টেনিসকে বিদায় জানালেন 'গ্ল্যামার গার্ল' মারিয়া শারাপোভা

Last Updated:
টেনিস থেকে বিদায় নিলেন ৫ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী মারিয়া শারাপোভা
1/5
টেনিস থেকে বিদায় নিলেন ৫ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী মারিয়া শারাপোভা। বুধবার, ২৬ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে অবসরের কথা জানালেন টেনিস সুন্দরী।
টেনিস থেকে বিদায় নিলেন ৫ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী মারিয়া শারাপোভা। বুধবার, ২৬ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে অবসরের কথা জানালেন টেনিস সুন্দরী।
advertisement
2/5
নিজের ইনস্টাগ্রামে একটি ছোটবেলার ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, 'টেনিস আমাকে পৃথিবী চিনিয়েছে। এটাই আমাকে জানিয়েছে আমি কী দিয়ে তৈরি। এটা দিয়েই নিজেকে পরখ করেছি, বেড়ে উঠেছি। তাই জীবনের পরের ধাপে যাই বেছে নিই না কেন, আমার নতুন চূড়া, আমি এমনই থাকব। আমি চড়তেই থাকব। আমি বাড়তেই থাকব। টেনিসকে গুডবাই জানাচ্ছি।'
নিজের ইনস্টাগ্রামে একটি ছোটবেলার ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, 'টেনিস আমাকে পৃথিবী চিনিয়েছে। এটাই আমাকে জানিয়েছে আমি কী দিয়ে তৈরি। এটা দিয়েই নিজেকে পরখ করেছি, বেড়ে উঠেছি। তাই জীবনের পরের ধাপে যাই বেছে নিই না কেন, আমার নতুন চূড়া, আমি এমনই থাকব। আমি চড়তেই থাকব। আমি বাড়তেই থাকব। টেনিসকে গুডবাই জানাচ্ছি।'
advertisement
3/5
২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন খেতাব জিতে নিয়েছিলেন শারাপোভা। ২৮ বছরের কেরিয়ারে ৫টি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি আর ২০০৪ সালে ডব্লিউটিএ ট্যুর ফাইনালসে চ্যাম্পিয়ন হন মারিয়া৷
২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন খেতাব জিতে নিয়েছিলেন শারাপোভা। ২৮ বছরের কেরিয়ারে ৫টি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি আর ২০০৪ সালে ডব্লিউটিএ ট্যুর ফাইনালসে চ্যাম্পিয়ন হন মারিয়া৷
advertisement
4/5
শুধু টেনিস খেলাতে নয় মডেল হিসেবেও খ্যাতির শীর্ষে ছিলেন তিনি।
শুধু টেনিস খেলাতে নয় মডেল হিসেবেও খ্যাতির শীর্ষে ছিলেন তিনি।
advertisement
5/5
২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনে ডোপ টেস্টে ব্যর্থ হয়ে ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে টেনিসে ফিরেই শুরু তো তাঁর চোট আর ফর্ম ফিরে পাওয়ার লড়াই শুরু হয়। বিদায় নেওয়ার আগে তাঁর র‌্যাঙ্কিং নেমে গিয়েছিল ৩৭৩ স্থানে।
২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনে ডোপ টেস্টে ব্যর্থ হয়ে ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে টেনিসে ফিরেই শুরু তো তাঁর চোট আর ফর্ম ফিরে পাওয়ার লড়াই শুরু হয়। বিদায় নেওয়ার আগে তাঁর র‌্যাঙ্কিং নেমে গিয়েছিল ৩৭৩ স্থানে।
advertisement
advertisement
advertisement