Football | Black and White | Viral: ফুটবলের রঙ কেন সাদা-কালো হয়? জানেন! প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন না অনেকেই

Last Updated:
পেলে থেকে শুরু করে মারাদোনা৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে শুরু করে মেসি৷ বিশ্বের এমন অনেক বিখ্যাত ফুটবলার রয়েছেন, যাঁদের ভক্তরা শুধু তাঁদের দেশেই নয়, ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে।
1/10
পেলে থেকে শুরু করে মারাদোনা৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে শুরু করে মেসি৷ বিশ্বের এমন অনেক বিখ্যাত ফুটবলার রয়েছেন, যাঁদের ভক্তরা শুধু তাঁদের দেশেই নয়, ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে।
পেলে থেকে শুরু করে মারাদোনা৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে শুরু করে মেসি৷ বিশ্বের এমন অনেক বিখ্যাত ফুটবলার রয়েছেন, যাঁদের ভক্তরা শুধু তাঁদের দেশেই নয়, ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে।
advertisement
2/10
প্রিয় ফুটবলারের নাম সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেতে পারে, কিন্তু, ফুটবলের আভিজাত্য, তার আবেদন কিন্তু চিরন্তন।
প্রিয় ফুটবলারের নাম সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেতে পারে, কিন্তু, ফুটবলের আভিজাত্য, তার আবেদন কিন্তু চিরন্তন।
advertisement
3/10
একটা সময় ছিল যখন ফুটবল শুধুমাত্র কালো এবং সাদা রঙের ছিল। এখন যদিও তার চেহারা অনেকটাই বদলে গেছে। কিন্তু, কেন শুধু সাদা ও কালো রঙেরই হত ফুটবল? সেটা কি কখনও ভেবে দেখেছেন?
একটা সময় ছিল যখন ফুটবল শুধুমাত্র কালো এবং সাদা রঙের ছিল। এখন যদিও তার চেহারা অনেকটাই বদলে গেছে। কিন্তু, কেন শুধু সাদা ও কালো রঙেরই হত ফুটবল? সেটা কি কখনও ভেবে দেখেছেন?
advertisement
4/10
বর্তমানে ফুটবল শুধুমাত্র একটা খেলা না নয়, একটা একটা টুর্নামেন্ট যেন একটা ইভেন্ট৷ ভারতের প্রত্যন্ত গ্রামে বসেও কোনও তরুণ আর্জেন্টিনা বা পর্তুগালের জন্য পাগল হয়ে ওঠে।
বর্তমানে ফুটবল শুধুমাত্র একটা খেলা না নয়, একটা একটা টুর্নামেন্ট যেন একটা ইভেন্ট৷ ভারতের প্রত্যন্ত গ্রামে বসেও কোনও তরুণ আর্জেন্টিনা বা পর্তুগালের জন্য পাগল হয়ে ওঠে।
advertisement
5/10
জানেন কী, এই ভক্তদের কথা ভেবেই একসময় ফুটবলের রঙ নির্ধারণ করা হয়েছিল৷ আগে ফুটবল হত বাদামি রঙের৷ ফুটবল চামড়া দিয়ে তৈরি হতো বলেই এর রঙ-ও হতো সাধারণ চামড়ার রঙের মতো।
