Sara Tendulkar: শৃঙ্গার রসে মজে সারা, শাড়ি-গয়না লাস্যময়ীকে দেখেই কি শুভমানের শতরান! তোলপাড় নেট, রইল ফটো

Last Updated:
Sara Tendulkar: শৃঙ্গার রসে মজে সারা, নিজের হাতে ঢেকে দিলেন ক্যামেরার লেন্স, নেটিজেনদের প্রশ্ন শুভমান কোথায়
1/12
Sara Tendulkar: সারা তেন্ডুলকার বললেই সকলের মনে হয় সৌন্দর্য্যের দেবী নিজে ক্যামেরার সামনে ধরা দিলেন৷ তবে এবার যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় এসেছে তাতে তোলপাড় নেট দুনিয়া৷ সবাই খুঁজছেন শুভমানকে৷  পিঙ্ক শাড়িতে ঝলমল করছেন   শুভমান গিলের সঙ্গে সম্ভাব্য বান্ধবী৷  সারা তেন্ডুলকরের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার লক্ষ, লক্ষ৷ এমনকি বলিউডের অনেক হিরোইনেরও যত বেশি ফলোয়ার নেই, তার চেয়েও ফলোয়ার রয়েছে সারার৷
Sara Tendulkar: সারা তেন্ডুলকার বললেই সকলের মনে হয় সৌন্দর্য্যের দেবী নিজে ক্যামেরার সামনে ধরা দিলেন৷ তবে এবার যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় এসেছে তাতে তোলপাড় নেট দুনিয়া৷ সবাই খুঁজছেন শুভমানকে৷  পিঙ্ক শাড়িতে ঝলমল করছেন   শুভমান গিলের সঙ্গে সম্ভাব্য বান্ধবী৷  সারা তেন্ডুলকরের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার লক্ষ, লক্ষ৷ এমনকি বলিউডের অনেক হিরোইনেরও যত বেশি ফলোয়ার নেই, তার চেয়েও ফলোয়ার রয়েছে সারার৷
advertisement
2/12
সচিন তেন্ডুলকরের মেয়ে সারা, শুভমানের সঙ্গে প্রেমে রয়েছেন এমনই জল্পনা নানা মহলে৷  তাঁর ফ্যাশন সেন্স  নিয়ে সব সময়ে কথা হয়৷ কারণ অত্যন্ত এলিগেন্ট তাঁর সাজ পোশাক৷ মাখন সাদা ত্বকের সারা নিজের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেল দিয়ে এই ভিডিও দেওয়ার পরেই লক্ষ লক্ষ ভিউ আসছে৷
সচিন তেন্ডুলকরের মেয়ে সারা, শুভমানের সঙ্গে প্রেমে রয়েছেন এমনই জল্পনা নানা মহলে৷  তাঁর ফ্যাশন সেন্স  নিয়ে সব সময়ে কথা হয়৷ কারণ অত্যন্ত এলিগেন্ট তাঁর সাজ পোশাক৷ মাখন সাদা ত্বকের সারা নিজের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেল দিয়ে এই ভিডিও দেওয়ার পরেই লক্ষ লক্ষ ভিউ আসছে৷
advertisement
3/12
বলিউডের কোনো ছবিতে কাজ করেননি, তবুও সারার জনপ্রিয়তা অন্য কোনো অভিনেত্রীর চেয়ে কম নয়। ইনস্টাগ্রামে শাড়িতে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।
বলিউডের কোনো ছবিতে কাজ করেননি, তবুও সারার জনপ্রিয়তা অন্য কোনো অভিনেত্রীর চেয়ে কম নয়। ইনস্টাগ্রামে শাড়িতে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।
advertisement
4/12
মাস্টার ব্লাস্টার ক্রিকেটার সচিন তেন্ডুলকরের মেয়ে সবসময়ই খবরে থাকেন। বলিউড অভিনেত্রী না হলেও তার সৌন্দর্যে মুগ্ধ  ফ্যানরা৷ 
মাস্টার ব্লাস্টার ক্রিকেটার সচিন তেন্ডুলকরের মেয়ে সবসময়ই খবরে থাকেন। বলিউড অভিনেত্রী না হলেও তার সৌন্দর্যে মুগ্ধ  ফ্যানরা৷ 
advertisement
5/12
সারা তেন্ডুলকর একটি গোলাপি শাড়ি পরে ফটোশ্যুট করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তাঁর শাড়ি পরার নানা ফটো ফ্যানরা স্টিল করে মনের মণিকোঠায় রেখে দিচ্ছেন৷ সারা একটি গোলাপী শাড়িতে উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে।
