Virat Is Inspiration: ক্লাস এইটের সুবর্ণ এবার খেলবে বাংলার হয়ে, অনুর্ধ্ব ১৪ দলে খেলবে কলকাতার ক্লাব ক্রিকেটে কামাল করা খুদে

Last Updated:
Virat Is Inspiration: বিরাটের আদর্শে অনুপ্রাণিত দুবরাজপুরের সুবর্ণ, অনূর্ধ্ব ১৪ রাজ্য দলে ডাক পেলেন এই খুদে ক্রিকেটার
1/5
দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের অষ্টম শ্রেণির ছাত্র সুবর্ণ দে এর হাত ধরে বীরভূমের মুকুটে নতুন পালক যুক্ত হল। স্কুল ক্রিকেটের অনূর্ধ্ব ১৪ রাজ্য দলে সুযোগ পেয়েছে এই কিশোর প্রতিভা। আগামী ১৯ ডিসেম্বর থেকে রাজস্থানের শিকারে শুরু হতে চলেছে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। বাংলার হয়ে সেখানে মাঠে নামবে সুবর্ণ। তার এই সাফল্যে গর্বিত স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে গোটা জেলার ক্রীড়ামহল। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের অষ্টম শ্রেণির ছাত্র সুবর্ণ দে এর হাত ধরে বীরভূমের মুকুটে নতুন পালক যুক্ত হল। স্কুল ক্রিকেটের অনূর্ধ্ব ১৪ রাজ্য দলে সুযোগ পেয়েছে এই কিশোর প্রতিভা। আগামী ১৯ ডিসেম্বর থেকে রাজস্থানের শিকারে শুরু হতে চলেছে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। বাংলার হয়ে সেখানে মাঠে নামবে সুবর্ণ। তার এই সাফল্যে গর্বিত স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে গোটা জেলার ক্রীড়ামহল।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
2/5
সুবর্ণর এই সুযোগ পাওয়ার পথ প্রশস্ত হয়েছে আসানসোলে আয়োজিত আন্তঃজেলা স্কুল ক্রিকেটের মাধ্যমে। গত ১৬ ডিসেম্বর সেখানে অসামান্য ক্রীড়াশৈলী প্রদর্শন করে সে। আমোদপুর জয়দুর্গা হাই স্কুলের শিক্ষক তথা নির্বাচক চন্দন ঘোষ সুবর্ণর এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, জেলার ছেলের এই সাফল্যে তাঁরা আনন্দিত। রাজ্য দল নিয়ে চন্দনবাবু নিজেই রাজস্থান যাচ্ছেন, সঙ্গে ম্যানেজার হিসেবে থাকছেন পূর্ব বর্ধমানের শিক্ষক সুরজিৎ চট্টোপাধ্যায়।
সুবর্ণর এই সুযোগ পাওয়ার পথ প্রশস্ত হয়েছে আসানসোলে আয়োজিত আন্তঃজেলা স্কুল ক্রিকেটের মাধ্যমে। গত ১৬ ডিসেম্বর সেখানে অসামান্য ক্রীড়াশৈলী প্রদর্শন করে সে। আমোদপুর জয়দুর্গা হাই স্কুলের শিক্ষক তথা নির্বাচক চন্দন ঘোষ সুবর্ণর এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, জেলার ছেলের এই সাফল্যে তাঁরা আনন্দিত। রাজ্য দল নিয়ে চন্দনবাবু নিজেই রাজস্থান যাচ্ছেন, সঙ্গে ম্যানেজার হিসেবে থাকছেন পূর্ব বর্ধমানের শিক্ষক সুরজিৎ চট্টোপাধ্যায়।
advertisement
3/5
মাত্র ১২ বছর বয়সেই সুবর্ণ নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিল কলকাতার ক্লাব ক্রিকেটে। ২০২৪ সালে কলকাতার একটি ক্লাবে যোগ দিয়ে অভিষেক ম্যাচেই শতরান করার রেকর্ড গড়ে সে। শুধু তাই নয়, গত বছর অনূর্ধ্ব ১৩ একদিনের ক্রিকেট প্রতিযোগিতায় মোহনবাগান ক্লাব যখন চ্যাম্পিয়ন হয়, সেই জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সুবর্ণর। ধারাবাহিকভাবে নজরকাড়া পারফরম্যান্সই তাকে আজ রাজ্য দলের দরজা খুলে দিয়েছে।
