‘Bunny Hop Catches’ আসলে কী? ক্রিকেটে এটা নিয়ে কড়া নীতি আনছে এমসিসি, জেনে নিন বিশদে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ক্রিকেটে একটি উল্লেখযোগ্য এবং নতুন নিয়ম আনতে চলেছে Marylebone Cricket Club (MCC) এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আর এই নতুন নিয়মের আওতায় Bunny Hop Catches কোনও রকম অনুমতি পাবে না।
ক্রিকেটে একটি উল্লেখযোগ্য এবং নতুন নিয়ম আনতে চলেছে Marylebone Cricket Club (MCC) এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আর এই নতুন নিয়মের আওতায় Bunny Hop Catches কোনও রকম অনুমতি পাবে না। ESPNcricinfo-র একটি প্রতিবেদন থেকে এই খবর পাওয়া গিয়েছে। কিন্তু ‘Bunny Hop Catches’ আসলে কী? এক্ষেত্রে সাধারণত ফিল্ডাররা বাউন্ডারির বাইরে গিয়ে শূন্যে লাফিয়ে বলটিকে স্পর্শ করেন। (Sportzpics)
advertisement
তবে যেসব ক্যাচে ফিল্ডাররা বাউন্ডারি লাইনের ভিতর বল ঠেলে দেয়, স্টেপ আউট (গতির জন্য ইত্যাদি) করেন বা বেরিয়ে যান এবং সেটা আবার ধরার জন্য ঝাঁপান, সেই সব ক্যাচের ক্ষেত্রে এখনও অনুমতি দেওয়া হচ্ছে। যদিও যেসব ক্যাচের ক্ষেত্রে বাউন্ডারি দড়ির বাইরে থেকে শূন্যে বলটিকে হাতের তালু দিয়ে ছুঁয়ে বাইরেও ল্যান্ড করা এখন থেকে অবৈধ হবে। তাই এখন থেকে যদি ফিল্ডার বাউন্ডারির বাইরে গিয়ে বলটি স্পর্শ করেন, তাহলে তাঁকে মাঠের ভিতরেই ঝাঁপিয়ে নামতে হবে। তাহলেই সেই ক্যাচকে গণ্য করা হবে। (Photo: X)
advertisement
আইপিএল ২০২৫ মরশুম চলাকালীন পঞ্জাব কিংসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ডেওয়াল্ড ব্রেভিসের নেওয়া দুর্ধর্ষ ক্যাচটি দ্বিতীয় ক্যাটাগরিতে পড়বে। ২০২৬ সালের অক্টোবর মাস থেকে এই নতুন নিয়মটি লাগু হবে। যদিও এটি আগামী সপ্তাহের মধ্যেই আইসিসি-র খেলার অবস্থার মধ্যে প্রতিফলিত হবে। পুরনো নিয়মের আওতায় কেবল সেই সব ক্যাচ ধরা নিষিদ্ধ ছিল, যেখানে খেলোয়াড় বল এবং মাটি উভয়ের সংস্পর্শে থাকে এবং দড়ির বাইরে থাকে। উপরে উল্লিখিত প্রতিবেদন অনুযায়ী, এমসিসি মনে করে যে, এর ফলে কিছু অস্বাভাবিক ধরনের ক্যাচ ধরা হয়, যেটাকে বেশিরভাগ ক্রিকেটপ্রেমীই অন্যায্য বলে করেন। (File Photo)
advertisement
রিপোর্টে উল্লেখ করা হয়েছে MCC নোটের কথা। যেখানে MCC জানিয়েছে যে, MCC একটি শব্দবিন্যাস তৈরি করেছে। যেখানে বাউন্ডারির পুরোপুরি বাইরে Bunny Hop রিমুভ করা হয়েছে। কিন্তু যে ক্যাচের ক্ষেত্রে বাউন্ডারির ভিতরে থেকে ফিল্ডার বলটিকে উপরে ঠেলে দিচ্ছেন আর বাইরে বেরিয়ে যাচ্ছেন, তারপর আবার বলটিকে ধরার জন্য ঝাঁপাচ্ছেন, সেই ক্যাচকে কিন্তু অনুমতি দেওয়া হবে। (File Photo)
advertisement
নতুন ক্যাচিং নিয়মের সঠিক ব্যাখ্যা:19.5.2যে ফিল্ডার মাটির সংস্পর্শে নেই, তাঁকে বাউন্ডারির বাইরে বলেই গণ্য করা হবে, যদি বলের সঙ্গে তাঁর প্রথম স্পর্শের আগেই মাটির সঙ্গে তাঁর চূড়ান্ত স্পর্শ সম্পূর্ণ রূপে বাইন্ডারির মধ্যে না থাকে। এটি যে কোনও ফিল্ডারের ক্ষেত্রেই প্রযোজ্য, যিনি বোলারের বল ছুঁড়ে দেওয়ার পর বল স্পর্শ করেন। সে বলটি আগে অন্য কোনও ফিল্ডার স্পর্শ করে থাকুন কিংবা না-ই থাকুন। (File Photo)
advertisement
19.5.2.1যদি কোনও ফিল্ডারের বলের সঙ্গে প্রথম স্পর্শ ১৯.৫.২ লঙ্ঘন না করে, তাহলে সেই ফিল্ডার বাউন্ডারির বাইরে থেকে লাফিয়ে শূন্যে থাকাকালীন বলকে স্পর্শ করবেন। শূন্যে বলটিকে স্পর্শ করলে বলটি ডেড না হয়ে যাওয়া পর্যন্ত গ্রাউন্ড বা মাটির সঙ্গে ফিল্ডারের স্পর্শ খেলার মাঠের ভিতরেই হতে হবে। ডেলিভারির সময় বাউন্ডারির বাইরে যদি ফিল্ডার গ্রাউন্ড স্পর্শ করেন, সে বলের সংস্পর্শে থাকুন কিংবা না-ই থাকুন, তাহলে বাউন্ডারি স্কোর হয়ে যাবে। (File Photo)
advertisement
19.5.2.2যদি বলটি বাউন্ডারির বাইরে ঝাঁপানো কোনও ফিল্ডারের দ্বারা খেলার মাঠে আবার ফিরে আসে, সেটা অন্য কোনও ফিল্ডারের কাছে অথবা গ্রাউন্ডেই হোক, তাহলে বাইরে ঝাঁপানো ওই ফিল্ডারকে বাউন্ডারির ভিতরেই মাটি স্পর্শ করে নামতে হবে বলটি ডেড না হওয়া পর্যন্ত ভিতরেই থাকতে হবে। নাহলে একটা বাউন্ডারি স্কোর হয়ে যেতে পারে। (File Photo)