Why Earbuds have this hole: ইয়ার বাডে এই ছোট ছিদ্র কেন থাকে? আপনি যে কারণটা জানেন, সেটা কি ঠিক?

Last Updated:
আমাদের মধ্যে অনেকেই জানিনা যে এই ছিদ্রটি কেন রাখা হয়৷ এটা কিন্তু কোনও ডিজাইনের অংশ নয়৷ এই ছোট্ট ছিদ্রের রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ৷ বিশেষ উদ্দেশ্য৷
1/7
ইয়ার বাড বা ইয়ার ফোন তো আমরা কমবেশি সকলেই ব্যবহার করে থাকি৷ কিন্তু, কখনও কি খেয়াল করেছি, এই ইয়ার বাডের পিছনের দিকে ছোট একটা করে ছিদ্র থাকে? কেন এই ছিদ্র থাকে জানেন?
ইয়ার বাড বা ইয়ার ফোন তো আমরা কমবেশি সকলেই ব্যবহার করে থাকি৷ কিন্তু, কখনও কি খেয়াল করেছি, এই ইয়ার বাডের পিছনের দিকে ছোট একটা করে ছিদ্র থাকে? কেন এই ছিদ্র থাকে জানেন?
advertisement
2/7
আমাদের মধ্যে অনেকেই জানিনা যে এই ছিদ্রটি কেন রাখা হয়৷ এটা কিন্তু কোনও ডিজাইনের অংশ নয়৷ এই ছোট্ট ছিদ্রের রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ৷ বিশেষ উদ্দেশ্য৷
আমাদের মধ্যে অনেকেই জানিনা যে এই ছিদ্রটি কেন রাখা হয়৷ এটা কিন্তু কোনও ডিজাইনের অংশ নয়৷ এই ছোট্ট ছিদ্রের রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ৷ বিশেষ উদ্দেশ্য৷
advertisement
3/7
অনেকক্ষণ কানে বায়ু চলাচল না হলে কানে তালা লেগে যায়৷ কিন্তু, আমরা দীর্ঘক্ষণ কানে ইয়ার বাড বা ইয়ার ফোন লাগিয়ে রাখলেও তা হয় না৷ এটা কেন জানেন?
অনেকক্ষণ কানে বায়ু চলাচল না হলে কানে তালা লেগে যায়৷ কিন্তু, আমরা দীর্ঘক্ষণ কানে ইয়ার বাড বা ইয়ার ফোন লাগিয়ে রাখলেও তা হয় না৷ এটা কেন জানেন?
advertisement
4/7
ইয়ারফোনের সেই ছোট ছিদ্রটিকে প্রায়শই ভেন্ট বা বেস পোর্ট বলা হয়। এগুলি কানের ভিতরে বাতাসের চাপের ভারসাম্য রক্ষা করে৷ তাছাড়া, ইয়ার বাডের শব্দের গুণমান উন্নত করা ও ভাল বেস কোয়ালিটি দেওয়াও এই ছিদ্রের কাজ৷
ইয়ারফোনের সেই ছোট ছিদ্রটিকে প্রায়শই ভেন্ট বা বেস পোর্ট বলা হয়। এগুলি কানের ভিতরে বাতাসের চাপের ভারসাম্য রক্ষা করে৷ তাছাড়া, ইয়ার বাডের শব্দের গুণমান উন্নত করা ও ভাল বেস কোয়ালিটি দেওয়াও এই ছিদ্রের কাজ৷
advertisement
5/7
ইয়ারফোনগুলিতেও ছিদ্র দেওয়া হয় যাতে এর মধ্য দিয়ে বায়ু চলাচল করতে পারে। এটি কানের ভিতরে তৈরি বায়ুর চাপ কমাতে সাহায্য করে৷ যেসব ইয়ারফোনে ছিদ্র থাকে না সেগুলো কানে চাপ সৃষ্টি করতে পারে। তাতে অজান্তেই কানের বড় কোনও ক্ষতি হয়ে যেতে পারে৷
ইয়ারফোনগুলিতেও ছিদ্র দেওয়া হয় যাতে এর মধ্য দিয়ে বায়ু চলাচল করতে পারে। এটি কানের ভিতরে তৈরি বায়ুর চাপ কমাতে সাহায্য করে৷ যেসব ইয়ারফোনে ছিদ্র থাকে না সেগুলো কানে চাপ সৃষ্টি করতে পারে। তাতে অজান্তেই কানের বড় কোনও ক্ষতি হয়ে যেতে পারে৷
advertisement
6/7
জানা গিয়েছে, ইয়ারফোন বা ইয়ারবাডে এই ধরনের ছোট ছিদ্র না থাকলে অনেকের কানে ব্যথা হতে পারে। এই ছিদ্রগুলি ইয়ারফোনের স্পিকার ড্রাইভারের ভিতরে এবং বাইরের চাপ সমান করতে সহায়তা করে।
জানা গিয়েছে, ইয়ারফোন বা ইয়ারবাডে এই ধরনের ছোট ছিদ্র না থাকলে অনেকের কানে ব্যথা হতে পারে। এই ছিদ্রগুলি ইয়ারফোনের স্পিকার ড্রাইভারের ভিতরে এবং বাইরের চাপ সমান করতে সহায়তা করে।
advertisement
7/7
Apple Airpods থাকা ছিদ্রটি বেস-এর কোয়ালিটি ও স্পিকারেন ভাইব্রেশনকে উন্নত করতে সহায়তা করে।
Apple Airpods থাকা ছিদ্রটি বেস-এর কোয়ালিটি ও স্পিকারেন ভাইব্রেশনকে উন্নত করতে সহায়তা করে।
advertisement
advertisement
advertisement