মাত্র ১২ বছর বয়সেই সুবর্ণ নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিল কলকাতার ক্লাব ক্রিকেটে। ২০২৪ সালে কলকাতার একটি ক্লাবে যোগ দিয়ে অভিষেক ম্যাচেই শতরান করার রেকর্ড গড়ে সে। শুধু তাই নয়, গত বছর অনূর্ধ্ব ১৩ একদিনের ক্রিকেট প্রতিযোগিতায় মোহনবাগান ক্লাব যখন চ্যাম্পিয়ন হয়, সেই জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সুবর্ণর। ধারাবাহিকভাবে নজরকাড়া পারফরম্যান্সই তাকে আজ রাজ্য দলের দরজা খুলে দিয়েছে।
advertisement
4/5
সুবর্ণর ক্রিকেট জীবনের আদর্শ ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। বিরাটের মতোই বড় মঞ্চে পারফর্ম করার স্বপ্ন দেখে সে। এই স্বপ্নের নেপথ্যে বড় কারিগর তার বাবা নারায়ণ দে। প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে পেশায় ব্যবসায়ী নারায়ণবাবু ছেলের ক্রিকেটের পেছনে হাড়ভাঙা খাটুনি খাটছেন। স্কুলে ভর্তি হওয়ার আগে থেকেই সুবর্ণর হাতে ব্যাট তুলে দিয়েছিলেন তিনি। বাবার তত্ত্বাবধানে নিয়মিত কঠোর অনুশীলনই সুবর্ণকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে।
সুবর্ণর ক্রিকেট জীবনের আদর্শ ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। বিরাটের মতোই বড় মঞ্চে পারফর্ম করার স্বপ্ন দেখে সে। এই স্বপ্নের নেপথ্যে বড় কারিগর তার বাবা নারায়ণ দে। প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে পেশায় ব্যবসায়ী নারায়ণবাবু ছেলের ক্রিকেটের পেছনে হাড়ভাঙা খাটুনি খাটছেন। স্কুলে ভর্তি হওয়ার আগে থেকেই সুবর্ণর হাতে ব্যাট তুলে দিয়েছিলেন তিনি। বাবার তত্ত্বাবধানে নিয়মিত কঠোর অনুশীলনই সুবর্ণকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে।
advertisement
5/5
সুবর্ণর সাফল্যে এখন খুশির জোয়ার তার শহর দুবরাজপুরে। ঘরের ছেলে রাজস্থানে জাতীয় স্তরের প্রতিযোগিতায় কেমন খেলে, সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। নারায়ণবাবুর মতে, ধারাবাহিক অনুশীলনের কোন বিকল্প নেই এবং সেই জেদই সুবর্ণকে আগামী দিনে আরও বড় মঞ্চে পৌঁছে দেবে। বীরভূমের ছোট শহর থেকে বিরাটের ভক্ত এই কিশোর এখন বড় আকাশ ছোঁয়ার প্রস্তুতিতে ব্যস্ত। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
সুবর্ণর সাফল্যে এখন খুশির জোয়ার তার শহর দুবরাজপুরে। ঘরের ছেলে রাজস্থানে জাতীয় স্তরের প্রতিযোগিতায় কেমন খেলে, সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। নারায়ণবাবুর মতে, ধারাবাহিক অনুশীলনের কোন বিকল্প নেই এবং সেই জেদই সুবর্ণকে আগামী দিনে আরও বড় মঞ্চে পৌঁছে দেবে। বীরভূমের ছোট শহর থেকে বিরাটের ভক্ত এই কিশোর এখন বড় আকাশ ছোঁয়ার প্রস্তুতিতে ব্যস্ত।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
advertisement
advertisement