বিশ্বের দেড় কোটি মোবাইল ম্যালওয়্যার আক্রান্ত, আপনার ফোনও নয় তো ?

Last Updated:
1/8
সাইবার সিকিউরিটি সলিউশন ফার্ম চেক পয়েন্ট জানিয়েছে যে 'এজেন্ট স্মিথ'  নামে একটি  ম্যালওয়্যার আড়াই কোটি Android ফোনকে আক্রান্ত করেছে। এর মধ্যে ভারতে দেড় কোটি ফোনে পৌঁছে এই ম্যালওয়্যার।
সাইবার সিকিউরিটি সলিউশন ফার্ম চেক পয়েন্ট জানিয়েছে যে 'এজেন্ট স্মিথ' নামে একটি ম্যালওয়্যার আড়াই কোটি Android ফোনকে আক্রান্ত করেছে। এর মধ্যে ভারতে দেড় কোটি ফোনে পৌঁছে এই ম্যালওয়্যার।
advertisement
2/8
প্রথমে গুগল অ্যাপ হিসাবে এই ম্যালওয়্য্যার ফোনে প্রবেশ করে। পরে সব গুগল অ্যাপ এর পরিবর্তে এই ম্যালওয়্যার নিজের অ্যাপলিকেশন ইনটল করে নেয়, গ্রাহকের অজান্তেই।
প্রথমে গুগল অ্যাপ হিসাবে এই ম্যালওয়্য্যার ফোনে প্রবেশ করে। পরে সব গুগল অ্যাপ এর পরিবর্তে এই ম্যালওয়্যার নিজের অ্যাপলিকেশন ইনটল করে নেয়, গ্রাহকের অজান্তেই।
advertisement
3/8
 চেক পয়েন্ট রিসার্চ জানিয়েছে ভুয়ো অ্যাপ ইনস্টল করে ফোনে বিজ্ঞাপন দেখিয়ে বিপুল টাকা উপার্জন করছে “এজেন্ট স্মিথ” ম্যালওয়্যার।
চেক পয়েন্ট রিসার্চ জানিয়েছে ভুয়ো অ্যাপ ইনস্টল করে ফোনে বিজ্ঞাপন দেখিয়ে বিপুল টাকা উপার্জন করছে “এজেন্ট স্মিথ” ম্যালওয়্যার।
advertisement
4/8
 গ্রাহকের বিভিন্ন ব্যক্তিগত তথ্য সহজেই হাতিয়ে নিতে পারে এই ম্যালওয়্যার। সম্প্রতি সামনে 'গুলিগান', 'হামিংবার্ড', 'কপিক্যাট' ম্যালওয়্যারের মতোই দ্রুত ছড়িয়ে পড়ছে “এজেন্ট স্মিথ”।
গ্রাহকের বিভিন্ন ব্যক্তিগত তথ্য সহজেই হাতিয়ে নিতে পারে এই ম্যালওয়্যার। সম্প্রতি সামনে 'গুলিগান', 'হামিংবার্ড', 'কপিক্যাট' ম্যালওয়্যারের মতোই দ্রুত ছড়িয়ে পড়ছে “এজেন্ট স্মিথ”।
advertisement
5/8
গুগল অ্যাপস যেভাবে আপডেট হয় তার কোনো ত্রুটি বের করে হ্যাকাররা এটি করছে বলে জানানো হয়েছে।
গুগল অ্যাপস যেভাবে আপডেট হয় তার কোনো ত্রুটি বের করে হ্যাকাররা এটি করছে বলে জানানো হয়েছে।
advertisement
6/8
এজেন্ট স্মিথ প্রকৃত অ্যাপের সকল পারমিশন হাইজ্যাক করতে পারে এবং ফোনে অযাচিত বিজ্ঞাপন দেখায়। ম্যালওয়্যারসমৃদ্ধ অ্যাপটি ঠিকভাবে কাজ করায় ব্যবহারকারী বিষয়টি বুঝতে পারে না। তবে এটি ব্যাংকিং, শপিং কিংবা ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে।
এজেন্ট স্মিথ প্রকৃত অ্যাপের সকল পারমিশন হাইজ্যাক করতে পারে এবং ফোনে অযাচিত বিজ্ঞাপন দেখায়। ম্যালওয়্যারসমৃদ্ধ অ্যাপটি ঠিকভাবে কাজ করায় ব্যবহারকারী বিষয়টি বুঝতে পারে না। তবে এটি ব্যাংকিং, শপিং কিংবা ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে।
advertisement
7/8
থার্ড পার্টি অ্যাপ স্টোর ‘9Apps' থেকে “এজেন্ট স্মিথ” ছড়িয়ে পড়ছে। আরবি, হিন্দি, ইন্দোনেশিয়ান আর রাশিয়ান ভাষায় চলা ফোনে এই ম্যালওয়্যার বেশি দেখা গিয়েছে।
থার্ড পার্টি অ্যাপ স্টোর ‘9Apps' থেকে “এজেন্ট স্মিথ” ছড়িয়ে পড়ছে। আরবি, হিন্দি, ইন্দোনেশিয়ান আর রাশিয়ান ভাষায় চলা ফোনে এই ম্যালওয়্যার বেশি দেখা গিয়েছে।
advertisement
8/8
ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে এই ম্যালওয়্যার সবথেকে বেশি ছড়িয়ে পড়েছে বলে জানানো হয়েছে।
ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে এই ম্যালওয়্যার সবথেকে বেশি ছড়িয়ে পড়েছে বলে জানানো হয়েছে।
advertisement
advertisement
advertisement