টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৩.৫ ওভারে ৪৩ রান দিয়েছিলেন মহম্মদ শামি। পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে ম্যাচ হারে ভারতীয় দল। সেই হারের পর শামিকে কাঠগড়ায় তুলেছিলেন কিছু উগ্র সমর্থক। যেন সেই ম্যাচ ভারতীয় দল হেরেছিল একা শামির জন্যই। তার জন্য শামিকে দেশদ্রোহী, গদ্দারের মতো শব্দগুলি শুনতে হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ করা হয় শামিকে।