Shubman Gill: টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ! এবার বড় সিদ্ধান্ত নিলেন শুভমান গিল
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Shubman Gill: ভারতের টেস্ট ও ওডিআই দলের অধিনায়ক শুভমান গিল ২০২৫-২৬ মরশুমে ঘরোয়া ক্রিকেটে সক্রিয় ভূমিকা রাখতে চলেছেন।
ভারতের টেস্ট ও ওডিআই দলের অধিনায়ক শুভমান গিল ২০২৫-২৬ মরশুমে ঘরোয়া ক্রিকেটে সক্রিয় ভূমিকা রাখতে চলেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওডিআই সিরিজে যোগ দেওয়ার আগে তিনি বিজয় হাজারে ট্রফিতে পঞ্জাবের হয়ে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবেন। এই সিদ্ধান্ত গিলের পেশাদার মনোভাব ও ঘরোয়া ক্রিকেটের প্রতি দায়বদ্ধতারই প্রতিফলন।
advertisement
২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফি শুরু হচ্ছে ২৪ ডিসেম্বর এবং চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এই টুর্নামেন্টে এলিট গ্রুপ সি-তে থাকা পঞ্জাবের হয়ে গিল ৩ জানুয়ারি সিকিম এবং ৬ জানুয়ারি গোয়ার বিরুদ্ধে জয়পুরে খেলবেন। এরপর তিনি ভারতের জাতীয় শিবিরে যোগ দেবেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের জন্য, যার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভাদোদরা, রাজকোট ও ইন্দোরে।
advertisement
advertisement
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সহ-অধিনায়ক থাকা সত্ত্বেও খারাপ ফর্ম ও দলগত সমন্বয়ের কারণে গিলকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হয়নি। ফলে তিনি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সাময়িক বিরতি পেয়ে রনজি ট্রফিতে মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন।
advertisement







