সাত বছর বয়স হয়ে গেল জিভা ধোনির। এম এস ধোনির মেয়ের এখনই ইনস্টাগ্রামে ফলোয়ার কয়েক লাখ।
জিভার নতুন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবিতে তাঁকে বাড়ির পোষ্যের সঙ্গে দেখা যাচ্ছে।
জিভার ইনস্টা অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে পোষ্যটিকে।
মহেন্দ্র সিং ধোনি পশুপ্রেমী। তাঁর মেয়ে জিভাও বাবার পথেই এগিয়ে চলেছে। জিভাকেও প্রায়ই পোষ্যদের আদর করতে দেখা যায়।
জিভাকে এর আগেও বাড়ির বিভিন্ন পোষ্যদের সঙ্গে দেখা গিয়েছে। মাঝেমধ্যেই তাঁকে খামারবাড়িতে পোষ্যদের সঙ্গে দেখা যায়।
বাবার মতোই লিওনেল মেসির ভক্ত জিভা। কিছুদিন আগে মেসির সই করা একটি জার্সি গিফট পেয়েছে জিভা।
...