Sourav Ganguly On Rest: আইপিএলের পর শুধুই বিশ্রাম! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ধারাভাষ্যে ‘না’ দাদা-র
- Written by: ERON ROY BURMAN
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
Sourav Ganguly On Rest: আড়াই মাসের আইপিএল শেষে ছুটিতে যেতে চান মহারাজ, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সৌরভকে মাইক্রোফোন হাতে বসানোর জন্য উদ্যোগ নিয়েছিল ব্রডকাস্টরা। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন সৌরভ।
কলকাতা: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ধারাভাষ্যের প্রস্তাব ফিরিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মাস দুয়েক পর ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ আয়োজিত হবে। ৭ জুন থেকে ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। হাইভোল্টেজ এই ফাইনালকে আরো আকর্ষণীয় করে তুলতে ব্রডকাস্টারদের তরফ থেকে কমেন্ট্রি বক্সে সৌরভ গঙ্গোপাধ্যায়কে চাওয়া হয়েছিল।
advertisement
মহারাজের কাছে প্রস্তাব দেওয়া হয় টেস্ট ম্যাচের সময় ইংল্যান্ডে উপস্থিত হয়ে ধারাভাষ্য অর্থাৎ কমেন্ট্রি দেওয়ার জন্য। আগেও বেশ কয়েকবার ধারাভাষ্য দিয়েছেন সৌরভ। কমেন্ট্রি বক্সে সৌরভের জনপ্রিয়তা কার্যত আকাশছোঁয়া। অতীতে বিশ্বকাপে সময় সৌরভের কমেন্ট্রিতে মুগ্ধ হয়েছিলেন গোটা বিশ্বের মানুষ। খুব বেশি কমেন্ট্রি না করলেও যখনই সৌরভ ধারাভাষ্য দিয়েছেন তখনই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আকর্ষণ তৈরি করেছে বলে মনে করেন ব্রডকাস্ট টিমের সদস্যরা। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সৌরভকে মাইক্রোফোন হাতে বসানোর জন্য উদ্যোগ নিয়েছিল ব্রডকাস্টরা। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন সৌরভ।
advertisement
সৌরভ জানিয়ে দেন, আইপিএলের জন্য দিল্লি ক্যাপিটালসকে নিয়ে দীর্ঘ আড়াই মাস ব্যস্ত থাকতে হবে। তাই তারপরই কয়েক দিনের ছুটিতে যাবেন তিনি। আসলে দীর্ঘ আড়াই মাসের আইপিএল শেষ হওয়ার পর সপ্তাহখানেকের ছুটি নেবেন দিল্লি দলের ক্রিকেট ডিরেক্টর। তাই সেই সময় ধারাভাষ্যের কাজে তিনি থাকতে পারবেন না। তবে ঘনিষ্ঠ মহলে সৌরভ জানিয়েছেন, আইপিএলের পর সেই সময় ছুটিতে ইংল্যান্ডে তিনি থাকলে অবশ্যই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখতে যাবেন।
advertisement
সৌরভ জানিয়েছেন আইপিএলের পর ছুটি কাটিয়ে ফের শুটিং ফ্লোরে ফিরবেন তিনি। কারণ তার জনপ্রিয় দাদাগিরি শুটিং শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে। তার আগে পুজো রয়েছে। যদিও সৌরভ জানিয়েছেন ধারাভাষ্য দিতে তার সবসময় ভালো লাগে। কিন্তু একাধিক ব্যস্ততার জন্য ধারাভাষের জন্য সময় বের করতে পারছেন না। বিসিসিআই সভাপতি পদ থেকে দায়িত্ব ছাড়ার পর একাধিক জায়গা থেকে সৌরভের কাছে ক্রিকেট ম্যাচে ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব এসেছিল। কিন্তু সৌরভ সময় বের করতে পারেননি বলেই সব জায়গাতেই না করেছেন।
advertisement
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তাবের ক্ষেত্রেও সময়ের অভাবেই সৌরভ ধারাভাষ্যে না জানিয়েছেন।বর্তমানে সৌরভ দিল্লি ক্যাপিটালস দল নিয়ে চূড়ান্ত ব্যস্ত। কয়েকদিন পরেই শুরু হচ্ছে আইপিএল। চলতি আইপিএলে দিল্লি শিবিরে ক্রিকেট ডিরেক্টর হিসেবে রয়েছেন সৌরভ। শুধু আইপিএল নয়, দিল্লি ক্যাপিটালস যেসব ফ্রাঞ্চাইজি লিগে খেলে সব কটারই দায়িত্বে রয়েছেন মহারাজ। ওমেন্স প্রিমিয়ার লিগের দায়িত্ব সৌরভের কাঁধে। ইতিমধ্যেই দুবাইয়ে আইসিসির বৈঠক শেষ করে দিল্লিতে আইপিএলের প্রস্তুতিতে যোগ দিয়েছেন। দিল্লির কোচ রিকি পন্টিং এর সঙ্গে আলোচনা করে তৈরি করছেন দিল্লির প্রথম একাদশ। সৌরভ প্রথমবার দিল্লি শিবিরকে আইপিএল জেতাতে মরিয়া। তাই কোন রকম শান্তি রাখতে চান না প্রাক্তন ভারত অধিনায়ক। Input- ERON ROY BURMAN









