AC: একটা সেটিংস বদলে দিয়ে দেখুন তো! যতই এসি চালান, বিল আসবে নামমাত্র... তড়িঘড়ি পড়ে নিন

Last Updated:
1/6
AC Buying Guide: গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরূপ প্রভাব হিসেবে গ্রীষ্মকাল প্রায় প্রতি বছরই আগের বছরের চেয়ে গরম হয়ে উঠছে। এই গ্রীষ্মে গরমকে পরাস্ত করার একটি উপায় হল এয়ার কন্ডিশনার (AC)। (File Image, News 18)
AC Buying Guide: গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরূপ প্রভাব হিসেবে গ্রীষ্মকাল প্রায় প্রতি বছরই আগের বছরের চেয়ে গরম হয়ে উঠছে। এই গ্রীষ্মে গরমকে পরাস্ত করার একটি উপায় হল এয়ার কন্ডিশনার (AC)। (File Image, News 18)
advertisement
2/6
এই সময় একটি ইনভার্টার স্মার্ট এসি-তে টাকা বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ৷ এটি শুধুমাত্র শরীর শীতল রাখতে সাহায্য করে না বরং দীর্ঘমেয়াদি শক্তি এবং অর্থ সাশ্রয় করে।
এই সময় একটি ইনভার্টার স্মার্ট এসি-তে টাকা বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ৷ এটি শুধুমাত্র শরীর শীতল রাখতে সাহায্য করে না বরং দীর্ঘমেয়াদি শক্তি এবং অর্থ সাশ্রয় করে।
advertisement
3/6
এসি কিনলেই তো আর হল না। এসি চললে বিদ্যুত বিলের খরচ একটা বড় ব্যাপার। ফলে খরচ নিয়েও একটা চিন্তা সবারই প্রায় থাকে। আর এসি কতটা বিদ্যুৎ পোড়াবে, তা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে।
এসি কিনলেই তো আর হল না। এসি চললে বিদ্যুত বিলের খরচ একটা বড় ব্যাপার। ফলে খরচ নিয়েও একটা চিন্তা সবারই প্রায় থাকে। আর এসি কতটা বিদ্যুৎ পোড়াবে, তা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে।
advertisement
4/6
AC চালানোর সময়ে খেয়াল রাখবেন সারারাত যেন এসি না চলে। রাতে শোয়ার আগে টাইমার দিয়ে রাখুন (Image: News 18, File Photo)
AC চালানোর সময়ে খেয়াল রাখবেন সারারাত যেন এসি না চলে। রাতে শোয়ার আগে টাইমার দিয়ে রাখুন (Image: News 18, File Photo)
advertisement
5/6
এক থেকে দুই ঘণ্টার টাইমার দিন। এতে এঅসি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে।
এক থেকে দুই ঘণ্টার টাইমার দিন। এতে এঅসি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে।
advertisement
6/6
তাপমাত্রা ২৬-এ রাখার চেষ্টা করুন। যা ঠান্ডা হওয়ার তাতেই হবে।
তাপমাত্রা ২৬-এ রাখার চেষ্টা করুন। যা ঠান্ডা হওয়ার তাতেই হবে।
advertisement
advertisement
advertisement