দাদার নতুন বউদি! বেহালায় আবার বিয়ের সানাই, গঙ্গোপাধ্যায় বাড়িতে খুশির রবিবার

Last Updated:
Snehasish Ganguly marriage: রবিবারই ফের জীবনের নতুন ইনিংস শুরু করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস। দ্বিতীয় স্ত্রী-র নাম অর্পিতা চট্টোপাধ্যায়৷ দুদনেই হলুদ রঙা পোশাক পরে এদিন মালাবদল সারলেন। হল বিয়ের রেজিস্ট্রি।
1/6
রবিবারই ফের জীবনের নতুন ইনিংস শুরু করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস। দ্বিতীয় স্ত্রী-র নাম অর্পিতা চট্টোপাধ্যায়৷ দুদনেই হলুদ রঙা পোশাক পরে এদিন মালাবদল সারলেন। হল বিয়ের রেজিস্ট্রি।
রবিবারই ফের জীবনের নতুন ইনিংস শুরু করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস। দ্বিতীয় স্ত্রী-র নাম অর্পিতা চট্টোপাধ্যায়৷ দুদনেই হলুদ রঙা পোশাক পরে এদিন মালাবদল সারলেন। হল বিয়ের রেজিস্ট্রি।
advertisement
2/6
রবিবারই ফের জীবনের নতুন ইনিংস শুরু করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস। দ্বিতীয় স্ত্রী-র নাম অর্পিতা চট্টোপাধ্যায়৷ দুদনেই হলুদ রঙা পোশাক পরে এদিন মালাবদল সারলেন। হল বিয়ের রেজিস্ট্রি।
রবিবারই ফের জীবনের নতুন ইনিংস শুরু করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস। দ্বিতীয় স্ত্রী-র নাম অর্পিতা চট্টোপাধ্যায়৷ দুদনেই হলুদ রঙা পোশাক পরে এদিন মালাবদল সারলেন। হল বিয়ের রেজিস্ট্রি।
advertisement
3/6
স্নেহাশিসের প্রথম স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে বিবাহ বিচ্ছেদের সময় দুদনের মধ্যে তিক্ততা ছড়ায়। কারণ তাঁর প্রাক্তন স্ত্রী গার্হস্থ্য হিংসার অভিযোগ করেছিলেন।
স্নেহাশিসের প্রথম স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে বিবাহ বিচ্ছেদের সময় দুদনের মধ্যে তিক্ততা ছড়ায়। কারণ তাঁর প্রাক্তন স্ত্রী গার্হস্থ্য হিংসার অভিযোগ করেছিলেন।
advertisement
4/6
এদিন সৌরভ ও ডোনা থাকতে পারেননি। রবিবার দুপুরে স্নেহাশিস ও অর্পিতার রেজিস্ট্রি হয়েছে। রাতে হবে খাওয়া-দাওয়া।
এদিন সৌরভ ও ডোনা থাকতে পারেননি। রবিবার দুপুরে স্নেহাশিস ও অর্পিতার রেজিস্ট্রি হয়েছে। রাতে হবে খাওয়া-দাওয়া।
advertisement
5/6
সৌরভ ও ডোনার সঙ্গে আগে থেকেই অর্পিতার সম্পর্ক বেশ ভাল বলেই জানা যায়। এর আগেও অর্পিতাকে তাঁদের সঙ্গে একাধিকবার ছবিতে দেখা গিয়েছে।
সৌরভ ও ডোনার সঙ্গে আগে থেকেই অর্পিতার সম্পর্ক বেশ ভাল বলেই জানা যায়। এর আগেও অর্পিতাকে তাঁদের সঙ্গে একাধিকবার ছবিতে দেখা গিয়েছে।
advertisement
6/6
বেহালার গঙ্গোপাধ্যায় পরিবারে এবার নতুন অতিথি। অর্পিতা ও স্নেহাশিসের দ্বিতীয় ইনিংসের সাক্ষী ছিলেন কয়েকজন ঘনিষ্ঠমাত্র। নবদম্পতির নতুন জীবনে তাঁরা পাশে ছিলেন।
বেহালার গঙ্গোপাধ্যায় পরিবারে এবার নতুন অতিথি। অর্পিতা ও স্নেহাশিসের দ্বিতীয় ইনিংসের সাক্ষী ছিলেন কয়েকজন ঘনিষ্ঠমাত্র। নবদম্পতির নতুন জীবনে তাঁরা পাশে ছিলেন।
advertisement
advertisement
advertisement