পহেলগাঁওতে জঙ্গি হানা, আইপিএল বন্ধের ডাক! আজ হায়দরাবাদে 'বিশেষ' ব্যবস্থা

Last Updated:
সাম্প্রতিক সময়ে কাশ্মীরে ঘুরতে যাওয়া পর্যটকদের উপর হামলা হয়নি। এই হামলার বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশ। আর এই আবহে আচমকা আইপিএল বন্ধের ডাক! সেটা কিন্তু হচ্ছে না।
1/6
পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হানা। ২৬ জন পর্যটকের মৃত্যু। গোটা দেশ বদলার জন্য ফুঁসছে। এই পরিস্থিতিতে এবার আইপিএল বন্ধের ডাক। সোশ্যাল মিডিয়ায় সরব অনেক মানুষ। তাঁদের দাবি, শোকের এই আবহে আইপিএলের মতো ক্রিকেট-মনোরঞ্জন না হলেই ভাল!
পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হানা। ২৬ জন পর্যটকের মৃত্যু। গোটা দেশ বদলার জন্য ফুঁসছে। এই পরিস্থিতিতে এবার আইপিএল বন্ধের ডাক। সোশ্যাল মিডিয়ায় সরব অনেক মানুষ। তাঁদের দাবি, শোকের এই আবহে আইপিএলের মতো ক্রিকেট-মনোরঞ্জন না হলেই ভাল!
advertisement
2/6
বৈসরন ভ্যালিতে মঙ্গলবার যে ভয়ঙ্কর জঙ্গিহানা চালানো হয়েছে, সেখানে সন্দেহভাজন জঙ্গিদের সম্প্রতি স্কেচ প্রকাশ করা হয়েছিল প্রশাসনের তরফে৷ এবার জানা গেল, যে তিনজনের স্কেচ প্রকাশ্যে এসেছে তার সঙ্গে এলাকায় গত একমাস ধরে সক্রিয় থাকা জঙ্গি গ্রুপের মিল পাওয়ার গিয়েছে৷ এবার সামনে এসেছে জঙ্গিদের সেই গ্রুপের ছবি৷ গোটা দেশ বলছে, এই হামলার বদলা নিতেই হবে।
বৈসরন ভ্যালিতে মঙ্গলবার যে ভয়ঙ্কর জঙ্গিহানা চালানো হয়েছে, সেখানে সন্দেহভাজন জঙ্গিদের সম্প্রতি স্কেচ প্রকাশ করা হয়েছিল প্রশাসনের তরফে৷ এবার জানা গেল, যে তিনজনের স্কেচ প্রকাশ্যে এসেছে তার সঙ্গে এলাকায় গত একমাস ধরে সক্রিয় থাকা জঙ্গি গ্রুপের মিল পাওয়ার গিয়েছে৷ এবার সামনে এসেছে জঙ্গিদের সেই গ্রুপের ছবি৷ গোটা দেশ বলছে, এই হামলার বদলা নিতেই হবে।
advertisement
3/6
সাম্প্রতিক সময়ে কাশ্মীরে ঘুরতে যাওয়া পর্যটকদের উপর হামলা হয়নি। এই হামলার বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশ। আর এই আবহে আচমকা আইপিএল বন্ধের ডাক! সেটা কিন্তু হচ্ছে না। তবে এখনও  বিসিসিআই বা আইপিএল গভর্নিং কাউন্সিল এই হামলা নিয়ে কোনও শোকপ্রকাশ করেনি।
সাম্প্রতিক সময়ে কাশ্মীরে ঘুরতে যাওয়া পর্যটকদের উপর হামলা হয়নি। এই হামলার বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশ। আর এই আবহে আচমকা আইপিএল বন্ধের ডাক! সেটা কিন্তু হচ্ছে না। তবে এখনও বিসিসিআই বা আইপিএল গভর্নিং কাউন্সিল এই হামলা নিয়ে কোনও শোকপ্রকাশ করেনি।
advertisement
4/6
আজ সানরাইজার্স বনাম মুম্বইয়ের ম্যাচ। এই ম্যাচ হবে হায়দরাবাদে। আর শোকের আবহে ক্রিকেটাররা নিহতদের শ্রদ্ধাজ্ঞাপনে কালো ব্যান্ড পরে নামবেন।
আজ সানরাইজার্স বনাম মুম্বইয়ের ম্যাচ। এই ম্যাচ হবে হায়দরাবাদে। আর শোকের আবহে ক্রিকেটাররা নিহতদের শ্রদ্ধাজ্ঞাপনে কালো ব্যান্ড পরে নামবেন।
advertisement
5/6
বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে, আজকের ম্যাচে কোনও আতশবাজির রোশনাই থাকবে না। চিয়ারলিডারের নাচও বন্ধ রাখা হবে। দিল্লি ক্যাপিটালস ছাড়া আর কোনও ফ্র্যাঞ্চাইজি শোকপ্রকাশ করেনি বলেও সমালোচনা করছেন অনেকে।
বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে, আজকের ম্যাচে কোনও আতশবাজির রোশনাই থাকবে না। চিয়ারলিডারের নাচও বন্ধ রাখা হবে। দিল্লি ক্যাপিটালস ছাড়া আর কোনও ফ্র্যাঞ্চাইজি শোকপ্রকাশ করেনি বলেও সমালোচনা করছেন অনেকে।
advertisement
6/6
সাধারণত আইপিএলে কোনও ব্যাটার চার, ছক্কা  মারলে বা কোনও বোলার উইকেট পেলে চিয়ারলিডাররা মঞ্চে উঠে নাচেন। আবার ম্যাচের মাঝে দেখা যায় আতশবাজির রোশনাই। তবে আজ আইপিএল ম্যাচে সেসব বন্ধ।
সাধারণত আইপিএলে কোনও ব্যাটার চার, ছক্কা মারলে বা কোনও বোলার উইকেট পেলে চিয়ারলিডাররা মঞ্চে উঠে নাচেন। আবার ম্যাচের মাঝে দেখা যায় আতশবাজির রোশনাই। তবে আজ আইপিএল ম্যাচে সেসব বন্ধ।
advertisement
advertisement
advertisement