লুকিয়ে প্রেম সৌরভ-ডোনার! কে ফাঁস করেছিল জানেন? সেই 'নাম' শুনলে অবাক হয়ে যাবেন

Last Updated:
Sourav-Dona love story- পরে জানা গিয়েছিল, ম্যারেজ রেজিস্ট্রার সৌরভ-ডোনার লুকিয়ে বিয়ের খবর প্রকাশ করে দিয়েছিলেন। তাঁকে পই পই করে বারণ করেছিলেন সৌরভ।
1/9
ভ্যালেন্টাইন্স উইক-এর শুরু। বাতাসে প্রেমের গন্ধ। এই সময় সৌরভ-ডোনার প্রেমের গল্প উঠে আসছে আরও একবার। ভারতীয় ক্রিকেটের মহারাজ ও পাশের বাড়ির ডোনার প্রেম চলত লুকিয়ে।
ভ্যালেন্টাইন্স উইক-এর শুরু। বাতাসে প্রেমের গন্ধ। এই সময় সৌরভ-ডোনার প্রেমের গল্প উঠে আসছে আরও একবার। ভারতীয় ক্রিকেটের মহারাজ ও পাশের বাড়ির ডোনার প্রেম চলত লুকিয়ে।
advertisement
2/9
১৯৯৬ সালের ১২ অগাস্ট। সৌরভের জীবনে মনে রাখার মতো দিন। সেদিন আইনি বিয়ে সেরেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে সেটা লুকিয়ে বিয়ে। কারণ সৌরভের খুব ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া সেই বিয়ের কথা তখন কেউ জানত না।
১৯৯৬ সালের ১২ অগাস্ট। সৌরভের জীবনে মনে রাখার মতো দিন। সেদিন আইনি বিয়ে সেরেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে সেটা লুকিয়ে বিয়ে। কারণ সৌরভের খুব ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া সেই বিয়ের কথা তখন কেউ জানত না।
advertisement
3/9
সেদিন আইনি বিয়ের পরই সৌরভ শ্রীলঙ্কায় যান। জাতীয় দলের হয়ে খেলতে। ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ে খেলছিল সিঙ্গার কাপ। সেই টুর্নামেন্টে খেলতে চলে যান সৌরভ।
সেদিন আইনি বিয়ের পরই সৌরভ শ্রীলঙ্কায় যান। জাতীয় দলের হয়ে খেলতে। ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ে খেলছিল সিঙ্গার কাপ। সেই টুর্নামেন্টে খেলতে চলে যান সৌরভ।
advertisement
4/9
লুকিয়ে বিয়ের কথা কেউ জানতেন না। সৌরভ শ্রীলঙ্কায় খেলতে গিয়ে অন্তত তাই নিশ্চিন্ত ছিলেন। তবে এদিকে একজন যে সে কথা জানাজানি করবেন, সেটা সৌরভও ভাবতে পারেননি।
লুকিয়ে বিয়ের কথা কেউ জানতেন না। সৌরভ শ্রীলঙ্কায় খেলতে গিয়ে অন্তত তাই নিশ্চিন্ত ছিলেন। তবে এদিকে একজন যে সে কথা জানাজানি করবেন, সেটা সৌরভও ভাবতে পারেননি।
advertisement
5/9
সেই সময় শ্রীলঙ্কায় টুর্নামেন্টের মাঝে একটি সংবাদপত্রে সৌরভ-ডোনার লুকিয়ে বিয়ের খবর ছাপা হয়। তা দেখে সৌরভ চমকে যান। তিনি এত সাবধানতা অবলম্বন করার পরও কী করে সেই খবর জানাজানি হল, ভেবে অবাক হয়ে যান সৌরভ।
