Sourav and Sana: বাবার ‘এই’ কাজ মোটেই পছন্দ নয় সানার, লজ্জাতেও পড়ে সৌরভ কন্যা, নিজেই জানালেন দাদা

Last Updated:
Sourav and Sana: মেয়ের কী পছন্দ নয় জেনেও কি সৌরভ আমল দেন!
1/9
Sourav and Sana: দাদা ও সানা, বাবা- মেয়ের এই জুটি বাঙালিদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে৷ এই সৌরভ ও সানার সব খবরেই নজর  থাকে পাঠক -দর্শকদের৷ আর একটি জনপ্রিয় গেম শোতে সৌরভ মাঝেমধ্যেই নিজের মেয়ের সঙ্গে নানা খুনসুটির গল্প করেন৷
Sourav and Sana: দাদা ও সানা, বাবা- মেয়ের এই জুটি বাঙালিদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে৷ এই সৌরভ ও সানার সব খবরেই নজর  থাকে পাঠক -দর্শকদের৷ আর একটি জনপ্রিয় গেম শোতে সৌরভ মাঝেমধ্যেই নিজের মেয়ের সঙ্গে নানা খুনসুটির গল্প করেন৷
advertisement
2/9
একসময়ে তিনিই গর্বিত বাবা হিসেবে জানিয়েছিলেন যে সানা চাকরি পেয়েছে৷ এমনকি দাদা এই কথা শেয়ার করতে দ্বিধা করেননি যে প্রথম স্টাইপেন্ডের টাকায় সানা অনেক দামি গিফট দিতে তিনি বুঝিয়ে দিয়েছেন মা-বাবাকে দামি গিফট না দিলেও চলে৷
একসময়ে তিনিই গর্বিত বাবা হিসেবে জানিয়েছিলেন যে সানা চাকরি পেয়েছে৷ এমনকি দাদা এই কথা শেয়ার করতে দ্বিধা করেননি যে প্রথম স্টাইপেন্ডের টাকায় সানা অনেক দামি গিফট দিতে তিনি বুঝিয়ে দিয়েছেন মা-বাবাকে দামি গিফট না দিলেও চলে৷
advertisement
3/9
তাঁর মতে মা -বাবাকে সন্তান উপার্জন করে যে গিফটই দেবে সেটাই তাঁদের কাছে দারুণ মূল্যবান৷ কিন্তু এবার দাদার যে কথা ভাইরাল হয়েছে তা শুনলে সকলেই চমকে উঠবেন৷
তাঁর মতে মা -বাবাকে সন্তান উপার্জন করে যে গিফটই দেবে সেটাই তাঁদের কাছে দারুণ মূল্যবান৷ কিন্তু এবার দাদার যে কথা ভাইরাল হয়েছে তা শুনলে সকলেই চমকে উঠবেন৷
advertisement
4/9
দাদা অনুষ্ঠানের মঞ্চেই জানিয়েছেন যে সানা তাঁর একটি কাজে সকলের সামনেই লজ্জিত অনুভব করেছিল৷ আর সেটি কী কাজ জানেন৷ সেটা হল সানার বন্ধুদের সামনে দাদার রাস্তায় নাচা! Photo Courtesy- Instagram/ Video Grab
দাদা অনুষ্ঠানের মঞ্চেই জানিয়েছেন যে সানা তাঁর একটি কাজে সকলের সামনেই লজ্জিত অনুভব করেছিল৷ আর সেটি কী কাজ জানেন৷ সেটা হল সানার বন্ধুদের সামনে দাদার রাস্তায় নাচা! Photo Courtesy- Instagram/ Video Grab
advertisement
5/9
দাদার ফ্যান হোন আর নাই হোন, সকলেই জানেন সৌরভ পাড়ার পুজোয় হাজির থাকলে নাচেন, ঢাক বাজান৷ বাঙালি চিরাচরিত পাড়ার দাদা-রা যা করেন সৌরভও বেশ স্বতঃস্ফূর্তভাবেই সেটা করেন৷
দাদার ফ্যান হোন আর নাই হোন, সকলেই জানেন সৌরভ পাড়ার পুজোয় হাজির থাকলে নাচেন, ঢাক বাজান৷ বাঙালি চিরাচরিত পাড়ার দাদা-রা যা করেন সৌরভও বেশ স্বতঃস্ফূর্তভাবেই সেটা করেন৷
advertisement
6/9
সৌরভ গতবারের জন্মদিন সেলিব্রেট করেছিলেন  লন্ডনে৷ লন্ডন আইয়ের সামনে দাদা বিন্দাস নাচানাচি করছিলেন যা দেখে সকলেই দারুণ মজা পেয়েছিলেন৷
সৌরভ গতবারের জন্মদিন সেলিব্রেট করেছিলেন  লন্ডনে৷ লন্ডন আইয়ের সামনে দাদা বিন্দাস নাচানাচি করছিলেন যা দেখে সকলেই দারুণ মজা পেয়েছিলেন৷
advertisement
7/9
কিন্তু খোদ সানাই নাকি বাবার এই কাজ মোটেই পছন্দ করেননি৷ তাঁর বাবা লন্ডনের প্রকাশ্য রাস্তায় এভাবে নাচবেন তা দেখে রাস্তাতেই মুখে হাত ঢাকা দিয়ে বসে পড়েন সানা৷
কিন্তু খোদ সানাই নাকি বাবার এই কাজ মোটেই পছন্দ করেননি৷ তাঁর বাবা লন্ডনের প্রকাশ্য রাস্তায় এভাবে নাচবেন তা দেখে রাস্তাতেই মুখে হাত ঢাকা দিয়ে বসে পড়েন সানা৷
advertisement
8/9
তবে দাদা কী এতে মেয়ের লজ্জাকেই প্রায়োরিটি দিয়েছিলেন? না দাদা তো দাদাই , যে লর্ডসের ব্যালকনিতে  জার্সি খুলে ঘোরাতে পারে সে কী মেয়ের গোঁসাতে নাচ বন্ধ করতে পারে৷ বরং আরও দেদারে নাচে মাতেন সৌরভ৷ সানাকেও টেনে নেন নাচের দলে৷
তবে দাদা কী এতে মেয়ের লজ্জাকেই প্রায়োরিটি দিয়েছিলেন? না দাদা তো দাদাই , যে লর্ডসের ব্যালকনিতে  জার্সি খুলে ঘোরাতে পারে সে কী মেয়ের গোঁসাতে নাচ বন্ধ করতে পারে৷ বরং আরও দেদারে নাচে মাতেন সৌরভ৷ সানাকেও টেনে নেন নাচের দলে৷
advertisement
9/9
আর সেটা দাদা না করে নাচের গতি আরও বাড়িয়ে দিয়েছিলেন এমনটাই জানিয়েছেন পপুলার রিয়েলিটি শোয়ের মঞ্চে৷
আর সেটা দাদা না করে নাচের গতি আরও বাড়িয়ে দিয়েছিলেন এমনটাই জানিয়েছেন পপুলার রিয়েলিটি শোয়ের মঞ্চে৷
advertisement
advertisement
advertisement