AC Electric Bill Savings Tips: পুরোনো এসি ঘরে থাকলে বিদ্যুৎ বিল কি বেশি আসে? সেক্ষেত্রে কত বছর পর নতুন কেনা উচিত? জেনে নিন বিশদে

Last Updated:
AC Electric Bill Savings Tips: সাধারণ ভাবে এসি-র আয়ু ১০-১৫ বছর হয়ে থাকে। কিন্তু ঘরের এসি যদি ১০ বছরের পুরনো হয়ে যায়, তাহলে তা বদলানোর কথা এবার ভাবা যেতে পারে
1/10
অনেকেই বছরের পর বছর ধরে এসি ব্যবহার করে আসছেন। এদিকে সেই পুরনো এসি কি তাঁদের বিদ্যুতের বিলের বোঝা বাড়িয়ে দিচ্ছে? এই প্রশ্নই ঘুরপাক খেতে থাকে ব্যবহারকারীদের মনে।
অনেকেই বছরের পর বছর ধরে এসি ব্যবহার করে আসছেন। এদিকে সেই পুরনো এসি কি তাঁদের বিদ্যুতের বিলের বোঝা বাড়িয়ে দিচ্ছে? এই প্রশ্নই ঘুরপাক খেতে থাকে ব্যবহারকারীদের মনে।
advertisement
2/10
তবে তাঁদের সেই ধারণা অবশ্য ঠিকই। কারণ সাধারণ ভাবে এসি-র আয়ু ১০-১৫ বছর হয়ে থাকে। কিন্তু ঘরের এসি যদি ১০ বছরের পুরনো হয়ে যায়, তাহলে তা বদলানোর কথা এবার ভাবা যেতে পারে।
তবে তাঁদের সেই ধারণা অবশ্য ঠিকই। কারণ সাধারণ ভাবে এসি-র আয়ু ১০-১৫ বছর হয়ে থাকে। কিন্তু ঘরের এসি যদি ১০ বছরের পুরনো হয়ে যায়, তাহলে তা বদলানোর কথা এবার ভাবা যেতে পারে।
advertisement
3/10
আসলে এসি পুরনো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাতে থাকা কম্প্রেসর, মোটর এবং কয়েলের মতো যন্ত্রাংশের কাজের গতিও ধীর হয়ে আসতে থাকে। যার জেরে ঘর ঠান্ডা করতেও যথেষ্ট বেগ পেতে হয় পুরনো এসি-কে। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে চাপ বাড়ে এসি-র উপর।
আসলে এসি পুরনো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাতে থাকা কম্প্রেসর, মোটর এবং কয়েলের মতো যন্ত্রাংশের কাজের গতিও ধীর হয়ে আসতে থাকে। যার জেরে ঘর ঠান্ডা করতেও যথেষ্ট বেগ পেতে হয় পুরনো এসি-কে। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে চাপ বাড়ে এসি-র উপর।
advertisement
4/10
ফলে বিদ্যুতের অপচয়ও বৃদ্ধি পেতে থাকে। বলা ভাল যে, সময়ের সঙ্গে সঙ্গে কম্প্রেসর, মোটর এবং কয়েলের মতো এসি-র গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলি ক্ষয়ে যেতে থাকে। সেভাবে কার্যকারিতাও থাকে না। তাই ঘর ঠান্ডা রাখতে এসি-কে কঠোর ভাবে কাজ করতে হয়।
ফলে বিদ্যুতের অপচয়ও বৃদ্ধি পেতে থাকে। বলা ভাল যে, সময়ের সঙ্গে সঙ্গে কম্প্রেসর, মোটর এবং কয়েলের মতো এসি-র গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলি ক্ষয়ে যেতে থাকে। সেভাবে কার্যকারিতাও থাকে না। তাই ঘর ঠান্ডা রাখতে এসি-কে কঠোর ভাবে কাজ করতে হয়।
advertisement
5/10
পুরনো এসি-র মধ্যে আবার ইনভার্টার টেকনোলজি থাকে না। তাপমাত্রা অনুযায়ী কম্প্রেসর স্পিডের সঙ্গে এটি অ্যাডজাস্ট করে নেয়। সেই কারণে পাওয়ার কনজাম্পশন বা বিদ্যুতের অপচয় হ্রাস পেয়ে যায়। সময়ে সময়ে যদি এসি-র সার্ভিসিং করানো না হয়, তাহলে এসি-র মধ্যে ধুলো, ময়লা, মরিচার মতো সমস্যা দেখা দিতে থাকে।
