Airtel-এর ধামাকা প্ল্যান, ডিটিএইচ আর মোবাইল ডেটার সঙ্গে পেয়ে যাবেন ব্রডব্যান্ডও

Last Updated:
Airtel খুব শীঘ্রই শুরু করতে চলেছে ওয়ান এয়ারটেল
1/5
একটি নতুন প্ল্যানের উপর কাজ করছে Airtel, যেখানে গ্রাহকরা একসঙ্গে ডিটিএইচ, ব্রডব্যান্ড আর মোবাইল ডেটা পরিষেবার লাব ওঠাতে পাড়বে। কোম্পানি চেষ্টা করছে যাতে নিজের গ্রহাকদের ধরে রাখতে পারে।
একটি নতুন প্ল্যানের উপর কাজ করছে Airtel, যেখানে গ্রাহকরা একসঙ্গে ডিটিএইচ, ব্রডব্যান্ড আর মোবাইল ডেটা পরিষেবার লাব ওঠাতে পাড়বে। কোম্পানি চেষ্টা করছে যাতে নিজের গ্রহাকদের ধরে রাখতে পারে।
advertisement
2/5
৯১ মোবাইল-এর রিপোর্ট অনুযায়ী এই প্ল্যানটি ১০০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত যেতে পারে।
৯১ মোবাইল-এর রিপোর্ট অনুযায়ী এই প্ল্যানটি ১০০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত যেতে পারে।
advertisement
3/5
রিপোর্ট অনুযায়ী, এই প্ল্যানে গ্রাহকরা ৭৫জিবি মোবাইল ডেটা, ডিটিএইচ পরিষেবার সঙ্গে স্ট্রিমিং সার্ভিসেরও ফ্রি অ্যাকসেস পাবে। ১৫০০ টাকার প্ল্যানে ১২৫জিবি মোবাইল ডেটা আর ৫০০জিবি ব্রডব্যান্ড ডেটা পাওয়া যাবে। সঙ্গে থাকবে ডিটিএইচ আর ফ্রি স্ট্রিমিং সার্ভিস। ২০০০ টাকার প্ল্যানেও একই বেনিফিট পাওয়া যাবে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী এর ঘোষণা অফিশিয়াল লঞ্চের সময় করা হবে।
রিপোর্ট অনুযায়ী, এই প্ল্যানে গ্রাহকরা ৭৫জিবি মোবাইল ডেটা, ডিটিএইচ পরিষেবার সঙ্গে স্ট্রিমিং সার্ভিসেরও ফ্রি অ্যাকসেস পাবে। ১৫০০ টাকার প্ল্যানে ১২৫জিবি মোবাইল ডেটা আর ৫০০জিবি ব্রডব্যান্ড ডেটা পাওয়া যাবে। সঙ্গে থাকবে ডিটিএইচ আর ফ্রি স্ট্রিমিং সার্ভিস। ২০০০ টাকার প্ল্যানেও একই বেনিফিট পাওয়া যাবে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী এর ঘোষণা অফিশিয়াল লঞ্চের সময় করা হবে।
advertisement
4/5
রিপোর্ট অনুযায়ী মার্কেটের রেসপন্স জানার জন্য এই প্ল্যানগুলি প্রথমে কিছু নির্দিষ্ট সার্কেলে চালু করা হবে। এই প্ল্যানগুলি সেই সব গ্রাহকদের জন্য বেশি লাবজনক হবে যারা যারা Airtel-এর ব্রডব্যান্ড, ডিটিএইচ সার্ভিস বা মোবাইল কানেকশন আগের থেকে ব্যবহার করছেন
রিপোর্ট অনুযায়ী মার্কেটের রেসপন্স জানার জন্য এই প্ল্যানগুলি প্রথমে কিছু নির্দিষ্ট সার্কেলে চালু করা হবে। এই প্ল্যানগুলি সেই সব গ্রাহকদের জন্য বেশি লাবজনক হবে যারা যারা Airtel-এর ব্রডব্যান্ড, ডিটিএইচ সার্ভিস বা মোবাইল কানেকশন আগের থেকে ব্যবহার করছেন
advertisement
5/5
এখনও Airtel গ্রাহকরা যারা ব্রডব্যান্ড আর মোবাইল কানেকশন তাঁরা Airtel-এর অ্যাপ ব্যবহার করতে পারছেন। কিন্তু ওয়ান Airtel  চলে এলে গ্রাহকরা আর সহজে ইউসেজ আর ভ্যালিডিটি ট্র্যাক করতে পারবে।
এখনও Airtel গ্রাহকরা যারা ব্রডব্যান্ড আর মোবাইল কানেকশন তাঁরা Airtel-এর অ্যাপ ব্যবহার করতে পারছেন। কিন্তু ওয়ান Airtel চলে এলে গ্রাহকরা আর সহজে ইউসেজ আর ভ্যালিডিটি ট্র্যাক করতে পারবে।
advertisement
advertisement
advertisement