Salman Khan : 'আইপিএলে দল কেনেননি কেন? শাহরুখ, প্রীতি জিন্টা কিনেছে!' সলমান খানের জবাব চমকে দেবে

Last Updated:
Salman Khan- ভক্তরা চাইলেও সলমান-শাহরুখ দ্বৈরথ কখনও ক্রিকেট মাঠে দেখা যায়নি। সেটা সম্ভব হত যদি সলমান আইপিএলে দল কিনতেন!
1/6
বলিউড তারকা সলমন খানকে কখনও আইপিএল দল কেনার ব্যাপারে উৎসাহী বলে দেখা যায়নি। শাহরুখ খান, প্রীতি জিন্টার মতো তারকারা আইপিএলে দল কিনেছেন। এমনকী আরও অনেক বলিউড স্টার আইপিএলে দল কিনতে চেয়েছিলেন বলে শোনা যায়। তবে সুযোগ ও অর্থের অভাবে কিনতে পারেননি। কিন্তু এই ব্যাপারে সলমান ব্যতিক্রম।
বলিউড তারকা সলমন খানকে কখনও আইপিএল দল কেনার ব্যাপারে উৎসাহী বলে দেখা যায়নি। শাহরুখ খান, প্রীতি জিন্টার মতো তারকারা আইপিএলে দল কিনেছেন। এমনকী আরও অনেক বলিউড স্টার আইপিএলে দল কিনতে চেয়েছিলেন বলে শোনা যায়। তবে সুযোগ ও অর্থের অভাবে কিনতে পারেননি। কিন্তু এই ব্যাপারে সলমান ব্যতিক্রম।
advertisement
2/6
সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে সলমান খান দাবি করেন, ২০০৮ সালে তাঁকে আইপিএল দলের মালিক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই সুযোগ তিনি নিজেই ফিরিয়ে দেন। কিন্তু কেন? তার পরও আর কখনও কেন সলমান আইপিএলে দল কেনার ব্যাপারে আগ্রহ দেখাননি!
সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে সলমান খান দাবি করেন, ২০০৮ সালে তাঁকে আইপিএল দলের মালিক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই সুযোগ তিনি নিজেই ফিরিয়ে দেন। কিন্তু কেন? তার পরও আর কখনও কেন সলমান আইপিএলে দল কেনার ব্যাপারে আগ্রহ দেখাননি!
advertisement
3/6
‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে খুবই ব্যস্ত সলমান। তাঁর আগের ছবি ‘সিকান্দার’ বক্স-অফিসে মুখ থুবড়ে পড়ে। তার পরই পরবর্তী প্রজেক্টের জন্য তিনি নিজের সবটা উজাড় করে দিচ্ছেন। লাইফস্টাইল পাল্টে ফেলেছেন। ৫৯ বছর বয়সী এই সুপারস্টার কঠিন ডায়েট মেনে চলছেন। ছেড়েছেন মদ্যপান, ফাস্ট ফুড।
‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে খুবই ব্যস্ত সলমান। তাঁর আগের ছবি ‘সিকান্দার’ বক্স-অফিসে মুখ থুবড়ে পড়ে। তার পরই পরবর্তী প্রজেক্টের জন্য তিনি নিজের সবটা উজাড় করে দিচ্ছেন। লাইফস্টাইল পাল্টে ফেলেছেন। ৫৯ বছর বয়সী এই সুপারস্টার কঠিন ডায়েট মেনে চলছেন। ছেড়েছেন মদ্যপান, ফাস্ট ফুড।
advertisement
4/6
সলমান এদিন অনুষ্ঠানে এসে বলেন, ২০০৮ সালেই আমার কাছে প্রস্তাব ছিল। তবে আইপিএলের দল কিনতে চাইনি। আর সেই সিদ্ধান্ত নিয়ে আমার কোনও অনুশোচনা নেই। বরং আমি খুশি।
সলমান এদিন অনুষ্ঠানে এসে বলেন, ২০০৮ সালেই আমার কাছে প্রস্তাব ছিল। তবে আইপিএলের দল কিনতে চাইনি। আর সেই সিদ্ধান্ত নিয়ে আমার কোনও অনুশোচনা নেই। বরং আমি খুশি।
advertisement
5/6
ভবিষ্যতে কি কখনও আইপিএলে দল কিনবেন? সলমান এই প্রশ্নের উত্তরে বলেন, না, সেরকম কোনও পরিকল্পনা নেই। আর আমি এখন আইপিএল দল কেনার জায়গায় নেই। অনেকটাই বুড়ো হয়ে গেছি।
ভবিষ্যতে কি কখনও আইপিএলে দল কিনবেন? সলমান এই প্রশ্নের উত্তরে বলেন, না, সেরকম কোনও পরিকল্পনা নেই। আর আমি এখন আইপিএল দল কেনার জায়গায় নেই। অনেকটাই বুড়ো হয়ে গেছি। ফলে আর সেই সুযোগও নেই আমার সামনে।
advertisement
6/6
ভক্তরা চাইলেও সলমান-শাহরুখ দ্বৈরথ কখনও ক্রিকেট মাঠে দেখা যায়নি। সেটা সম্ভব হত যদি সলমান আইপিএলে দল কিনতেন! তবে সলমান এবার যা বললেন তাতে বলাই যায়, আইপিএলে সলমান ও শাহরুখের দলের লড়াই কখনও দেখা যাবে না।
ভক্তরা চাইলেও সলমান-শাহরুখ দ্বৈরথ কখনও ক্রিকেট মাঠে দেখা যায়নি। সেটা সম্ভব হত যদি সলমান আইপিএলে দল কিনতেন! তবে সলমান এবার যা বললেন তাতে বলাই যায়, আইপিএলে সলমান ও শাহরুখের দলের লড়াই কখনও দেখা যাবে না।
advertisement
advertisement
advertisement