Viral: চূড়ান্ত হট ভিডিও শেয়ার! দেখলে লজ্জা পাবে যে কেউ, এবার বিশ্বকাপের গার্লফ্রেন্ডকে 'শাস্তি' দিল ইনস্টা

Last Updated:
Viral: সোশ্যাল মিডিয়াতেও ঘনঘন নিজের চূডান্ত হট ছবি ওরিলস শেয়ার করেন ইভানা। এবার তার একটি ছোট ভিডিওকে কেন্দ্র করেই সংবাদ শিরোনামে চলে এসেছেন ক্রোট সুন্দরী। এবার তাকে সতর্ক করল ইনস্টা।
1/8
গতবছর নামমাত্র পোশাকে গোটা কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে উষ্ণতার ঝড় তুলেছিলেন প্রাক্তন মিস ক্রোয়েশিয়া ও লুকা মদ্রিচদের দলের লাকি চার্ম ইভানা নোল।
গতবছর নামমাত্র পোশাকে গোটা কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে উষ্ণতার ঝড় তুলেছিলেন প্রাক্তন মিস ক্রোয়েশিয়া ও লুকা মদ্রিচদের দলের লাকি চার্ম ইভানা নোল।
2/8
কাতারের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠের বাইরেও ধরা দিয়েছিলেন সুপার হট অবতারে। ছোট পোশাকে ক্লিভেজকে রীতিমত কথা বলিয়েছেন ক্রোট মডেল।
কাতারের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠের বাইরেও ধরা দিয়েছিলেন সুপার হট অবতারে। ছোট পোশাকে ক্লিভেজকে রীতিমত কথা বলিয়েছেন ক্রোট মডেল।
3/8
বিশ্বকাপে বিভিন্ন ম্যাচে তাঁকে সামনে পেলে ছবি তোলার লাইন লেগেছে। কাতারে রীতিমত নিজের আলাদা ফ্যানবেস তৈরি করেছিলেন ইভানা নোল।
বিশ্বকাপে বিভিন্ন ম্যাচে তাঁকে সামনে পেলে ছবি তোলার লাইন লেগেছে। কাতারে রীতিমত নিজের আলাদা ফ্যানবেস তৈরি করেছিলেন ইভানা নোল।
4/8
তাঁর নাম হয়ে গিয়েছিল 'ওয়ার্ল্ড কাপ'স সেক্সিয়েস্ট ফ্যান'। ইভানাকে ভালোবেসে ফ্যানরা নাম দিয়েছেন 'বিশ্বকাপের গার্লফ্রেন্ড'। বিশ্বকাপের পর ইভানার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে।
তাঁর নাম হয়ে গিয়েছিল 'ওয়ার্ল্ড কাপ'স সেক্সিয়েস্ট ফ্যান'। ইভানাকে ভালোবেসে ফ্যানরা নাম দিয়েছেন 'বিশ্বকাপের গার্লফ্রেন্ড'। বিশ্বকাপের পর ইভানার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে।
5/8
সোশ্যাল মিডিয়াতেও ঘনঘন নিজের চূডান্ত হট ছবি ও রিলস শেয়ার করেন ইভানা। এবার তার একটি ছোট ভিডিওকে কেন্দ্র করেই সংবাদ শিরোনামে চলে এসেছেন ক্রোট সুন্দরী।
সোশ্যাল মিডিয়াতেও ঘনঘন নিজের চূডান্ত হট ছবি ও রিলস শেয়ার করেন ইভানা। এবার তার একটি ছোট ভিডিওকে কেন্দ্র করেই সংবাদ শিরোনামে চলে এসেছেন ক্রোট সুন্দরী।
6/8
সম্প্রতি ইভানা বিকিনিতে এমন এক ভিডিয়ো শ্যুট করিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। ওই ভিডিও চূড়ান্ত হট ছিল। যার জন্য ইনস্টাও তাঁকে সতর্ক করেছে ও ভিডিও ব্লক করেছে।
সম্প্রতি ইভানা বিকিনিতে এমন এক ভিডিয়ো শ্যুট করিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। ওই ভিডিও চূড়ান্ত হট ছিল। যার জন্য ইনস্টাও তাঁকে সতর্ক করেছে ও ভিডিও ব্লক করেছে।
7/8
যদিও ইভানা এইসব নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন। উল্টে বিষয়টি নিয়ে মজা করে লিখেছেন যে, তিনি ইনস্টার জন্য 'টু হট'! তাই সামলাতে পারেনি এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট।
যদিও ইভানা এইসব নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন। উল্টে বিষয়টি নিয়ে মজা করে লিখেছেন যে, তিনি ইনস্টার জন্য 'টু হট'! তাই সামলাতে পারেনি এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট।
8/8
মজা করলেও মনে করা হচ্ছে এরপর থেকে ইভানা একটু হলেও নিজের কনটেন্ট নিয়ে সতর্ক হবেন। কারণ মাত্রাতিরিক্ত উষ্ণতা ছড়ালে এরপর ইনস্টাগ্রাম তাকে ব্যানও করতে পারে। যা তিনি চাইবেন না।
মজা করলেও মনে করা হচ্ছে এরপর থেকে ইভানা একটু হলেও নিজের কনটেন্ট নিয়ে সতর্ক হবেন। কারণ মাত্রাতিরিক্ত উষ্ণতা ছড়ালে এরপর ইনস্টাগ্রাম তাকে ব্যানও করতে পারে। যা তিনি চাইবেন না।