AC Buying Guide: অসহ্য গরমে এসি কেনার পরিকল্পনা করছেন? মাথায় রাখুন এই ৭ টিপস, নাহলে সারাজীবন আক্ষেপের শেষ থাকবে না!
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
AC Buying Guide: শুধুমাত্র এসি-র শীতল হাওয়ায় বসলেই জ্বালা জুড়োচ্ছে গরমের। ফলে সকলেই লাইন দিচ্ছেন এসি কেনার জন্য। আর গরম পড়তে না পড়তেই এসি কেনার ভিড় থাকে চোখে পড়ার মতো!
দেশের আনাচেকানাচে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। আর এই হাঁসফাঁস গরমে সকলের অবস্থাই কাহিল। এই পরিস্থিতিতে ঘরে থেকে বেরোতে চাইছেন না অনেকেই। আর ঘরে থাকলেও পাখার হাওয়া এই দাবদাহ থেকে স্বস্তি দিতে পারছে না। কাজ করছে না কুলারও। শুধুমাত্র এসি-র শীতল হাওয়ায় বসলেই জ্বালা জুড়োচ্ছে গরমের। ফলে সকলেই লাইন দিচ্ছেন এসি কেনার জন্য। আর গরম পড়তে না পড়তেই এসি কেনার ভিড় থাকে চোখে পড়ার মতো! কিন্তু যাঁরা প্রথম বারের জন্য এসি কিনতে যাচ্ছেন, তাঁদের মাথায় রাখতে হবে নিম্নোক্ত এই ৭টি জরুরি বিষয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
