Subhman Gill : মরণ-বাঁচন ম্যাচ, সেই দ্বিতীয় টেস্টের আগেই দুঃসংবাদ! টিম ইন্ডিয়া এমন ধাক্কা কী করে সামলাবে! টেনশন বাড়ছে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Subhman Gil Injury Update : শুভমানের ঘাড়ে এখনও যন্ত্রণা রয়েছে। গলায় সাপোর্টের জন্য তাঁকে আপাতত একটি কলার সারাক্ষণ পরে থাকতে হচ্ছে। আগামী ৩-৪ দিন বিমানে যাতায়াত করতে পারবেন না তিনি। দলের মেডিক্যাল টিম তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছে।
advertisement
সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারতীয় দল। গুয়াহাটিতে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়ার কাছে আর জেতা ছাড়া কোনও উপায় নেই। তবে সেই টেস্টেও ভারতকে শুভমান গিলকেও ছাড়াই হয়তো নামতে হবে। ঘাড়ের চোটে জেরবার শুভমান। হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনই মাঠে নামতে পারবেন না শুভমান। ঘাড়ের চোট নিয়ে সমস্যা না কমলে শুভমানের চিকিৎসাহতে পারে মুম্বইতে।
advertisement
advertisement
advertisement
advertisement