পুরনো এসি-র মধ্যে আবার ইনভার্টার টেকনোলজি থাকে না। তাপমাত্রা অনুযায়ী কম্প্রেসর স্পিডের সঙ্গে এটি অ্যাডজাস্ট করে নেয়। সেই কারণে পাওয়ার কনজাম্পশন বা বিদ্যুতের অপচয় হ্রাস পেয়ে যায়। সময়ে সময়ে যদি এসি-র সার্ভিসিং করানো না হয়, তাহলে এসি-র মধ্যে ধুলো, ময়লা, মরিচার মতো সমস্যা দেখা দিতে থাকে।
advertisement
6/10
শুধু তা-ই নটয়, গ্যাস লিকেজের মতো সমস্যাও দেখা দেয়। এর ফলে এসি-র কুলিং পাওয়ারও ধীরে ধীরে হ্রাসপ্রাপ্ত হয়। আর তার উপর দীর্ঘ সময় ধরে কাজ করে যেতে হয় এসি-কে।
শুধু তা-ই নটয়, গ্যাস লিকেজের মতো সমস্যাও দেখা দেয়। এর ফলে এসি-র কুলিং পাওয়ারও ধীরে ধীরে হ্রাসপ্রাপ্ত হয়। আর তার উপর দীর্ঘ সময় ধরে কাজ করে যেতে হয় এসি-কে।
advertisement
7/10
সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা হল, পুরনো এসি থেকে রেফ্রিজারেন্ট লিক হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। যা সিস্টেমের উপর চাপ বাড়ায়। সেই সঙ্গে পাওয়ার কনজাম্পশন বা বিদ্যুতের অপচয়ও বৃদ্ধি পায়।
সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা হল, পুরনো এসি থেকে রেফ্রিজারেন্ট লিক হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। যা সিস্টেমের উপর চাপ বাড়ায়। সেই সঙ্গে পাওয়ার কনজাম্পশন বা বিদ্যুতের অপচয়ও বৃদ্ধি পায়।
advertisement
8/10
 এখানেই শেষ নয়, পুরনো এসি-তে অনেক সময় লোয়ার স্টার রেটিং বা কম স্টার রেটিং থাকে। যার অর্থ হল, এই পুরনো এসি-গুলি আসলে কম এনার্জি এফিশিয়েন্ট। ফলে তা আরও বেশি পাওয়ার কনজাম্পশন করে। অর্থাৎ বিদ্যুতের অপচয় বাড়ে।
এখানেই শেষ নয়, পুরনো এসি-তে অনেক সময় লোয়ার স্টার রেটিং বা কম স্টার রেটিং থাকে। যার অর্থ হল, এই পুরনো এসি-গুলি আসলে কম এনার্জি এফিশিয়েন্ট। ফলে তা আরও বেশি পাওয়ার কনজাম্পশন করে। অর্থাৎ বিদ্যুতের অপচয় বাড়ে।
advertisement
9/10
অন্যদিকে নতুন এসি-তে রয়েছে আরও ভাল প্রযুক্তি। যা বিদ্যুতের অপচয় কমায়। সেই সঙ্গে ভাল কুলিংয়ের সুবিধা প্রদান করে। এর পাশাপাশি পুরনো এসি মেরামত করা কিংবা রক্ষণাবেক্ষণের খরচও একটু বেশি। নতুন এসি-র ইনভার্টার প্রযুক্তি আবার ৩০-৪০ শতাংশ পর্যন্ত ইলেকট্রিসিটি কনজাম্পশন অনেকাংশে কমিয়ে দিতে পারে।
অন্যদিকে নতুন এসি-তে রয়েছে আরও ভাল প্রযুক্তি। যা বিদ্যুতের অপচয় কমায়। সেই সঙ্গে ভাল কুলিংয়ের সুবিধা প্রদান করে। এর পাশাপাশি পুরনো এসি মেরামত করা কিংবা রক্ষণাবেক্ষণের খরচও একটু বেশি। নতুন এসি-র ইনভার্টার প্রযুক্তি আবার ৩০-৪০ শতাংশ পর্যন্ত ইলেকট্রিসিটি কনজাম্পশন অনেকাংশে কমিয়ে দিতে পারে।
advertisement
10/10
তাই এসি যদি ১০ বছরের বেশি পুরনো হয়, তাহলে নতুন এসি কেনা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। এতে ইলেকট্রিসিটি বা বিদ্যুতের বিলের বোঝা তো কমবেই, সেই সঙ্গে মিলবে ভাল কুলিংয়ের সুবিধাও।
তাই এসি যদি ১০ বছরের বেশি পুরনো হয়, তাহলে নতুন এসি কেনা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। এতে ইলেকট্রিসিটি বা বিদ্যুতের বিলের বোঝা তো কমবেই, সেই সঙ্গে মিলবে ভাল কুলিংয়ের সুবিধাও।
advertisement
advertisement
advertisement