AC Buying Guide: অসহ্য গরমে এসি কেনার পরিকল্পনা করছেন? মাথায় রাখুন এই ৭ টিপস, নাহলে সারাজীবন আক্ষেপের শেষ থাকবে না!

Last Updated:
AC Buying Guide: শুধুমাত্র এসি-র শীতল হাওয়ায় বসলেই জ্বালা জুড়োচ্ছে গরমের। ফলে সকলেই লাইন দিচ্ছেন এসি কেনার জন্য। আর গরম পড়তে না পড়তেই এসি কেনার ভিড় থাকে চোখে পড়ার মতো!
1/9
দেশের আনাচেকানাচে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। আর এই হাঁসফাঁস গরমে সকলের অবস্থাই কাহিল। এই পরিস্থিতিতে ঘরে থেকে বেরোতে চাইছেন না অনেকেই। আর ঘরে থাকলেও পাখার হাওয়া এই দাবদাহ থেকে স্বস্তি দিতে পারছে না। কাজ করছে না কুলারও। শুধুমাত্র এসি-র শীতল হাওয়ায় বসলেই জ্বালা জুড়োচ্ছে গরমের। ফলে সকলেই লাইন দিচ্ছেন এসি কেনার জন্য। আর গরম পড়তে না পড়তেই এসি কেনার ভিড় থাকে চোখে পড়ার মতো! কিন্তু যাঁরা প্রথম বারের জন্য এসি কিনতে যাচ্ছেন, তাঁদের মাথায় রাখতে হবে নিম্নোক্ত এই ৭টি জরুরি বিষয়।
দেশের আনাচেকানাচে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। আর এই হাঁসফাঁস গরমে সকলের অবস্থাই কাহিল। এই পরিস্থিতিতে ঘরে থেকে বেরোতে চাইছেন না অনেকেই। আর ঘরে থাকলেও পাখার হাওয়া এই দাবদাহ থেকে স্বস্তি দিতে পারছে না। কাজ করছে না কুলারও। শুধুমাত্র এসি-র শীতল হাওয়ায় বসলেই জ্বালা জুড়োচ্ছে গরমের। ফলে সকলেই লাইন দিচ্ছেন এসি কেনার জন্য। আর গরম পড়তে না পড়তেই এসি কেনার ভিড় থাকে চোখে পড়ার মতো! কিন্তু যাঁরা প্রথম বারের জন্য এসি কিনতে যাচ্ছেন, তাঁদের মাথায় রাখতে হবে নিম্নোক্ত এই ৭টি জরুরি বিষয়।
advertisement
2/9
সাইজ বা এসি-র মাপ বাছাই: আসলে এসি-র সাইজ নির্ভর করবে আমাদের ঘরের মাপের উপরেই। ছোট্ট ঘরের জন্য একটা ১ টন এসি-ই যথেষ্ট। আর বড় ঘরের জন্য আদর্শ হল ১.৫ টন থেকে ২ টন এসি।
সাইজ বা এসি-র মাপ বাছাই: আসলে এসি-র সাইজ নির্ভর করবে আমাদের ঘরের মাপের উপরেই। ছোট্ট ঘরের জন্য একটা ১ টন এসি-ই যথেষ্ট। আর বড় ঘরের জন্য আদর্শ হল ১.৫ টন থেকে ২ টন এসি।
advertisement
3/9
Window না কি Split এসি: ঘর ছোট্ট আকৃতির হলে Window এসি-ই যথেষ্ট। আর এটি ইনস্টল করাও বেশ সহজ। কিন্তু বড় ঘরের জন্য আদর্শ হল Split এসি। আর এর থেকে আওয়াজও তেমন বেরোয় না।
Window না কি Split এসি: ঘর ছোট্ট আকৃতির হলে Window এসি-ই যথেষ্ট। আর এটি ইনস্টল করাও বেশ সহজ। কিন্তু বড় ঘরের জন্য আদর্শ হল Split এসি। আর এর থেকে আওয়াজও তেমন বেরোয় না।
advertisement
4/9
এনার্জি এফিশিয়েন্সি: এসি কেনার সময় এর স্টার রেটিং দেখে নেওয়া জরুরি। কারণ ৫-স্টার রেটিং এসি বিদ্যুৎ সাশ্রয় করে। আর দীর্ঘ সময়ের জন্য তা বিদ্যুতের বিলের বোঝাও অনেকাংশে কমিয়ে দেয়।
