Android 16: সময়ের আগেই অ্যান্ড্রয়েড ১৬ লঞ্চ করবে গুগল, ঠিক হতে পারে ওয়াইফাই সেটিংস
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Android 16: ওয়াইফাই সেটিংসের এই বিরক্তিকর জিনিসটা ঠিক হতে পারে অ্যান্ড্রয়েড ১৬-এ, কী জানা যাচ্ছে দেখুন
advertisement
এই নিয়ে দীর্ঘদিন ধরেই গুগলকে অভিযোগ জানিয়ে আসছেন লাখ লাখ ইউজার। অবশেষে টেক জায়ান্ট সংস্থার টনক নড়েছে বলে মনে হচ্ছে। শোনা যাচ্ছে, আগামী বছর অ্যান্ড্রয়েড ১৬-এ এই প্রক্রিয়া সহজ করার কাজে মন দিয়েছে গুগল। এর সঙ্গে ডিজাইনেও কিছু বদল করা হবে। যার মাধ্যমে কন্ট্রোল প্যানেলের টুলগুলো রিসাইজ করতে পারবেন ইউজাররা।
advertisement
advertisement
অনেকে বলতে পারেন, কেন, ভালই তো হয়েছিল। অনেকটা জায়গা পাওয়া যাচ্ছিল। সেখানে অন্যান্য টুল নিয়ে আসার সুযোগ ছিল। কিন্তু অনেকে আবার বলছেন, ডিজাইন পরিবর্তন করতে গিয়ে কার্যকরী দিকটার কথা মাথায় রাখা হয়নি। তাই ২০২৫ সালে যখন অ্যান্ড্রয়েড ১৬ আসবে তখন ইউজার হয়ত এক ট্যাপেই ওয়াইফাই এবং ব্লুটুথ চালু করতে পারবেন। শুধু তাই নয়, সম্ভবত কানেটিভিটি সেটিংসে ঢোকার জন্য টাইলে জোরে প্রেস করতেও হবে।
advertisement
অ্যান্ড্রয়েড ১৫-এর আপডেটেড ভার্সন এখনও ব্যাপকভাবে ফোনে চালু হয়নি। বিশেষ করে স্যামসং বা নামীদামি ব্র্যান্ডের ফোনে। কিন্তু যতটুকু এসেছে, তাতে মনে হচ্ছে, পুরনো অভ্যাস ছেড়ে বেরতে পারেনি গুগল। সেই একই জিনিস দেখা যাচ্ছে। ২০২৫ সালের শুরুর দিকে লেটেস্ট ভার্সন রোল আউট হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে নয়। ফলে আপাতত এখন ইউজারদের এই জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হবে। সুরাহা মিলছে না এখনই।
advertisement