একটা সময় ঋষভ পন্থের জন্য ঋদ্ধিকে জাতীয় দলে জায়গা হারাতে হয়েছিল। এমনকী অখ্যাত কে এস ভরতকেও ঋদ্ধির বদলে দলে নেওয়া হয়।
2/ 3
ঋদ্ধিমান সাহা বারবার পারফর্ম করেও ডাক পাচ্ছেন না। কারণ অজানা। সূর্যকুমার যাদব টি২০ ক্রিকেটে পারফর্ম করে বর্ডার-গাভাসকর ট্রফিতে ডাক পেয়েছিলেন। তা হলে ঋদ্ধি আইপিএলে পারফর্ম করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে ডাক পাবেন না কেন!
3/ 3
বিরাট কোহলি ঋদ্ধির ছবি পোস্ট করে লিখলেন- what a player. অর্থাৎ ঋদ্ধিকে তিনি অসাধারণ প্লেয়ার হিসেবেই দেখেন।
ঋদ্ধিমান সাহার ভক্ত বিরাট কোহলি! তিনটি 'দামি' শব্দ লিখে পোস্ট কিং কোহলির
ঋদ্ধিমান সাহা বারবার পারফর্ম করেও ডাক পাচ্ছেন না। কারণ অজানা। সূর্যকুমার যাদব টি২০ ক্রিকেটে পারফর্ম করে বর্ডার-গাভাসকর ট্রফিতে ডাক পেয়েছিলেন। তা হলে ঋদ্ধি আইপিএলে পারফর্ম করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে ডাক পাবেন না কেন!