Shahrukh Khan: শাহরুখ খানের এ কী কাণ্ড! নাইট রাইডার্সে সই দুই পাকিস্তানি ক্রিকেটারের! পহেলগাঁও কাণ্ডের পর.

Last Updated:
Shahrukh Khan- আসলে শাহরুখ শুধু কেকেআরের মালিক নন। ত্রিনবাগো নাইট রাইডার্স, আবুধাবি নাইট রাইডার্স, লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের মালিকানা রয়েছে তাঁর। আর দুই পাকিস্তানি খেলবেন আমির-উসমান এবার খেলবেন সিপিএলে।
1/6
শাহরুখ খানের নইট রাইডার্স দলে আবার পাকিস্তানি! শুনে চমকে গেলেন বুঝি! তবে এতটুকু বাড়িয়ে বলা হচ্ছে না। সত্যিই দলে দুজন পাকিস্তানি ক্রিকেটারকে সই করিয়েছেন শাহরুখ ও তাঁর টিম।
শাহরুখ খানের নইট রাইডার্স দলে আবার পাকিস্তানি! শুনে চমকে গেলেন বুঝি! তবে এতটুকু বাড়িয়ে বলা হচ্ছে না। সত্যিই দলে দুজন পাকিস্তানি ক্রিকেটারকে সই করিয়েছেন শাহরুখ ও তাঁর টিম।
advertisement
2/6
২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গিরা হত্যালীলা চালায়। সেই ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। একজন বাদে সকলেই ছিলেন পর্যটক। ওই জঙ্গি হামলার জবাব ইঞ্চিতে ইঞ্চিতে পেয়েছিল পাকিস্তান। ভারতের সশস্ত্রবাহিনী পাকিস্তানের উপর প্রত্যাঘাত করে। সামরিক অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন সিঁদুর'। ভারত-পাকিস্তানের সম্পর্ক তার পর থেকে একেবারে তলানিতে ঠেকেছে। আর এই পরিস্থিতিতে নাইট রাইডার্স দলে দুই পাকিস্তানি সই করল!
২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গিরা হত্যালীলা চালায়। সেই ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। একজন বাদে সকলেই ছিলেন পর্যটক। ওই জঙ্গি হামলার জবাব ইঞ্চিতে ইঞ্চিতে পেয়েছিল পাকিস্তান। ভারতের সশস্ত্রবাহিনী পাকিস্তানের উপর প্রত্যাঘাত করে। সামরিক অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন সিঁদুর'। ভারত-পাকিস্তানের সম্পর্ক তার পর থেকে একেবারে তলানিতে ঠেকেছে। আর এই পরিস্থিতিতে নাইট রাইডার্স দলে দুই পাকিস্তানি সই করল!
advertisement
3/6
সীমান্তে উত্তেজনা ও পাকিস্তানের জঙ্গি মদতের কারণে ২০১২ সাল থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। ৫০ ওভারের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় অবশ্য মুখোমুখি হয়েছে দুই দেশ। সেই খেলা হয় নিরপেক্ষ দেশেই। ২০২৩ বিশ্বকাপে বাবর আজমরা ভারতে খেলে গিয়েছেন শেষবার। তবে দুই দেশের মধ্যে সিরিজ হওয়ার সম্ভাবনা আর নেই বললেই চলে।
সীমান্তে উত্তেজনা ও পাকিস্তানের জঙ্গি মদতের কারণে ২০১২ সাল থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। ৫০ ওভারের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় অবশ্য মুখোমুখি হয়েছে দুই দেশ। সেই খেলা হয় নিরপেক্ষ দেশেই। ২০২৩ বিশ্বকাপে বাবর আজমরা ভারতে খেলে গিয়েছেন শেষবার। তবে দুই দেশের মধ্যে সিরিজ হওয়ার সম্ভাবনা আর নেই বললেই চলে।
advertisement
4/6
আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানের মোট ১১জন ক্রিকেটার আইপিএল খেলেছেন। আইপিএলের অভিষেকেই তাঁরা খেলেছিলেন। ২০০৮ সালে। তার পর পাকিস্তানিরা ২০০৯ থেকেই নিষিদ্ধ আইপিএলে। আইপিএলে খেলা ক্রিকেটারদের তালিকা- সোহেল তানবীর (রাজস্থান রয়্যালস), শাহিদ আফ্রিদি (ডেকান চার্জার্স), শোয়েব আখতার (কেকেআর), শোয়েব মালিক (দিল্লি ডেয়ারডেভিলস), মিসবাহ-উল-হক (আরসিবি), মহম্মদ আসিফ (দিল্লি ডেয়ারডেভিলস), উমর গুল (কেকেআর), কামরান আকমল (রাজস্থান রয়্যালস), সলমান বাট (কেকেআর), ইউনিস খান (রাজস্থান রয়্যালস) ও মহাম্মদ হাফিজ (কেকেআর)।
আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানের মোট ১১জন ক্রিকেটার আইপিএল খেলেছেন। আইপিএলের অভিষেকেই তাঁরা খেলেছিলেন। ২০০৮ সালে। তার পর পাকিস্তানিরা ২০০৯ থেকেই নিষিদ্ধ আইপিএলে। আইপিএলে খেলা ক্রিকেটারদের তালিকা- সোহেল তানবীর (রাজস্থান রয়্যালস), শাহিদ আফ্রিদি (ডেকান চার্জার্স), শোয়েব আখতার (কেকেআর), শোয়েব মালিক (দিল্লি ডেয়ারডেভিলস), মিসবাহ-উল-হক (আরসিবি), মহম্মদ আসিফ (দিল্লি ডেয়ারডেভিলস), উমর গুল (কেকেআর), কামরান আকমল (রাজস্থান রয়্যালস), সলমান বাট (কেকেআর), ইউনিস খান (রাজস্থান রয়্যালস) ও মহাম্মদ হাফিজ (কেকেআর)।
advertisement
5/6
এবার পাকিস্তানি তারকা মহম্মদ আমির ও উসমান তারিক খেলবেন নাইট রাইডার্সে। তবে তাঁরা কিন্তু কলকাতা নাইট রাইডার্সে খেলবেন না। তা হলে তাঁরা কোথায় খেলবেন! আসুন জেনে নেওয়া যাক।
এবার পাকিস্তানি তারকা মহম্মদ আমির ও উসমান তারিক খেলবেন নাইট রাইডার্সে। তবে তাঁরা কিন্তু কলকাতা নাইট রাইডার্সে খেলবেন না। তা হলে তাঁরা কোথায় খেলবেন! আসুন জেনে নেওয়া যাক।
advertisement
6/6
আসলে শাহরুখ শুধু কেকেআরের মালিক নন। ত্রিনবাগো নাইট রাইডার্স, আবুধাবি নাইট রাইডার্স, লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের মালিকানা রয়েছে তাঁর। আর দুই পাকিস্তানি খেলবেন আমির-উসমান এবার খেলবেন সিপিএলে। ত্রিনিদাদ নাইট রাইডার্সের জার্সি গায়ে।
আসলে শাহরুখ শুধু কেকেআরের মালিক নন। ত্রিনবাগো নাইট রাইডার্স, আবুধাবি নাইট রাইডার্স, লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের মালিকানা রয়েছে তাঁর। আর দুই পাকিস্তানি খেলবেন আমির-উসমান এবার খেলবেন সিপিএলে। ত্রিনিদাদ নাইট রাইডার্সের জার্সি গায়ে।
advertisement
advertisement
advertisement