IPL 2025 Final: আইপিএল ফাইনাল নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী এবি ডিভিলিয়ার্সের! এমনট যদি সত্যি হয়...

Last Updated:
রবিবার মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংস খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। যে দল জিতবে তারা ফাইনাল খেলবে। আর আইপিএল ফাইনালে উঠেছে আরসিবি। তারা প্রথমবার ট্রফি জয়ের অপেক্ষায়।
1/6
আর মাত্র একটা ম্যাচ। জিততে পারলেই এতদিনের অপেক্ষার অবসান হবে আরসিবির। আর মাত্র একটা ম্যাচ জিততে পারলেই আইপিএলের ইতিহাসে প্রথমবার ট্রফি জয়ের স্বাদ পাবে তারা। তবে কাজটা যে সহজ নয় তা আর বলে দিতে হবে না হয়তো!
আর মাত্র একটা ম্যাচ। জিততে পারলেই এতদিনের অপেক্ষার অবসান হবে আরসিবির। আর মাত্র একটা ম্যাচ জিততে পারলেই আইপিএলের ইতিহাসে প্রথমবার ট্রফি জয়ের স্বাদ পাবে তারা। তবে কাজটা যে সহজ নয় তা আর বলে দিতে হবে না হয়তো!
advertisement
2/6
রবিবার মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংস খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। যে দল জিতবে তারা ফাইনাল খেলবে। আর আইপিএল ফাইনালে উঠেছে আরসিবি। তারা প্রথমবার ট্রফি জয়ের অপেক্ষায়। বিশেষ করে বিরাট কোহলির অপেক্ষা হয়তো একটু বেশিই। কারণ আন্তর্জাতিক স্তরে এত ট্রফি জিতলেও আরসিবির জার্সি গায়ে এখনও ট্রফি জেতেননি তিনি।
রবিবার মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংস খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। যে দল জিতবে তারা ফাইনাল খেলবে। আর আইপিএল ফাইনালে উঠেছে আরসিবি। তারা প্রথমবার ট্রফি জয়ের অপেক্ষায়। বিশেষ করে বিরাট কোহলির অপেক্ষা হয়তো একটু বেশিই। কারণ আন্তর্জাতিক স্তরে এত ট্রফি জিতলেও আরসিবির জার্সি গায়ে এখনও ট্রফি জেতেননি তিনি।
advertisement
3/6
আর এবার আইপিএল ফাইনালে বিরাট কোহলির খেলা নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করে দিলেন এবি ডিবিলিয়ার্স। তিনি একটা সময় আরসিবিতে খেলেছেন। বিরাট কোহলির সঙ্গে তাঁর বন্ধুত্বের কথাও প্রায় সবারই জানা।
আর এবার আইপিএল ফাইনালে বিরাট কোহলির খেলা নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করে দিলেন এবি ডিবিলিয়ার্স। তিনি একটা সময় আরসিবিতে খেলেছেন। বিরাট কোহলির সঙ্গে তাঁর বন্ধুত্বের কথাও প্রায় সবারই জানা।
advertisement
4/6
প্রথম কোয়ালিফায়ারে রান পাননি বিরাট। সেদিন পঞ্জাবের বিরুদ্ধে করেছিলেন মাত্র ১২ রান। তবে এবি বলছেন, আমি নিশ্চিত, ফাইনালটা বিরাটের দিন হতে চলেছে। ফাইনালে ও দুর্দান্ত খেলবে। ওর ইনিংস অনেকদিন মনে থাকবে আমাদের সবার।
প্রথম কোয়ালিফায়ারে রান পাননি বিরাট। সেদিন পঞ্জাবের বিরুদ্ধে করেছিলেন মাত্র ১২ রান। তবে এবি বলছেন, আমি নিশ্চিত, ফাইনালটা বিরাটের দিন হতে চলেছে। ফাইনালে ও দুর্দান্ত খেলবে। ওর ইনিংস অনেকদিন মনে থাকবে আমাদের সবার।
advertisement
5/6
এবি আরও বলেছেন, বিরাট দুর্দান্ত টিম ম্যান। আগের ম্যাচে ও যখন মাঠে ঢুকছিল, তখন স্ক্রিনে দেখছিলাম। মনে হচ্ছিল ও একেবারে প্রস্তুত। তবে দুর্ভাগ্য়ক্রমে আগেরদিন রান পায়নি। ফাইনালে সেটা হবে না।
এবি আরও বলেছেন, বিরাট দুর্দান্ত টিম ম্যান। আগের ম্যাচে ও যখন মাঠে ঢুকছিল, তখন স্ক্রিনে দেখছিলাম। মনে হচ্ছিল ও একেবারে প্রস্তুত। তবে দুর্ভাগ্য়ক্রমে আগেরদিন রান পায়নি। ফাইনালে সেটা হবে না।
advertisement
6/6
এবি বলেছেন, ২০১১, ২০১৬ সালেও আরসিবির ট্রফি জয়ের সম্ভাবনা ছিল। তবে সেসব অতীত। এবার আবার ফাইনালে আরসিবি। ফলে নতুন স্বপ্ন।  ট্রফির সবচেয়ে কাছে রয়েছে ওরা। আর এই সুযোগ কোহলিরা ছাড়বে না।
এবি বলেছেন, ২০১১, ২০১৬ সালেও আরসিবির ট্রফি জয়ের সম্ভাবনা ছিল। তবে সেসব অতীত। এবার আবার ফাইনালে আরসিবি। ফলে নতুন স্বপ্ন। ট্রফির সবচেয়ে কাছে রয়েছে ওরা। আর এই সুযোগ কোহলিরা ছাড়বে না।
advertisement
advertisement
advertisement