জানেন কী, এই ভক্তদের কথা ভেবেই একসময় ফুটবলের রঙ নির্ধারণ করা হয়েছিল৷ আগে ফুটবল হত বাদামি রঙের৷ ফুটবল চামড়া দিয়ে তৈরি হতো বলেই এর রঙ-ও হতো সাধারণ চামড়ার রঙের মতো।
advertisement
6/10
১৯৬৬ বিশ্বকাপ পর্যন্ত ফুটবল এমনই বলে খেলা হত৷ কিন্তু তারপর ধীরে ধীরে ফুটবল ম্যাচগুলো টিভিতে প্রচার হতে থাকে। যখন ফুটবল ম্যাচ টেলিকাস্ট করা শুরু হয়, তখন থেকেই ফুটবলের রঙ নিয়ে ভাবনাচিন্তা শুরু হয় ওয়াকিবহাল মহলে।
১৯৬৬ বিশ্বকাপ পর্যন্ত ফুটবল এমনই বলে খেলা হত৷ কিন্তু তারপর ধীরে ধীরে ফুটবল ম্যাচগুলো টিভিতে প্রচার হতে থাকে। যখন ফুটবল ম্যাচ টেলিকাস্ট করা শুরু হয়, তখন থেকেই ফুটবলের রঙ নিয়ে ভাবনাচিন্তা শুরু হয় ওয়াকিবহাল মহলে।
advertisement
7/10
টেলিভিশনের পর্দায় চামড়ার বাদামি রঙের ফুটবল খুব বেশি আকর্ষণীয় ছিল না৷ কারণ, তখন টেলিভিশনের পর্দা ছিল সাদা-কালো৷ তাই বাদামি রঙের বল দেখাত ধূসর৷ ফলে টিভির স্ক্রিনে কোথায় ফুটবল রয়েছে তা বুঝতেই বেশ বেগ পেতে হত দর্শকদের৷
টেলিভিশনের পর্দায় চামড়ার বাদামি রঙের ফুটবল খুব বেশি আকর্ষণীয় ছিল না৷ কারণ, তখন টেলিভিশনের পর্দা ছিল সাদা-কালো৷ তাই বাদামি রঙের বল দেখাত ধূসর৷ ফলে টিভির স্ক্রিনে কোথায় ফুটবল রয়েছে তা বুঝতেই বেশ বেগ পেতে হত দর্শকদের৷
advertisement
8/10
এই সমস্যা দূর করার জন্যই ফুটবলের রঙ বাদামি থেকে সাদা-কালো করা হয়।
এই সমস্যা দূর করার জন্যই ফুটবলের রঙ বাদামি থেকে সাদা-কালো করা হয়।
advertisement
9/10
১৯৭০ সালে, অ্যাডিডাস কোম্পানি এই সমস্যার সমাধান করে। সেই সংস্থা টেলস্টার (টেলিভিশন স্টার) নামে একটি বল তৈরি করে, যার রঙ ছিল কালো এবং সাদা।
১৯৭০ সালে, অ্যাডিডাস কোম্পানি এই সমস্যার সমাধান করে। সেই সংস্থা টেলস্টার (টেলিভিশন স্টার) নামে একটি বল তৈরি করে, যার রঙ ছিল কালো এবং সাদা।
advertisement
10/10
এটি প্রথম ১৯৭০ বিশ্বকাপে ব্যবহার করা হয়। সাদা ব্যাকগ্রাউন্ডে কালো রঙ থাকায় বলের স্পিন টেলিভিশন স্ক্রিনে সহজেই বুঝতে পারত মানুষ। বলের নকশাও ছিল বিশেষ। কালো রঙের পেন্টাগন (৫ পার্শ্বযুক্ত) সাদা রঙের ষড়ভুজ (৬ পার্শ্বযুক্ত) উপর তৈরি করা হয়েছিল বলটি। যদিও এই ডিজাইনে এখন অনেক পরিবর্তন এসেছে।
এটি প্রথম ১৯৭০ বিশ্বকাপে ব্যবহার করা হয়। সাদা ব্যাকগ্রাউন্ডে কালো রঙ থাকায় বলের স্পিন টেলিভিশন স্ক্রিনে সহজেই বুঝতে পারত মানুষ। বলের নকশাও ছিল বিশেষ। কালো রঙের পেন্টাগন (৫ পার্শ্বযুক্ত) সাদা রঙের ষড়ভুজ (৬ পার্শ্বযুক্ত) উপর তৈরি করা হয়েছিল বলটি। যদিও এই ডিজাইনে এখন অনেক পরিবর্তন এসেছে।
advertisement
advertisement
advertisement