মজা করে আমরা অনেক সময় একটা কথা বলি- কর্ম করে যাও, ফলের আশা কোরো না। ঋদ্ধিমান সাহার সঙ্গে বোধ হয় এই কথাটা একশো ভাগ খেটে যায়। আরও একবার জাতীয় নির্বাচকদের দেখালেন, তিনি কী করতে পারেন! তবুও জাতীয় দলে ব্রাত্যই থাকতে হয় তাঁকে।
2/ 6
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দল থেকে বাদ। তার পরও আইপিএলে সাড়া জাগানো পারফরম্যান্স করছেন ঋদ্ধি। লখনউয়ের বিরুদ্ধে এদিন ৩৪ বলে ৮১ রানের ইনিংস খেললেন।
3/ 6
মাত্র ২০ বলে হাফ সেঞ্চুরি করলেন। এর আগেও তাঁর কিপিং দেখে হাততালি দিয়েছিল গোটা দেশ। এদিন তাঁর ঝোড়ো ব্যাটিং দেখল গোটা দেশ।
4/ 6
গুজরাত টাইটান্সকে বরাবর ওপেনার হিসেবে ভরসা জোগাচ্ছেন ঋদ্ধি। সঙ্গে তাঁর দুরন্ত কিপিং। এদিনের পারফরম্যান্সের পর ঋদ্ধি যেন জাতীয় দলে সুযোগ পাওয়ার ব্যাপারে আরও বড় দাবি রাখলেন।
5/ 6
বাংলার ক্রিকেটার এখন আর তাঁকে বলা যায় না। বলতে হয় বাংলার ছেলে। অভিমানী ঋদ্ধিমান সাহা এখন ঘরোয়া ক্রিকেটে খেলেন ত্রিপুরার হয়ে।
ঝড়ের নাম ঋদ্ধিমান সাহা! আইপিএলে বাংলার ছেলের ব্যাটে 'সাইক্লোন', দেখল গোটা দেশ
মজা করে আমরা অনেক সময় একটা কথা বলি- কর্ম করে যাও, ফলের আশা কোরো না। ঋদ্ধিমান সাহার সঙ্গে বোধ হয় এই কথাটা একশো ভাগ খেটে যায়। আরও একবার জাতীয় নির্বাচকদের দেখালেন, তিনি কী করতে পারেন! তবুও জাতীয় দলে ব্রাত্যই থাকতে হয় তাঁকে।
ঝড়ের নাম ঋদ্ধিমান সাহা! আইপিএলে বাংলার ছেলের ব্যাটে 'সাইক্লোন', দেখল গোটা দেশ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দল থেকে বাদ। তার পরও আইপিএলে সাড়া জাগানো পারফরম্যান্স করছেন ঋদ্ধি। লখনউয়ের বিরুদ্ধে এদিন ৩৪ বলে ৮১ রানের ইনিংস খেললেন।
ঝড়ের নাম ঋদ্ধিমান সাহা! আইপিএলে বাংলার ছেলের ব্যাটে 'সাইক্লোন', দেখল গোটা দেশ
গুজরাত টাইটান্সকে বরাবর ওপেনার হিসেবে ভরসা জোগাচ্ছেন ঋদ্ধি। সঙ্গে তাঁর দুরন্ত কিপিং। এদিনের পারফরম্যান্সের পর ঋদ্ধি যেন জাতীয় দলে সুযোগ পাওয়ার ব্যাপারে আরও বড় দাবি রাখলেন।