Vaibhav Suryavanshi's Attitude: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিজেদের ‘জাত’ বোঝাল ভারত, বাংলাদেশের চোখরাঙানিকে আঙুল দেখিয়ে নিচে নামিয়ে দিলেন বৈভব
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs Ban:
কলকাতা: ভারত ও বাংলাদেশ উত্তেজনার পরিস্থিতির মধ্যে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশকে বডি ল্যাঙ্গোয়েজের খেলায় চাপে রাখল ভারত৷ টসের সময় ভারতীয় অধিনায়ক আয়ুষ মাত্রে বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিমের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন৷ এরপরেও ভারতের ব্যাটিংয়ের সময় একজন বাংলাদেশি খেলোয়াড় বৈভব সূর্যবংশীর মুখোমুখি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে, বৈভব পিছু হটেননি তর্ক করতে উদ্যত হওয়া জাওয়াদ আবরারকে উপযুক্ত জবাব দেন।
advertisement
বৈভব আবরারের অহঙ্কারকে একেবারে বুঝিয়ে দিলেনভারতীয় দল প্রথমে ব্যাট করতে নামে। ভারতের শুরুটা ভালো হয়নি, মাত্র ১২ রান বাকি থাকতে দুটি উইকেট হারিয়ে। তবে, বৈভব সূর্যবংশী এই ম্যাচে ভালো ফর্মে ছিলেন, তার স্বাভাবিক আক্রমণাত্মক স্টাইলে চার ও ছক্কা মেরেছিলেন। বৈভবের বিস্ফোরক ব্যাটিং দেখে বাংলাদেশি খেলোয়াড়রা বিরক্ত হয়ে ওঠে এবং ভারতীয় তারকার মুখোমুখি হওয়ার চেষ্টা করে। এদিকে, বাংলাদেশের টপ-অর্ডার ব্যাটসম্যান জাওয়াদ আবরার এবং বৈভব সূর্যবংশীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। জাওয়াদ বৈভব সূর্যবংশীকে কিছু বলেছিলেন, যার পরে বৈভব বাংলাদেশি ক্রিকেটারের দিকে আঙুল তুলে তাকে তিরস্কার করেছিলেন। দুজনের মধ্যে এই কথোপকথনের একটি ছবি ভাইরাল হচ্ছে।
advertisement
আয়ুষ মাত্রে করমর্দন করেননি।ভারত তাদের উদ্বোধনী ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছিল, যখন বাংলাদেশ এই বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলছিল। বাংলাদেশ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এই ম্যাচ চলাকালীন, আয়ুশ বাংলাদেশি অধিনায়কের সাথে করমর্দন করা থেকে বিরত থাকেন। টসে আয়ুষের মনোভাব হজম করতে না পেরে বাংলাদেশি খেলোয়াড়রা ম্যাচ চলাকালীন আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করে। বাংলাদেশিরা শুরুতেই ভারতকে ধাক্কা দেয়। তৃতীয় ওভারে ৬ রান করে আউট হন আয়ুষ মাহাট্রে। এরপর বেদান্ত ত্রিবেদী কোন রান না করেই আউট হন। টানা দুটি উইকেটের পর বাংলাদেশি খেলোয়াড়রা ভারতীয় খেলোয়াড়দের উত্যক্ত করতে শুরু করে। এরপর দায়িত্ব নেন বৈভব সূর্যবংশী।
advertisement
উল্লেখ্য, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় ভারতে ক্ষোভ রয়েছে। এই কারণেই বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানায়। তাছাড়া, বাংলাদেশে আইপিএল ম্যাচ সম্প্রচারও নিষিদ্ধ করা হয়।
advertisement








