পঞ্জাবে তই বিধানসভা ভোট এগিয়ে আসছে ততই ক্রমেই বাড়তে শুরু করছে রাজনৈতিক উত্তাপ ৷ পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি ও প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu) মেয়ে রাবিয়া সিধু (Rabia Sidhu) বিশেষ ভাবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ৷ এই মুহূর্তে তিনি বাবা নভজ্যোত সিং সিধুর হয়ে ভোটপ্রচার করছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