প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করল দিল্লি ক্যাপিটালস। পরপর দুটি ম্যাচে প্রথমে ব্যাট করে দুশোর উপর স্কোর করল দিল্লি। ইউপির বিরুদ্ধে ২০ ওভারে উইকেট হারিয়ে রান করল দিল্লি।
2/ 6
এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইউপির অধিনায়ক অ্যালিসা হেলি। ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও এদিন বড় রান পাননি শেফালি ভার্মা। তবে এদিনও ফের অধিনায়কোচিত ইনিংস খেলেন মেগ ল্যানিং।
3/ 6
৪২ বলে ৭০ রানের ইনিংস খেলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। ১০টি চার ও ৩টি ছয় মারেন তিনি। মেগ ল্যানিংয়ের ব্যাটে ভর করেই বড় রানের ভিত্তি স্থাপন করে দিল্লি। তাকে কিছুটা সঙ্গ দেন মারিজ্যান কাপ। তিনি করেন ১৬ রান।
4/ 6
শেষের দিকে এদিন দুরন্ত ব্যাটিং করেন জেমাইমা রড্রিগেজ ও জেস জনাসেন। দুজনের ঝোড়ো ইনিংসেই দুশো পার করে দিল্লি। ২০ বলে ৪২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন জেস জোনাসেন ও ২২ বলে ৩৪ রানের ইনিংস খেলেন জেমাইমা রড্রিগেজ।
5/ 6
ইউপি ওয়ারিয়র্সের হয়ে এদিন শবনিম ইসমাইল ছাড়া কোনও বোলার খুব একটা ভালো বোলিং করতে পারেননি। ইউপি-র হয়ে একটি করে উইকেট নেন শবনিম ইসমাইল, রাজেশ্বরী গায়কোয়াড়, তাহিলা ম্যাকগ্রা, সোফি এক্লিস্টোন।
6/ 6
শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১১ রান করে দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় ব্যাটিংয়ে এত বড় স্কোর করা সমস্যা হলেও ইউপি দলের ব্যাটিংয়ে শক্তি রয়েছে লড়াই করার। এবার দেখা কতটা লড়াই দিতে পারেন অ্যালিসা হেলি, তাহিলা ম্যাকগ্রা, কিরণ নভগিররা।
প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করল দিল্লি ক্যাপিটালস। পরপর দুটি ম্যাচে প্রথমে ব্যাট করে দুশোর উপর স্কোর করল দিল্লি। ইউপির বিরুদ্ধে ২০ ওভারে উইকেট হারিয়ে রান করল দিল্লি।
৪২ বলে ৭০ রানের ইনিংস খেলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। ১০টি চার ও ৩টি ছয় মারেন তিনি। মেগ ল্যানিংয়ের ব্যাটে ভর করেই বড় রানের ভিত্তি স্থাপন করে দিল্লি। তাকে কিছুটা সঙ্গ দেন মারিজ্যান কাপ। তিনি করেন ১৬ রান।
শেষের দিকে এদিন দুরন্ত ব্যাটিং করেন জেমাইমা রড্রিগেজ ও জেস জনাসেন। দুজনের ঝোড়ো ইনিংসেই দুশো পার করে দিল্লি। ২০ বলে ৪২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন জেস জোনাসেন ও ২২ বলে ৩৪ রানের ইনিংস খেলেন জেমাইমা রড্রিগেজ।
ইউপি ওয়ারিয়র্সের হয়ে এদিন শবনিম ইসমাইল ছাড়া কোনও বোলার খুব একটা ভালো বোলিং করতে পারেননি। ইউপি-র হয়ে একটি করে উইকেট নেন শবনিম ইসমাইল, রাজেশ্বরী গায়কোয়াড়, তাহিলা ম্যাকগ্রা, সোফি এক্লিস্টোন।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১১ রান করে দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় ব্যাটিংয়ে এত বড় স্কোর করা সমস্যা হলেও ইউপি দলের ব্যাটিংয়ে শক্তি রয়েছে লড়াই করার। এবার দেখা কতটা লড়াই দিতে পারেন অ্যালিসা হেলি, তাহিলা ম্যাকগ্রা, কিরণ নভগিররা।