অ্যাপ স্টোর থেকে ২৯,৮০০ চিনা অ্যাপ সরিয়ে দিল Apple
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
২৬ হাজারেরও বেশি চিনা গেমিং অ্যাপ-সহ ২৯,৮০০টি অ্যাপ সরিয়ে দিয়েছে Apple !
চিনের অ্যাপ স্টোর (iOS Store in China) থেকে প্রায় ৩০ হাজার অ্যাপ সরিয়ে দিল Apple!শনিবার ২৬ হাজারেরও বেশি চিনা গেমিং অ্যাপ-সহ ২৯,৮০০টি অ্যাপ সরিয়ে দিয়েছে Apple! চিনের একটি রিসার্চ ফার্ম Qimai নিজের প্রতিবেদনে এই কথা জানিয়েছে। লাইসেন্সহীন গেমিং অ্যাপের বাড়বাড়ন্ত ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছে অ্যাপেল। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত অ্যাপলের কাছ থেকে কোনও তথ্য পাওয়া যায়নি।
advertisement
advertisement
advertisement
দীর্ঘকাল ধরে চিনের সরকার গেমিং ইন্ডাস্ট্রি (Gaming Industry in China) উপরে কড়া নিয়ম লাগু করার উপরে জোর দিয়ে আসছে, যাতে সংবেদনশীল তথ্য বা কন্টেন্টের উপরে মাগাম লাগানো যায়। যে সব গেম ইন অ্যাপ কেনাকাটা করার সুযোগ দেয়, তাঁদের অনুমোদন পাওয়া অনেক বেশি জটিল হয়। এই কারণে চিনের গেমিং অ্যাপ ডেভেলপারদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বে সব থেকে বড় গেম ডেভেলপারদের ইন্ডাস্ট্রি রয়েছে।
advertisement