এনার্জি এফিশিয়েন্সি: এসি কেনার সময় এর স্টার রেটিং দেখে নেওয়া জরুরি। কারণ ৫-স্টার রেটিং এসি বিদ্যুৎ সাশ্রয় করে। আর দীর্ঘ সময়ের জন্য তা বিদ্যুতের বিলের বোঝাও অনেকাংশে কমিয়ে দেয়।
advertisement
5/9
দাম: নিজের বাজেট অনুযায়ী এসি-র দাম ধার্য করা উচিত। এর পাশাপাশি ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণের খরচের বিষয়টাও মাথায় রাখতে হবে। আর এসি কেনার জন্য সব সময় অফারের জন্য অপেক্ষা করে যাওয়া উচিত। কারণ উৎসবের মরশুমে এসি-র উপর প্রচুর ডিসকাউন্ট বা ছাড় পাওয়া যায়।
দাম: নিজের বাজেট অনুযায়ী এসি-র দাম ধার্য করা উচিত। এর পাশাপাশি ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণের খরচের বিষয়টাও মাথায় রাখতে হবে। আর এসি কেনার জন্য সব সময় অফারের জন্য অপেক্ষা করে যাওয়া উচিত। কারণ উৎসবের মরশুমে এসি-র উপর প্রচুর ডিসকাউন্ট বা ছাড় পাওয়া যায়।
advertisement
6/9
ব্র্যান্ড এবং Warranty: ভাল ব্র্যান্ডের এসি কিনতে হবে। যা ভাল Warranty এবং ভাল পরিষেবা প্রদান করতে পারে। ভবিষ্যতে এই বিষয়টিই নানা রকম সমস্যা থেকে বাঁচিয়ে দিতে পারে।
ব্র্যান্ড এবং Warranty: ভাল ব্র্যান্ডের এসি কিনতে হবে। যা ভাল Warranty এবং ভাল পরিষেবা প্রদান করতে পারে। ভবিষ্যতে এই বিষয়টিই নানা রকম সমস্যা থেকে বাঁচিয়ে দিতে পারে।
advertisement
7/9
ফিচার: বর্তমানে প্রায় সমস্ত এসি-তেই একাধিক অ্যাডভান্সড ফিচার দেখা দেয়। এর মধ্যে অন্যতম হল Wi-Fi কানেক্টিভিটি, অটো ক্লিন এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল ফিল্টার ইত্যাদি। নিজের প্রয়োজন বা চাহিদা অনুযায়ী ফিচার বেছে নিতে হবে।
ফিচার: বর্তমানে প্রায় সমস্ত এসি-তেই একাধিক অ্যাডভান্সড ফিচার দেখা দেয়। এর মধ্যে অন্যতম হল Wi-Fi কানেক্টিভিটি, অটো ক্লিন এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল ফিল্টার ইত্যাদি। নিজের প্রয়োজন বা চাহিদা অনুযায়ী ফিচার বেছে নিতে হবে।
advertisement
8/9
 রিভিউ এবং রেটিং: এসি কেনার ক্ষেত্রে সবার আগে অনলাইন রিভিউ এবং রেটিং দেখে নেওয়া আবশ্যক। এতে প্রোডাক্টের গুণমান এবং পারফরম্যান্স নিয়ে সঠিক তথ্য পাওয়া যাবে।
রিভিউ এবং রেটিং: এসি কেনার ক্ষেত্রে সবার আগে অনলাইন রিভিউ এবং রেটিং দেখে নেওয়া আবশ্যক। এতে প্রোডাক্টের গুণমান এবং পারফরম্যান্স নিয়ে সঠিক তথ্য পাওয়া যাবে।
advertisement
9/9
আর উপরোক্ত এই ৭টি বিষয় মাথায় রাখলেই নিজের পছন্দমতো সঠিক এসি বেছে নিতে পারবেন গ্রাহকরা। ফলে গরমকালটাও আর অসহনীয় থাকবে না, বরং ঠান্ডা হাওয়া খেয়েই কাটবে গোটা মরশুম।
আর উপরোক্ত এই ৭টি বিষয় মাথায় রাখলেই নিজের পছন্দমতো সঠিক এসি বেছে নিতে পারবেন গ্রাহকরা। ফলে গরমকালটাও আর অসহনীয় থাকবে না, বরং ঠান্ডা হাওয়া খেয়েই কাটবে গোটা মরশুম।
advertisement
advertisement
advertisement