বিরাট কোহলির ৮ বছরের সম্পর্ক ভাঙছে! 'নতুন সম্পর্ক' কার সঙ্গে, ঠিক হয়ে গেল!

Last Updated:
এক দশক ধরে ভারতে পুমার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করেছেন বিরাট কোহলি। তবে এবার সেই সম্পর্ক ভাঙার মুখে বলে জানা যাচ্ছে।
1/6
একটা-দুটো দিন নয়, প্রায় ৮ বছরের সম্পর্ক। পেশাদার সম্পর্ক বটে। তবুও সম্পর্ক তো! আর সেই সম্পর্ক থেকে এবার বেরিয়ে আসতে চলেছেন বিরাট কোহলি। খবর আপাতত তেমনই।
একটা-দুটো দিন নয়, প্রায় ৮ বছরের সম্পর্ক। পেশাদার সম্পর্ক বটে। তবুও সম্পর্ক তো! আর সেই সম্পর্ক থেকে এবার বেরিয়ে আসতে চলেছেন বিরাট কোহলি। খবর আপাতত তেমনই।
advertisement
2/6
বিরাট কোহলির পেশাগত সেই সম্পর্ক ভাঙলে বাণিজ্যিক ও খেলার দুনিয়ায় হইচই পড়বে বটে! প্রায় এক দশক ধরে ভারতে পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন কোহলি। তবে এবার সেই সম্পর্ক ভাঙার মুখে বলে জানা যাচ্ছে।
বিরাট কোহলির পেশাগত সেই সম্পর্ক ভাঙলে বাণিজ্যিক ও খেলার দুনিয়ায় হইচই পড়বে বটে! প্রায় এক দশক ধরে ভারতে পুমার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করেছেন কোহলি। তবে এবার সেই সম্পর্ক ভাঙার মুখে বলে জানা যাচ্ছে।
advertisement
3/6
IPL-এর মাঝেই বিরাট কোহলি এই ব্যাপারে ঘোষণা করে দিতে পারেন বলে খবর। খেলাধুলোর পোশাক, সরঞ্জাম প্রস্তুতকারী অন্য একটি সংস্থায় বিনিয়োগ করতে পারেন কোহলি। পুমার সঙ্গে আর চুক্তিবদ্ধ থাকতে চান না কোহলি।
IPL-এর মাঝেই বিরাট কোহলি এই ব্যাপারে ঘোষণা করে দিতে পারেন বলে খবর। খেলাধুলোর পোশাক, সরঞ্জাম প্রস্তুতকারী অন্য একটি সংস্থায় বিনিয়োগ করতে পারেন কোহলি। পুমার সঙ্গে আর চুক্তিবদ্ধ থাকতে চান না কোহলি।
advertisement
4/6
২০১৭ সালে যে সম্পর্ক শুরু হয়েছিল, তা আর থাকবে না বলেই মনে করা হচ্ছে। পুমা ছেড়ে অ্যাগলিটাসে বিনিয়োগ করতে পারেন কোহলি। সেই বিনিয়োগের বিনিময়ে কোহলির সংস্থার তৈরি লাইফস্টাইল ব্র্যান্ড ওয়ান ৮ (One 8)-এর ব্যবসা বাড়ানো ও দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব পড়েতে পারে অ্যাগলিটাসের কর্তাদের কাঁধে।
২০১৭ সালে যে সম্পর্ক শুরু হয়েছিল, তা আর থাকবে না বলেই মনে করা হচ্ছে। পুমা ছেড়ে অ্যাগলিটাসে বিনিয়োগ করতে পারেন কোহলি। সেই বিনিয়োগের বিনিময়ে কোহলির সংস্থার তৈরি লাইফস্টাইল ব্র্যান্ড ওয়ান ৮ (One 8)-এর ব্যবসা বাড়ানো ও দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব পড়েতে পারে অ্যাগলিটাসের কর্তাদের কাঁধে।
advertisement
5/6
এবার কি তা হলে সত্যি বাঙালির ব্যবসায় টাকা ঢালতে চলেছেন কোহলি! আপাতত খবর তেমনই। আর চলতি আইপিএলের মাঝেই এই নিয়ে বড় ঘোষণা হয়ে যেতে পারে।
এবার কি তা হলে সত্যি বাঙালির ব্যবসায় টাকা ঢালতে চলেছেন কোহলি! আপাতত খবর তেমনই। আর চলতি আইপিএলের মাঝেই এই নিয়ে বড় ঘোষণা হয়ে যেতে পারে।
advertisement
6/6
রাট কোহলির স্ত্রী অনুষ্কার সঙ্গেও এই সংস্থার চুক্তি ছিল। এমনকী কোহলির আইপিএলের দল আরসিবির কিট স্পনসর করেছে তারা। Agilitas sports-এর সঙ্গে শীঘ্রই  চুক্তিবদ্ধ হতে পারেন কোহলি। গত বছর থেকেই এই সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল।
বিরাট কোহলির স্ত্রী অনুষ্কার সঙ্গেও এই সংস্থার চুক্তি ছিল। এমনকী কোহলির আইপিএলের দল আরসিবির কিট স্পনসর করেছে তারা। Agilitas sports-এর সঙ্গে শীঘ্রই চুক্তিবদ্ধ হতে পারেন কোহলি। গত বছর থেকেই এই সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল।
advertisement
advertisement
advertisement