ঋদ্ধিমান সাহার ভক্ত বিরাট কোহলি! তিনটি 'দামি' শব্দ লিখে পোস্ট কিং কোহলির

Last Updated:
virat kohli on wriddhiman saha: বাংলার ছেলের জন্য খোদ বিরাট কোহলি লিখলেন তিনটি শব্দ।
1/5
২০২১ সালের ডিসেম্বরে তিনি শেষবার ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। তার পর থেকে কার্যত জোর করেই ঋদ্ধিমান সাহাকে দল থেকে বাদ দিয়েছে নির্বাচকরা।
২০২১ সালের ডিসেম্বরে তিনি শেষবার ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। তার পর থেকে কার্যত জোর করেই ঋদ্ধিমান সাহাকে দল থেকে বাদ দিয়েছে নির্বাচকরা।
advertisement
2/5
ঋষভ পন্থ এখন চোটের জন্ বাইরে। তবুও ঋদ্ধির ভাগ্যের শিঁকে ছিড়ছে না। তিনি সেই দলের বাইরেই। যদিও ঋদ্ধির জন্য এবার তিনটি দামি শব্দ লিখলেন বিরাট কোহলি।
ঋষভ পন্থ এখন চোটের জন্ বাইরে। তবুও ঋদ্ধির ভাগ্যের শিঁকে ছিড়ছে না। তিনি সেই দলের বাইরেই। যদিও ঋদ্ধির জন্য এবার তিনটি দামি শব্দ লিখলেন বিরাট কোহলি।
advertisement
3/5
একটা সময় ঋষভ পন্থের জন্য ঋদ্ধিকে জাতীয় দলে জায়গা হারাতে হয়েছিল। এমনকী অখ্যাত কে এস ভরতকেও ঋদ্ধির বদলে দলে নেওয়া হয়।
একটা সময় ঋষভ পন্থের জন্য ঋদ্ধিকে জাতীয় দলে জায়গা হারাতে হয়েছিল। এমনকী অখ্যাত কে এস ভরতকেও ঋদ্ধির বদলে দলে নেওয়া হয়।
advertisement
4/5
ঋদ্ধিমান সাহা বারবার পারফর্ম করেও ডাক পাচ্ছেন না। কারণ অজানা। সূর্যকুমার যাদব টি২০ ক্রিকেটে পারফর্ম করে বর্ডার-গাভাসকর ট্রফিতে ডাক পেয়েছিলেন। তা হলে ঋদ্ধি আইপিএলে পারফর্ম করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে ডাক পাবেন না কেন!
ঋদ্ধিমান সাহা বারবার পারফর্ম করেও ডাক পাচ্ছেন না। কারণ অজানা। সূর্যকুমার যাদব টি২০ ক্রিকেটে পারফর্ম করে বর্ডার-গাভাসকর ট্রফিতে ডাক পেয়েছিলেন। তা হলে ঋদ্ধি আইপিএলে পারফর্ম করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে ডাক পাবেন না কেন!
advertisement
5/5
বিরাট কোহলি ঋদ্ধির ছবি পোস্ট করে লিখলেন- what a player. অর্থাৎ ঋদ্ধিকে তিনি অসাধারণ প্লেয়ার হিসেবেই দেখেন।
বিরাট কোহলি ঋদ্ধির ছবি পোস্ট করে লিখলেন- what a player. অর্থাৎ ঋদ্ধিকে তিনি অসাধারণ প্লেয়ার হিসেবেই দেখেন।
advertisement
advertisement
advertisement