Shubman Gill : শুভমান গিল 'আউট'! পরের টেস্টে ভারতের ক্যাপ্টেন কে জানেন? এতদিন বাইরে বসে থাকা ক্রিকেটার এবার দলে
- Published by:Suman Majumder
Last Updated:
India Likely Playing XI For 2nd Test: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুভমান মাত্র ৩ বল খেলেই চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে গিয়েছিলেন। ঘাড়ে ব্যথার পর শনিবার সন্ধ্যায় তাঁকে চিকিৎসার জন্য কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
advertisement
দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি ২২ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত গুয়াহাটিের বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কলকাতা টেস্টের দ্বিতীয় দিনে অধিনায়ক শুভমান গিলের ঘাড়ে চোট লেগেছিল, যার কারণে তিনি দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেননি। দ্বিতীয় ম্যাচে তাঁর খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শুভমান গিল ছিটকে গেলে বিসিসিআই করুণ নায়ার বা সরফরাজ খানের মধ্যে কাউকে রিপ্লেসমেন্ট হিসেবে দলে অন্তর্ভুক্ত করতে পারে। নায়ার ২০২৫ সালের অ্যান্ডারসন–তেন্ডুলকর ট্রফিতে চারটি টেস্ট ম্যাচ খেলেছিলেন। চলতি ঘরোয়া মরসুমে ৩৩ বছর বয়সি এই ডানহাতি ব্যাটার একটি দ্বিশতক (২৩৩), একটি শতক (১৭৪*) এবং অর্ধশতক (৭৩ ও ৯৫) করেছেন।
advertisement
ভারত সাই সুদর্শনকে টেস্টে তিন নম্বরে খেলানোর জন্য প্রস্তুত করছে। কিন্তু তিনি এখনো ততটা কার্যকর হয়ে উঠতে পারেননি। বাঁহাতি এই ব্যাটারকে এখনো তিন নম্বর স্থানে পুরোপুরি প্রতিষ্ঠিত করা যায়নি। কোচ এবং বিশ্লেষকরা তাঁর ব্যাটিংয়ে প্রযুক্তিগত ত্রুটির দিকে আঙুল তুলেছেন, বিশেষ করে লেগ-স্টাম্পে এবং শর্ট বলের বিরুদ্ধে তাঁর দুর্বলতার বিষয়ে। তবে ভারতীয় ব্যাটিং কোচ সিতাংশু কোটক প্রকাশ্যে বলেছেন যে তিনি এসব সমস্যা সম্পর্কে সচেতন এবং সেগুলো দূর করার জন্য কঠোর পরিশ্রম করছেন।
