, Apple এই নতুন এয়ারপডে আরও ভাল ANC এবং আপগ্রেড করা স্থানিক অডিও ফাংশন দিয়েছে।
Apple AirPods 2nd Gen: Apple তার ইভেন্টে Apple AirPods Pro-ও লঞ্চ করেছে। Apple জানিয়েছে যে, এই নতুন এয়ারপডগুলিই হতে চলেছে এখনও পর্যন্ত সবচেয়ে উন্নত এয়ারপড। AirPod Pro-এ রয়েছে 2022 H2 চিপ। এর মাধ্যমে আরও ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে বলে দাবি করেছে সংস্থা। এ গুলি ছাড়াও, Apple এই নতুন এয়ারপডে আরও ভাল ANC এবং আপগ্রেড করা স্থানিক অডিও ফাংশন দিয়েছে।
advertisement
4/5
Apple iPhone 14 সিরিজ: Apple এই ইভেন্টে iPhone 14 সিরিজের iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro, iPhone 14 Pro Max এর চারটি মডেল বাজারে এনেছে। ভারতে iPhone 14-এর প্রাথমিক দাম ধার্য করা হয়েছে ৭৯,৯০০ টাকা, এই দাম এর বেস ভেরিয়েন্ট ১২৮ GB-এর জন্য প্রযোজ্য। এ ছাড়াও, ২৫৬ GB iPhone 14-এর দাম ৮৯,৯০০ টাকা এবং ৫১২GB-এর দাম ১,০৯,৯০০ টাকা।
Apple iPhone 14 সিরিজ: Apple এই ইভেন্টে iPhone 14 সিরিজের iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro, iPhone 14 Pro Max এর চারটি মডেল বাজারে এনেছে। ভারতে iPhone 14-এর প্রাথমিক দাম ধার্য করা হয়েছে ৭৯,৯০০ টাকা, এই দাম এর বেস ভেরিয়েন্ট ১২৮ GB-এর জন্য প্রযোজ্য। এ ছাড়াও, ২৫৬ GB iPhone 14-এর দাম ৮৯,৯০০ টাকা এবং ৫১২GB-এর দাম ১,০৯,৯০০ টাকা।
advertisement
5/5
iPhone 14 Plus: Apple iPhone 14 Plus এর প্রারম্ভিক মূল্য ৮৯,৯০০ টাকা যা এর বেস মডেল ১২৮ GB ভেরিয়েন্টের জন্য প্রযোজ্য। এ ছাড়া এর ২৫৬ GB মডেলের দাম ধার্য করা হয়েছে ৯৯,৯০০ টাকা এবং ৫১২ GB মডেলের দাম রাখা হয়েছে ১,১৯,৯০০ টাকা। Apple iPhone 14 Pro-এর প্রাথমিক মূল্য রাখা হয়েছে ১,২৯,৯০০টাকা এবং iPhone 14 Pro Max-এর প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ১,৩৯,৯০০ টাকা।
iPhone 14 Plus: Apple iPhone 14 Plus এর প্রারম্ভিক মূল্য ৮৯,৯০০ টাকা যা এর বেস মডেল ১২৮ GB ভেরিয়েন্টের জন্য প্রযোজ্য। এ ছাড়া এর ২৫৬ GB মডেলের দাম ধার্য করা হয়েছে ৯৯,৯০০ টাকা এবং ৫১২ GB মডেলের দাম রাখা হয়েছে ১,১৯,৯০০ টাকা। Apple iPhone 14 Pro-এর প্রাথমিক মূল্য রাখা হয়েছে ১,২৯,৯০০টাকা এবং iPhone 14 Pro Max-এর প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ১,৩৯,৯০০ টাকা।
advertisement
advertisement
advertisement