২২ গজের মহারাজের জীবনে অন্য ২২-শের কাহিনি !

Last Updated:
1/10
বিবাহজীবনের ২২ বছর কাটিয়ে ফেললেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ১৯৯৭ সালে প্রেমিকা ডোনা রায়কে বিয়ে করেন সৌরভ ৷ Photo Collected
বিবাহজীবনের ২২ বছর কাটিয়ে ফেললেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ১৯৯৭ সালে প্রেমিকা ডোনা রায়কে বিয়ে করেন সৌরভ ৷ Photo Collected
advertisement
2/10
সৌরভ-ডোনার প্রেম একেবারে গোপন ছিল ৷ ডোনা ছিলেন সৌরভের প্রতিবেশী ৷ পাশের বাড়ির মেয়ের ওপরই মন গিয়েছিলে বাংলার মহারাজের ৷ Photo Collected
সৌরভ-ডোনার প্রেম একেবারে গোপন ছিল ৷ ডোনা ছিলেন সৌরভের প্রতিবেশী ৷ পাশের বাড়ির মেয়ের ওপরই মন গিয়েছিলে বাংলার মহারাজের ৷ Photo Collected
advertisement
3/10
সেই সময় সৌরভের বিয়ের সাক্ষী যারা থেকেছেন, তাদের কাছে মনে হবে যে এই যেন সেদিনের সব ছবিই দেখছেন তারা ৷ তবে দেখতে দেখতে কেটে গিয়েছে ২২ বছর ৷ ক্রিটেকের বাইশ গজকে বদায় জানিয়ে এখন সৌরভ পুরদস্তুর ক্রিকেট প্রশাসকের ভূমিকায় ৷ Photo Collected
সেই সময় সৌরভের বিয়ের সাক্ষী যারা থেকেছেন, তাদের কাছে মনে হবে যে এই যেন সেদিনের সব ছবিই দেখছেন তারা ৷ তবে দেখতে দেখতে কেটে গিয়েছে ২২ বছর ৷ ক্রিটেকের বাইশ গজকে বদায় জানিয়ে এখন সৌরভ পুরদস্তুর ক্রিকেট প্রশাসকের ভূমিকায় ৷ Photo Collected
advertisement
4/10
দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিয়ের দিনে সৌরভ ও ডোনা ৷ তাদের প্রেম যেমন গোপনে, তেমনই তাদের বিয়ের সিদ্ধান্তও ছিল বেশ গোপন ৷ Photo Collected
দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিয়ের দিনে সৌরভ ও ডোনা ৷ তাদের প্রেম যেমন গোপনে, তেমনই তাদের বিয়ের সিদ্ধান্তও ছিল বেশ গোপন ৷ Photo Collected
advertisement
5/10
তবে এই বিয়ের ২২ বছর যে খুব নির্ঝঞ্ঝাট ছিল তেমন নয় ৷ ব্যস্ত ক্রিকেটারের স্ত্রী হিসেবে সংসার পুরোদমে সামলাতে হয়েছে ডোনাকে ৷ একইভাবে নিজের নাচের জগৎও সামলে গিয়েছেন সৌরভপত্নী ৷  Photo Collected
তবে এই বিয়ের ২২ বছর যে খুব নির্ঝঞ্ঝাট ছিল তেমন নয় ৷ ব্যস্ত ক্রিকেটারের স্ত্রী হিসেবে সংসার পুরোদমে সামলাতে হয়েছে ডোনাকে ৷ একইভাবে নিজের নাচের জগৎও সামলে গিয়েছেন সৌরভপত্নী ৷ Photo Collected
advertisement
6/10
৩রা নভেম্বর ২০০১-এ তাঁদর সন্তান সানার জন্ম হয় ৷ Photo Collected
৩রা নভেম্বর ২০০১-এ তাঁদর সন্তান সানার জন্ম হয় ৷ Photo Collected
advertisement
7/10
বাবা হিসেবে মেয়ে সানাকে চোখে হারান সৌরভ ৷ Photo Collected
বাবা হিসেবে মেয়ে সানাকে চোখে হারান সৌরভ ৷ Photo Collected
advertisement
8/10
বছর ঘুরলেই মেয়ে অষ্টাদশী হবে ৷ এই নিয়ে কথা বলতে গেলেই আবেগে ভেসে যান সৌরভ ৷ Photo Collected
বছর ঘুরলেই মেয়ে অষ্টাদশী হবে ৷ এই নিয়ে কথা বলতে গেলেই আবেগে ভেসে যান সৌরভ ৷ Photo Collected
advertisement
9/10
আর বাবা-মায়ের বিবাহবার্ষিকীতে এক বিশেষ উপহার দিলেন মেয়ে সানা ৷ সৌরভ-ডোনার একটা ছবির আদলে কেকের ডিজাইন করিয়েছিল সে ৷ এই দেখে আনন্দ সেই কেকের ছবি পোস্ট করলেন ডোনা ৷ তিনিও জানালেন সানার এই কীর্তি অনেক পুরনো কথা মনে করিয়ে দিচ্ছে ৷ Photo Collected
আর বাবা-মায়ের বিবাহবার্ষিকীতে এক বিশেষ উপহার দিলেন মেয়ে সানা ৷ সৌরভ-ডোনার একটা ছবির আদলে কেকের ডিজাইন করিয়েছিল সে ৷ এই দেখে আনন্দ সেই কেকের ছবি পোস্ট করলেন ডোনা ৷ তিনিও জানালেন সানার এই কীর্তি অনেক পুরনো কথা মনে করিয়ে দিচ্ছে ৷ Photo Collected
advertisement
10/10
এইভাবে আনন্দ-ভালবাসায় কাটুক আপনাদের আগামিদিন ৷ শুভেচ্ছা রইল ৷ Photo Collected
এইভাবে আনন্দ-ভালবাসায় কাটুক আপনাদের আগামিদিন ৷ শুভেচ্ছা রইল ৷ Photo Collected
advertisement
advertisement
advertisement