AC Blast: অত্যধিক গরমে এসি চালানোর সময় এই ভুলগুলি করছেন না তো? সাবধান না হলেই বিস্ফোরণ !
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
AC Blast: কিন্তু যদি এসি ঠিকঠাক ভাবে ব্যবহার না করা হয়, তাহলে কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আজকাল খবরের শিরোনামেও উঠে আসছে এসি বিস্ফোরণের ঘটনা।
রমের মরশুমে বাড়ি, স্কুল-কলেজ, অফিস - প্রায় সব জায়গাতেই যথেচ্ছ ভাবে চলছে এসি। আর একাধিক জায়গাতেই গরম প্রায় অসহনীয় হয়ে উঠেছে। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের কোঠা পার করেছে। তবে এই অসহ্য গরম থেকে বাঁচার সবথেকে ভাল উপায় হল, এয়ার কন্ডিশনারের ব্যবহার। এসি থেকে নির্গত ঠান্ডা হাওয়া স্বস্তি দিতে পারে।
advertisement
কিন্তু যদি এসি ঠিকঠাক ভাবে ব্যবহার না করা হয়, তাহলে কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আজকাল খবরের শিরোনামেও উঠে আসছে এসি বিস্ফোরণের ঘটনা। বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। আসলে ঠিকঠাক ভাবে ব্যবহার না করার ফলেই এসি ফেটে যেতে পারে। তাই আজকের প্রতিবেদনে আমরা ছোট ছোট কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যা মেনে চললে নিরাপদে ব্যবহার করা যাবে এসি।
advertisement
ফিল্টার পরিষ্কার রাখা: যদি কেউ এসি ব্যবহার করতে শুরু করেন, তাহলে তাঁর নিয়মিত এর ফিল্টার পরিষ্কার করা উচিত। সেটা নিজে না করতে পারলে এসি মেকানিককে ডাকতে হবে। সাফ-সাফাই করার পরেই এসি ব্যবহার করতে হবে। কারণ নোংরা ফিল্টারের কারণে এসি-র ঠান্ডা করার ক্ষমতা বা কুলিং হ্রাস পায়। অতিরিক্ত গরম হতে শুরু করে এসি। আর ওভারহিটিং বা অতিরিক্ত গরম হয়ে যাওয়ার জেরে এসি-র কম্প্রেসর ফেটে যেতে পারে। সেই কারণে সময়ে সময়ে পরিষ্কার করতে হবে এসি-র ফিল্টার।
advertisement
সঠিক টেম্পারেচার সেটিং: ঘরের তাপমাত্রা শিমলার মতো বরফ-শীতল না হলেও চলবে। মোটামুটি স্বস্তিদায়ক শীতল এক তাপমাত্রা বজায় রাখলেি হল। তাই এসি-র তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সেট করতে হবে। ২৪ ডিগ্রির তুলনায় কম তাপমাত্রায় এসি রাখা ঠিক নয়। আসলে ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা রাখলে বিদ্যুৎ তো সাশ্রয় হয়ই, সেই সঙ্গে এসি-র উপরেও চাপ পড়ে না। ফলে এসি-তে বিস্ফোরণের আশঙ্কাও কমে যায়।
advertisement
advertisement
বায়ু চলাচল বা ভেন্টিলেশন: এসি চালানোর পাশাপাশি ঘরে সঠিক বায়ু চলাচল বজায় রাখা আবশ্যক। এটা ঠিক যে, ঘর বেশি খোলামেলা রাখলে ঠান্ডা হতে চায় না, তবে ঘরে এত বেশি ঠাসাঠাসিও করা উচিত নয়, যা দমবন্ধকর পরিস্থিতি তৈরি করে। এসির পাশাপাশি ফ্যান চালিয়ে রাখা জরুরি। এতে ঠান্ডা বাতাস পুরো ঘরে ছড়িয়ে পড়তে পারে। আর এসির উপরেও চাপ কমে এবং ঘর দ্রুত ঠান্ডা হয়।
advertisement
advertisement