সেই সময় শ্রীলঙ্কায় টুর্নামেন্টের মাঝে একটি সংবাদপত্রে সৌরভ-ডোনার লুকিয়ে বিয়ের খবর ছাপা হয়। তা দেখে সৌরভ চমকে যান। তিনি এত সাবধানতা অবলম্বন করার পরও কী করে সেই খবর জানাজানি হল, ভেবে অবাক হয়ে যান সৌরভ।
advertisement
6/9
সংবাদপত্রের খবর দেখে রেগে যান সৌরভের বাবা প্রাক্তন সিএবি সচিব চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়। তিনি সরাসরি ছেলেকে ফোন করেন। সৌরভ বাবাকে জানান, বাড়ি ফিরে পুরো ব্যাপারটা খুলে বলবেন। তবে ততক্ষণে সৌরভের বেহালার বাড়িতে হইহই কাণ্ড বেঁধে গিয়েছিল।
সংবাদপত্রের খবর দেখে রেগে যান সৌরভের বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়। তিনি সরাসরি ছেলেকে ফোন করেন। সৌরভ বাবাকে জানান, বাড়ি ফিরে পুরো ব্যাপারটা খুলে বলবেন। তবে ততক্ষণে সৌরভের বেহালার বাড়িতে হইহই কাণ্ড বেঁধে গিয়েছিল।
advertisement
7/9
পরে জানা গিয়েছিল, ম্যারেজ রেজিস্ট্রার সৌরভ-ডোনার লুকিয়ে বিয়ের খবর প্রকাশ করে দিয়েছিলেন। তাঁকে পই পই করে বারণ করেছিলেন সৌরভ। কিন্তু তিনি সেই খবর লুকিয়ে রাখতে পারেননি।
পরে জানা গিয়েছিল, ম্যারেজ রেজিস্ট্রার সৌরভ-ডোনার লুকিয়ে বিয়ের খবর প্রকাশ করে দিয়েছিলেন। তাঁকে পই পই করে বারণ করেছিলেন সৌরভ। কিন্তু তিনি সেই খবর লুকিয়ে রাখতে পারেননি।
advertisement
8/9
শ্রীলঙ্কার সেই টুর্নামেন্টে ভারতের ক্যাপ্টেন ছিলেন সচিন তেন্ডুলকর। সৌরভ ভেবেছিলেন, ওই টুর্নামেন্টে ভাল পারফর্ম করে বাড়ি ফিরে বাবাকে সবটা জানাবেন। তাঁর বাবা ছিলেন ক্রিকেটপাগল মানুষ। ছেলে ভাল খেললে তিনি সবটাই মেনে নিতেন।
শ্রীলঙ্কার সেই টুর্নামেন্টে ভারতের ক্যাপ্টেন ছিলেন সচিন তেন্ডুলকর। সৌরভ ভেবেছিলেন, ওই টুর্নামেন্টে ভাল পারফর্ম করে বাড়ি ফিরে বাবাকে সবটা জানাবেন। তাঁর বাবা ছিলেন ক্রিকেটপাগল মানুষ। ছেলে ভাল খেললে তিনি সবটাই মেনে নিতেন।
advertisement
9/9
সেই সিরিজে সৌরভ হাফ সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার পর বাড়ি ফিরে অবশ্য এই নিয়ে আর সমস্যা হয়নি। গঙ্গোপাধ্যায় পরিবার ছেলের বিয়ে মেনে নিয়েছিল শেষমেশ। ২১ ফেব্রুয়ারি, ১৯৯৭। সৌরভ ও ডোনার আনুষ্ঠানিক বিয়ে হয়। তার পর ২০০১ সালে সৌরভ-ডোনার জীবনে আসে মেয়ে সানা।
সেই সিরিজে সৌরভ হাফ সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার পর বাড়ি ফিরে অবশ্য এই নিয়ে আর সমস্যা হয়নি। গঙ্গোপাধ্যায় পরিবার ছেলের বিয়ে মেনে নিয়েছিল শেষমেশ। ২১ ফেব্রুয়ারি, ১৯৯৭। সৌরভ ও ডোনার আনুষ্ঠানিক বিয়ে হয়। তার পর ২০০১ সালে সৌরভ-ডোনার জীবনে আসে মেয়ে সানা।
advertisement
advertisement
advertisement