IPL 2025 Mega Auction: ২৩৬ গুন বাড়ল 'এই' তারকার স্যালারি, আইপিএলের ইতিহাসে বিরাট নজির!

Last Updated:
Kolkata Knight Riders: আইপিএলের ১০টি দল প্রকাশ করে দিয়েছে তাদের রিটেনশন তালিকা। একাধিক প্লেয়ার দামের নিরিখে রেকর্ড গড়েছে। তবে একজন প্লেয়ারের স্যালারি বেড়েছে এক লাফে ২৩৬ গুণ-এর বেশি।
1/5
আইপিএলের ১০টি দল প্রকাশ করে দিয়েছে তাদের রিটেনশন তালিকা। একাধিক প্লেয়ার দামের নিরিখে রেকর্ড গড়েছে। তবে একজন প্লেয়ারের স্যালারি বেড়েছে এক লাফে ২৩৬ গুণ-এর বেশি।
আইপিএলের ১০টি দল প্রকাশ করে দিয়েছে তাদের রিটেনশন তালিকা। একাধিক প্লেয়ার দামের নিরিখে রেকর্ড গড়েছে। তবে একজন প্লেয়ারের স্যালারি বেড়েছে এক লাফে ২৩৬ গুণ-এর বেশি।
advertisement
2/5
কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার রিঙ্কু সিংয়ের। এর আগে কেকেআরের খেলার জন্য মাত্র ৫৫ লক্ষ্য টাকা পেতেন রিঙ্কু সিং। ২০১৮ সাল থেকে নাইট শিবিরে রয়েছেন রিঙ্কু।
কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার রিঙ্কু সিংয়ের। এর আগে কেকেআরের খেলার জন্য মাত্র ৫৫ লক্ষ্য টাকা পেতেন রিঙ্কু সিং। ২০১৮ সাল থেকে নাইট শিবিরে রয়েছেন রিঙ্কু।
advertisement
3/5
কিন্তু শেষ ২ বছরের কেকেআরের হয়ে একাধিক ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন রিঙ্কু সিং। জাতীয় দলেও সুযোগ পেয়েছেন। সম্প্রতি সময়ে রিঙকু আইপিএল প্রাইজ এত কম কেন তা নিয়ে চলছিল চর্চা।
কিন্তু শেষ ২ বছরের কেকেআরের হয়ে একাধিক ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন রিঙ্কু সিং। জাতীয় দলেও সুযোগ পেয়েছেন। সম্প্রতি সময়ে রিঙকু আইপিএল প্রাইজ এত কম কেন তা নিয়ে চলছিল চর্চা।
advertisement
4/5
এবার আইপিএল ২০২৫-এর রিটেশন তালিকায় নাম রয়েছে রিঙ্কু সিংয়ের। আর দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের সঠিক দামও পেয়েছেন বাঁ হাতি তারকা ব্যাটার। যা রীতিমত চমকে দেওয়ার মত।
এবার আইপিএল ২০২৫-এর রিটেশন তালিকায় নাম রয়েছে রিঙ্কু সিংয়ের। আর দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের সঠিক দামও পেয়েছেন বাঁ হাতি তারকা ব্যাটার। যা রীতিমত চমকে দেওয়ার মত।
advertisement
5/5
৫৫ লক্ষ থেকে রিঙ্কু সিংয়ের স্যালারি হয়েছে ১৩ কোটি টাকা। যা হিসেবে করলে দাঁড়াবে ২৩৬ গুনেরও বেশি। রিঙ্কু বলেছেন,"যখন আমি শুরু করি, তখন ভাবিনি যে এত আয় করব।  ঈশ্বর আমাকে যা দেন আমি তাতেই খুশি।"
৫৫ লক্ষ থেকে রিঙ্কু সিংয়ের স্যালারি হয়েছে ১৩ কোটি টাকা। যা হিসেবে করলে দাঁড়াবে ২৩৬ গুনেরও বেশি। রিঙ্কু বলেছেন,"যখন আমি শুরু করি, তখন ভাবিনি যে এত আয় করব। ঈশ্বর আমাকে যা দেন আমি তাতেই খুশি।"
advertisement
advertisement
advertisement