Vaibhav Suryavanshi: বৈভবের ভয়ে কাঁপছে বাংলাদেশ! আজ কখন-কোথায় দেখবেন মেগা সেমিফাইনাল? রইল আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vaibhav Suryavanshi: এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫–এর গুরুত্বপূর্ণ সেমিফাইনালে শুক্রবার মুখোমুখি হবে ইন্ডিয়া ‘এ’ এবং বাংলাদেশ ‘এ’। শুক্রবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটিকে ঘিরে দুই দলের মধ্যেই উত্তেজনা তুঙ্গে।
এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫–এর গুরুত্বপূর্ণ সেমিফাইনালে শুক্রবার মুখোমুখি হবে ইন্ডিয়া ‘এ’ এবং বাংলাদেশ ‘এ’। শুক্রবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটিকে ঘিরে দুই দলের মধ্যেই উত্তেজনা তুঙ্গে। দুপুর ৩টে থেকে শুরু হওয়া এই লড়াই যে টুর্নামেন্টের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। গ্রুপ পর্বে নিজেদের ব্যাটিং নিয়ে যে সমস্যায় পড়েছিল ভারতীয় দল, এই ম্যাচে সেই ঘাটতি কাটিয়ে ওঠাই এখন তাদের প্রধান লক্ষ্য।
advertisement
ইন্ডিয়া ‘এ’-র ব্যাটিং বিভাগে এখন পর্যন্ত সবচেয়ে উজ্জ্বল নাম বৈভব সূর্যবংশী। ২০১ রান করে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান–স্কোরার এবং প্রায় একাই ভারতীয় ব্যাটিং সামলেছেন। কিন্তু অধিনায়ক জিতেশ শর্মা, নমন ধীর, প্রিয়াংশ আর্য এবং নেহাল ওয়াধেরা—গ্রুপ পর্বে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হয়েছেন। সূর্যবংশী দ্রুত আউট হয়ে গেলে ভারতীয় ইনিংস চাপে পড়ে যায়, যা সেমিফাইনালের মতো বড় ম্যাচে দলকে ভাবাচ্ছে।
advertisement
অন্যদিকে, বাংলাদেশ ‘এ’-র বোলিংই তাদের সবচেয়ে বড় শক্তি। তরুণ পেসার রিপন মন্ডল এবং বাঁহাতি স্পিনার রকিবুল হাসান সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন এবং দু’জনই বাংলাদেশের সিনিয়র টি২০ দলে জায়গা পেয়েছেন। তাদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের বাড়তি সতর্কতা নিয়ে খেলতে হবে। আরেকদিকে ভারতের বোলিং আক্রমণও শক্তিশালী—গুরজপনীত সিং তিন ম্যাচে পাঁচ উইকেট নিয়ে দুরন্ত ছন্দে রয়েছেন। তাকে কার্যকর সহায়তা দিচ্ছেন হর্ষ দুবে এবং সুয়শ শর্মা, যারা তিনটি করে উইকেট নিয়েছেন।
advertisement
হর্ষ দুবে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে ওমানের বিরুদ্ধে তাঁর অর্ধশতরান দলকে চ্যালেঞ্জিং পরিস্থিতি থেকে বের করে এনেছিল। ফলে এই অলরাউন্ডারকে কেন্দ্র করেই ভারতীয় বোলিং–ব‍্যাটিংয়ের ভারসাম্য অনেকটাই নির্ভর করছে। সেমিফাইনালে তার ভূমিকা আবারও নজরে থাকবে। তবে ভারতীয় ফ্যানরা সকলেই বৈভবের ব্যাটিং আরও এক বিধ্বংসী ইনিংস দেখার অপেক্ষায়।
advertisement
আজকের ম্যাচটি দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে, এবং লাইভ স্ট্রিমিং থাকবে SonyLIV–এ। দুপুর তিনটেয় প্রথম ম্যাচ, অন্যদিকে রাত ৮টায় পাকিস্তান ও শ্রীলঙ্কার দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ভারত ও পাকিস্তান উভয় দলই যদি নিজেদের সেমিফাইনাল জিতে নেয়, তাহলে ফাইনালে জমে উঠতে পারে স্বপ্নের ভারত–পাকিস্তান লড়াই।
