Viral News: শাশুড়ি-বউ-এর ঝগড়া! কী 'বলিদান' দিতে হয়েছিল সেহওয়াগকে? এই কাহিনি কেউ জানে না
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Viral News: বীরেন্দ্র সেহওয়াগের কেরিয়ারে এমন একটি রহস্য রয়েছে যা অবসরের এত বছর পরও এখনও অজানা অনেকের কাছে। সেই বিষয়টি হল প্রাক্তন তারকা ব্যাটারের জার্সিতে কোনও নাম্বার কেন থাকত না?
advertisement
advertisement
ক্রিকেটাররা প্রায়ই তাদের জার্সি নম্বর দ্বারা পরিচিত হন। জার্সি নম্বর কত হবে এক্ষেত্রে সম্পূর্ণ তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। অনেক খেলোয়াড় জার্সি নাম্বার বেছে নেওয়ার ক্ষেত্রে কুসংস্কারও মেনে চলেন। আবার কেউ কেউ বিশেষ সংখ্যাকে ‘লাকি’ মনে করে জার্সি নম্বর পরেন এবং পরবর্তীতে বিখ্যাত হলে সেটাকেই তারা সাফল্য হিসেবে ধরে নেন।
advertisement
advertisement
advertisement
advertisement
এছাড়া সেহওয়াগ না বললেও আরও একটি বিষয় শোনা যায়, কেরিয়ারের প্রথম দিকে সেহওয়াগ ৪৪ নম্বর জার্সি পরে খেলেন। কিন্তু এই নম্বরটি তাঁর ভাগ্য সাথ দেয়নি। জ্যোতিষীর পরামর্শে; সেহওয়াগ ৪৬ নম্বর জার্সি পরা শুরু করেছিলেন। কিন্তু যখন এই নম্বরটিও তার জন্য লাকি প্রমাণিত হয়নি তখন তিনি কোনও জার্সি নম্বর ছাড়াই খেলতে শুরু করেছিলেন।
advertisement