রাতে AC চালিয়ে ঘুমোন? জেনে নিন কোন মোড আপনার জন্য ঠিক, বিদ্যুতের বিলও আসবে কম

Last Updated:
AC Sleep Mode vs Energy Saving Mode: ‘এনার্জি সেভার মোড’ এবং ‘স্লিপ মোড’—দু’টিই বিদ্যুৎ সাশ্রয় করে।
1/8
এয়ার কন্ডিশনার মেশিন অনেক আধুনিক হয়েছে। এখন তাতে অনেক মোড পাওয়া যায়। কিন্তু, বেশিরভাগ ব্যবহারকারীই এ সম্পর্কে সচেতন নন। ধরা যাক ‘স্লিপ মোড’ এবং ‘এনার্জি সেভার মোড’-এর কথা। অনেকেই এই দু’টির মধ্যে পার্থক্য জানেন না। তাই রাতে ঘুমানোর সময় কোন মোডে এসি চালানো ভাল তা তাঁরা ঠিক করতে পারেন না। জেনে নেওয়া যাক বিস্তারিত।
এয়ার কন্ডিশনার মেশিন অনেক আধুনিক হয়েছে। এখন তাতে অনেক মোড পাওয়া যায়। কিন্তু, বেশিরভাগ ব্যবহারকারীই এ সম্পর্কে সচেতন নন। ধরা যাক ‘স্লিপ মোড’ এবং ‘এনার্জি সেভার মোড’-এর কথা। অনেকেই এই দু’টির মধ্যে পার্থক্য জানেন না। তাই রাতে ঘুমানোর সময় কোন মোডে এসি চালানো ভাল তা তাঁরা ঠিক করতে পারেন না। জেনে নেওয়া যাক বিস্তারিত।
advertisement
2/8
সাধারণত ঘরোয়া এসিগুলিতে ছ’ধরনেক মোড থাকতে পারে। এর মধ্যে স্লিপ মোড এবং এনার্জি সেভার মোড খুবই কাজের। কিন্তু কখন কোনটা লাগবে তা অনেকেই জানি না।
সাধারণত ঘরোয়া এসিগুলিতে ছ’ধরনেক মোড থাকতে পারে। এর মধ্যে স্লিপ মোড এবং এনার্জি সেভার মোড খুবই কাজের। কিন্তু কখন কোনটা লাগবে তা অনেকেই জানি না।
advertisement
3/8
দুই মোডের মধ্যে পার্থক্য— ‘স্লিপ মোড’ রাতে ব্যবহার করা হয়। এই সেটিংয়ে থার্মোস্টেট তাপমাত্রা সর্বোচ্চ ২ ঘণ্টার জন্য প্রতি ঘণ্টায় ০.৫ বা ১ ডিগ্রি বৃদ্ধি পাবে।
দুই মোডের মধ্যে পার্থক্য— ‘স্লিপ মোড’ রাতে ব্যবহার করা হয়। এই সেটিংয়ে থার্মোস্টেট তাপমাত্রা সর্বোচ্চ ২ ঘণ্টার জন্য প্রতি ঘণ্টায় ০.৫ বা ১ ডিগ্রি বৃদ্ধি পাবে।
advertisement
4/8
অন্যদিকে ‘এনার্জি সেভার মোড’ বিদ্যুৎ সাশ্রয় করে। বিদ্যুৎ বিল কমাতে এসি উৎপাদনকারী সংস্থাগুলি এই মোড দেওয়া শুরু করেছে।
অন্যদিকে ‘এনার্জি সেভার মোড’ বিদ্যুৎ সাশ্রয় করে। বিদ্যুৎ বিল কমাতে এসি উৎপাদনকারী সংস্থাগুলি এই মোড দেওয়া শুরু করেছে।
advertisement
5/8
কীভাবে হয় শক্তি সঞ্চয়— ‘এনার্জি সেভিং মোডে’ এসি চালানোর সময় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কম্প্রেসার ঘন ঘন বন্ধ হয়ে যায়। অন্যদিকে, যদি ‘স্লিপ মোডে’ থার্মোস্ট্যাট তাপমাত্রা বেশি সেট করা হয়, তাহলে বিদ্যুৎ খরচ কম হয়।
কীভাবে হয় শক্তি সঞ্চয়— ‘এনার্জি সেভিং মোডে’ এসি চালানোর সময় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কম্প্রেসার ঘন ঘন বন্ধ হয়ে যায়। অন্যদিকে, যদি ‘স্লিপ মোডে’ থার্মোস্ট্যাট তাপমাত্রা বেশি সেট করা হয়, তাহলে বিদ্যুৎ খরচ কম হয়।
advertisement
6/8
থার্মোস্ট্যাট তাপমাত্রা হল, যে তাপমাত্রায় ব্যবহারকারী এসি চালিয়েছেন। কেউ যিদি ১৮ ডিগ্রি সেলসিয়াসে এসি চালান তবে বিদ্যুৎ বিল বেশি আসবে। ২৪ ডিগ্রিতে চালালে অপেক্ষাকৃত কম।
থার্মোস্ট্যাট তাপমাত্রা হল, যে তাপমাত্রায় ব্যবহারকারী এসি চালিয়েছেন। কেউ যিদি ১৮ ডিগ্রি সেলসিয়াসে এসি চালান তবে বিদ্যুৎ বিল বেশি আসবে। ২৪ ডিগ্রিতে চালালে অপেক্ষাকৃত কম।
advertisement
7/8
রাতের জন্য সেরা— ‘এনার্জি সেভার মোড’ এবং ‘স্লিপ মোড’—দু’টিই বিদ্যুৎ সাশ্রয় করে। ‘এনার্জি সেভার মোডে’ এসি চালালে কম্প্রেসার ঘন ঘন হয়, ফলে শীতলতা কমে যায়। স্লিপ মোডে এসি চালানোর সময়, থার্মোস্ট্যাটের তাপমাত্রা স্বয়ংক্রিয় ভাবে সর্বাধিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়। তবে বাইরের আবহাওয়ার তাপমাত্রাও রাতে কমে যায়, ফলে কষ্ট হয় না।
রাতের জন্য সেরা— ‘এনার্জি সেভার মোড’ এবং ‘স্লিপ মোড’—দু’টিই বিদ্যুৎ সাশ্রয় করে। ‘এনার্জি সেভার মোডে’ এসি চালালে কম্প্রেসার ঘন ঘন হয়, ফলে শীতলতা কমে যায়। স্লিপ মোডে এসি চালানোর সময়, থার্মোস্ট্যাটের তাপমাত্রা স্বয়ংক্রিয় ভাবে সর্বাধিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়। তবে বাইরের আবহাওয়ার তাপমাত্রাও রাতে কমে যায়, ফলে কষ্ট হয় না।
advertisement
8/8
তবে কার কেমন প্রয়োজন তা পরীক্ষা করে দেখে নেওয়া যেতে পারে। কারণ, পরিবেশ, মানুষের সহন ক্ষমতা এর উপর নির্ভর করে এসি চালানো প্রয়োজন।
তবে কার কেমন প্রয়োজন তা পরীক্ষা করে দেখে নেওয়া যেতে পারে। কারণ, পরিবেশ, মানুষের সহন ক্ষমতা এর উপর নির্ভর করে এসি চালানো প্রয়োজন।
advertisement
advertisement
advertisement