সারা তেন্ডুলকর একটি গোলাপি শাড়ি পরে ফটোশ্যুট করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তাঁর শাড়ি পরার নানা ফটো ফ্যানরা স্টিল করে মনের মণিকোঠায় রেখে দিচ্ছেন৷ সারা একটি গোলাপী শাড়িতে উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে।
advertisement
6/12
সোশ্যাল মিডিয়ায় সারার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে। সারা প্রায়ই ছবি এবং ভিডিও শেয়ার করেন। এখন যে ভক্তরা শাড়িতে সারার ভিডিও দেখেছেন তারাও উচ্ছ্বসিত।
সোশ্যাল মিডিয়ায় সারার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে। সারা প্রায়ই ছবি এবং ভিডিও শেয়ার করেন। এখন যে ভক্তরা শাড়িতে সারার ভিডিও দেখেছেন তারাও উচ্ছ্বসিত।
advertisement
7/12
সারা, ক্রিকেটার শুভমান গিলকে ডেট করছেন এমন খবরও ভাইরাল হচ্ছে। সারা-শুভমানকে বিভিন্ন জায়গায়   প্রায়ই একসঙ্গে দেখা যায় বলেও খবর থাকে৷
সারা, ক্রিকেটার শুভমান গিলকে ডেট করছেন এমন খবরও ভাইরাল হচ্ছে। সারা-শুভমানকে বিভিন্ন জায়গায়   প্রায়ই একসঙ্গে দেখা যায় বলেও খবর থাকে৷
advertisement
8/12
সারার এই সৌন্দর্য্যে ভরা ছবি লাইক ও কমেন্ট ভরে গেছে৷ তবে নেটিজেনদের একটা অংশের মত সারা তো শাড়ি পরে ফটোশ্যুট করছেন তাহলে শুভমান কী করছেন! কেউ কেউ কমেন্ট করেছেন  'বলিউড অভিনেত্রীদের চেয়েও সুন্দর', কেউ কমেন্ট করছেন  'ন্যাশানাল ক্রাশ'৷
সারার এই সৌন্দর্য্যে ভরা ছবি লাইক ও কমেন্ট ভরে গেছে৷ তবে নেটিজেনদের একটা অংশের মত সারা তো শাড়ি পরে ফটোশ্যুট করছেন তাহলে শুভমান কী করছেন! কেউ কেউ কমেন্ট করেছেন  'বলিউড অভিনেত্রীদের চেয়েও সুন্দর', কেউ কমেন্ট করছেন  'ন্যাশানাল ক্রাশ'৷
advertisement
9/12
কেউ কেউ মন্তব্য করেছেন  সারাকে এরকম অপূর্বভাবে শাড়ি পরতে দেখেই শুভমান গিল সেঞ্চুরি করেছেন। এবং একদম সঠিক কাজ করেছেন শুভমান৷
কেউ কেউ মন্তব্য করেছেন  সারাকে এরকম অপূর্বভাবে শাড়ি পরতে দেখেই শুভমান গিল সেঞ্চুরি করেছেন। এবং একদম সঠিক কাজ করেছেন শুভমান৷
advertisement
10/12
সারা তেন্ডুলকর তাঁর মায়ের পথেই  গেছেন। সচিনের পথ মেনে ছেলে অর্জুন তেন্ডুলকর ক্রিকেট খেলেছেন, আর সারা তেন্ডুলকর  বিদেশে গিয়েই পড়াশুনা করছে। সারা তাঁর পিতা-মাতাকে দারুণ গর্বিত করেছেন৷ তিনি বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছেন৷
সারা তেন্ডুলকর তাঁর মায়ের পথেই  গেছেন। সচিনের পথ মেনে ছেলে অর্জুন তেন্ডুলকর ক্রিকেট খেলেছেন, আর সারা তেন্ডুলকর  বিদেশে গিয়েই পড়াশুনা করছে। সারা তাঁর পিতা-মাতাকে দারুণ গর্বিত করেছেন৷ তিনি বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছেন৷
advertisement
11/12
তিনি সিনেমা জগতে এখনও পা রাখেননি। তিনি খেলার দুনিয়াতেও নেই৷  সারাকে ঘিরে সবসময়েই সোশ্যাল মিডিয়ায় নজর থাকে৷  সারার জনপ্রিয়তা আকাশ ছোঁওয়া। তিনি  ক্যালিফোর্নিয়ায় পোস্ট গ্র্যাজুয়েশন করছেন।
তিনি সিনেমা জগতে এখনও পা রাখেননি। তিনি খেলার দুনিয়াতেও নেই৷  সারাকে ঘিরে সবসময়েই সোশ্যাল মিডিয়ায় নজর থাকে৷  সারার জনপ্রিয়তা আকাশ ছোঁওয়া। তিনি  ক্যালিফোর্নিয়ায় পোস্ট গ্র্যাজুয়েশন করছেন।
advertisement
12/12
সচিনের স্ত্রী অঞ্জলি পেশায় একজন চিকিৎসক। একজন ভাল শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন৷
সচিনের স্ত্রী অঞ্জলি পেশায় একজন চিকিৎসক। একজন ভাল শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন৷
advertisement
advertisement
advertisement