নিজের বোনকেই বিয়ে করেছেন বীরেন্দ্র শেহওয়াগ? অনেকেই আসল সত্যিটা জানেন না

Last Updated:
virender sehwag: বোনকে বিয়ে করেছেন বীরু? সত্যিটা জানলে চমকে যাবেন।
1/8
বীারেন্দ্র শেহওয়াগ ও আরতির সুখী দাম্পত্য জীবন। তাঁদের দুই ছেলে রয়েছে। তবে একটা সময় রটে গিয়েছিল, শেহওয়াগ নাকি নিজের তুতো বোনকে বিয়ে করেছেন!
বীারেন্দ্র শেহওয়াগ ও আরতির সুখী দাম্পত্য জীবন। তাঁদের দুই ছেলে রয়েছে। তবে একটা সময় রটে গিয়েছিল, শেহওয়াগ নাকি নিজের তুতো বোনকে বিয়ে করেছেন!
advertisement
2/8
পাকিস্তানের শাহিদ আফ্রিদি বা বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের মতো বীরেন্দ্র শেহওয়াগও কি নিজের তুতো বোনকে বিয়ে করেছেন! এই নিয়ে অনেকের কাছেই ভুল তথ্য রয়েছে।
পাকিস্তানের শাহিদ আফ্রিদি বা বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের মতো বীরেন্দ্র শেহওয়াগও কি নিজের তুতো বোনকে বিয়ে করেছেন! এই নিয়ে অনেকের কাছেই ভুল তথ্য রয়েছে।
advertisement
3/8
শেহওয়াগ ও আরতির প্রথম দেখা হয়েছিল এক আত্মীয়ের বিয়েতে। তখন তাঁরা দুজনেই অনেক ছোট।
শেহওয়াগ ও আরতির প্রথম দেখা হয়েছিল এক আত্মীয়ের বিয়েতে। তখন তাঁরা দুজনেই অনেক ছোট।
advertisement
4/8
আরতির এক আত্মীয়ের বিয়েতে প্রথম দেখা হয়েছিল তাঁদের। তখন শেহওয়াগের বয়স ছিল ৭, আরতির ৫ বছর।
আরতির এক আত্মীয়ের বিয়েতে প্রথম দেখা হয়েছিল তাঁদের। তখন শেহওয়াগের বয়স ছিল ৭, আরতির ৫ বছর।
advertisement
5/8
আন্তর্জাতিক ক্রিকেটে শেহওয়াগের ১৬ হাজারের বেশি রান রয়েছে। আর্যবীর ও ভেদান্ত, দুই ছেলের বাবা তিনি। এখন তাঁকে দেখা যায় ধারাভাষ্যকার হিসেবে।
আন্তর্জাতিক ক্রিকেটে শেহওয়াগের ১৬ হাজারের বেশি রান রয়েছে। আর্যবীর ও ভেদান্ত, দুই ছেলের বাবা তিনি। এখন তাঁকে দেখা যায় ধারাভাষ্যকার হিসেবে।
advertisement
6/8
যাই হোক, আসল কথা হল, শেহওয়াগ কখনওই নিজের তুতো বোনকে বিয়ে করেননি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম ভুল খবরে রটিয়ে দিয়েছিল, বীরু নাকি তাঁর তুতো বোনকে বিয়ে করেছিলেন!
যাই হোক, আসল কথা হল, শেহওয়াগ কখনওই নিজের তুতো বোনকে বিয়ে করেননি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম ভুল খবরে রটিয়ে দিয়েছিল, বীরু নাকি তাঁর তুতো বোনকে বিয়ে করেছিলেন!
advertisement
7/8
রটে যায়, আরতি নাকি শেহওয়াগের দূর সম্পর্কের তুতো বোন। ব্য়াপারটা একেবারেই সত্যি নয়।
রটে যায়, আরতি নাকি শেহওয়াগের দূর সম্পর্কের তুতো বোন। ব্য়াপারটা একেবারেই সত্যি নয়।
advertisement
8/8
শেহওয়াগ ও আরতির সুখের সংসার। তবে বীরু কখনওই এই ব্যাপারে মুখ খোলেননি। তিনি এসব ব্যাপার খুব একটা পাত্তাও দেননি।
শেহওয়াগ ও আরতির সুখের সংসার। তবে বীরু কখনওই এই ব্যাপারে মুখ খোলেননি। তিনি এসব ব্যাপার খুব একটা পাত্তাও দেননি।
advertisement
advertisement
advertisement