Hugh Edmeades Vdeo Message: একদম সুস্থ, তবু কেন নিলামের দ্বিতীয় দিন দেখা গেল না নিলামকারী হিউ এডমিডসকে?

Last Updated:
Hugh Edmeades: শনিবার অসুস্থ হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন তিনি। এখন আইপিএলের নিলামকারী সুস্থ। তবুও দ্বিতীয় দিন কেন তাঁকে দেখা গেল না!
1/5
আইপিএল ২০২২-এর নিলামের প্রথম দিন তাঁকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন সবাই। নিলামের মাঝেই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন নিলামকারী হিউ এডমিডস। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ। নিজেই ভিডিও বার্তায় সেই কথা জানিয়েছেন ব্রিটিশ সঞ্চালক।
আইপিএল ২০২২-এর নিলামের প্রথম দিন তাঁকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন সবাই। নিলামের মাঝেই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন নিলামকারী হিউ এডমিডস। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ। নিজেই ভিডিও বার্তায় সেই কথা জানিয়েছেন ব্রিটিশ সঞ্চালক।
advertisement
2/5
নিলামের দ্বিতীয় দিন তিনি চাইলে সঞ্চালনা করতে পারতেন। কারণ তিনি এখন সুস্থ। তবুও হিউ এডমিডসকে দেখা গেল না নিলামের মঞ্চে। তাঁর জায়গায় দ্বিতীয় দিনেও নিলামের মঞ্চে থেকে সঞ্চালনা সামলালেন চারু শর্মা।
নিলামের দ্বিতীয় দিন তিনি চাইলে সঞ্চালনা করতে পারতেন। কারণ তিনি এখন সুস্থ। তবুও হিউ এডমিডসকে দেখা গেল না নিলামের মঞ্চে। তাঁর জায়গায় দ্বিতীয় দিনেও নিলামের মঞ্চে থেকে সঞ্চালনা সামলালেন চারু শর্মা।
advertisement
3/5
শনিবার নিলামের প্রথম দিন হিউ অসুস্থ হয়ে পড়ে যাওয়ায় অনেকেই চিন্তিত ছিলেন। তিনি এখন কেমন আছেন, সেটা জানার আগ্রহ ছিল অনেকের মধ্যে। তাই এক ভিডিও বার্তায় হিউ জানিয়েছেন, তিনি এখন সম্পূর্ণ সুস্থ। চিন্তার কোনও কারণ নেই।
শনিবার নিলামের প্রথম দিন হিউ অসুস্থ হয়ে পড়ে যাওয়ায় অনেকেই চিন্তিত ছিলেন। তিনি এখন কেমন আছেন, সেটা জানার আগ্রহ ছিল অনেকের মধ্যে। তাই এক ভিডিও বার্তায় হিউ জানিয়েছেন, তিনি এখন সম্পূর্ণ সুস্থ। চিন্তার কোনও কারণ নেই।
advertisement
4/5
হিউ বলেছেন, আমি চাইলে দ্বিতীয় দিন নিলামকারী হিসেবে থাকতে পারতাম। তবে সেটা বিসিসিআই, আইপিএল, নিলামে অংশ নেওয়া ক্রিকেটারদের সঙ্গে অবিচার করা হত। কারণ আমি নিজের একশো শতাংশ দিতে পারতাম না। আপনারা যাঁরা আমার দ্রুত সুস্থতা কামনা করেছিলেন, তাঁদের অনেক ধন্যবাদ।
হিউ বলেছেন, আমি চাইলে দ্বিতীয় দিন নিলামকারী হিসেবে থাকতে পারতাম। তবে সেটা বিসিসিআই, আইপিএল, নিলামে অংশ নেওয়া ক্রিকেটারদের সঙ্গে অবিচার করা হত। কারণ আমি নিজের একশো শতাংশ দিতে পারতাম না। আপনারা যাঁরা আমার দ্রুত সুস্থতা কামনা করেছিলেন, তাঁদের অনেক ধন্যবাদ।
advertisement
5/5
চারু শর্মার প্রতি কৃতজ্ঞতা জাহির করেছেন হিউ। বলেছেন, শো মাস্ট গো অন। চারু যেভাবে সব সামলেছে তার জন্য যে কোনও প্রশংসা কম পড়বে। ও মাত্র ১৫ মিনিটের নোটিশে সব কিছু সামলে দিয়েছে। চারুকে অনেক ধন্যবাদ।
চারু শর্মার প্রতি কৃতজ্ঞতা জাহির করেছেন হিউ। বলেছেন, শো মাস্ট গো অন। চারু যেভাবে সব সামলেছে তার জন্য যে কোনও প্রশংসা কম পড়বে। ও মাত্র ১৫ মিনিটের নোটিশে সব কিছু সামলে দিয়েছে। চারুকে অনেক ধন্যবাদ।
advertisement
advertisement
advertisement